Economic Rule Changes from 1st July: ট্রেনের ভাড়া ছাড়াও ১ জুলাই থেকে আসবে আরও ৫ বদল, চাপ পড়বে পকেটে
Published on Jun 27, 2025 01:41 pm IST
১ জুলাই থেকে নতুন ভাড়া কার্যকর করছে রেল। এতে দীর্ঘ দূরত্বে ভ্রমণকারী যাত্রীদের পকেটে হালকা চাপ বাড়তে পারে। এছাড়াও ১ জুলাই থেকে ক্রেডিট কার্ডের পেমেন্ট, অনলাইন ওয়ালেট লেনদেন এবং প্যান কার্ডের মতো গুরুত্বপূর্ণ কাজের নিয়ম বদলে যাচ্ছে। এখানে এই সমস্ত পরিবর্তন সম্পর্কে তথ্য রয়েছে।
1 / 6
Published on Jun 27, 2025 01:41 pm IST
এটিএম চার্জ বাড়বে। এখন এটিএম ব্যবহার করা আরও ব্যয়বহুল হয়ে উঠবে। আইসিআইসিআই ব্যাঙ্কের গ্রাহকরা যদি মাসে ৩ বারের বেশি অন্য ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তোলেন তবে প্রতিটি অতিরিক্ত লেনদেনের জন্য চার্জ করা হবে: আর্থিক লেনদেন অর্থাৎ নগদ তোলার ক্ষেত্রে চার্জ হবে ২৩ টাকা, নন-ফিনান্সিয়াল অর্থাৎ ব্যালেন্স চেকের জন্য দিতে হবে ৮.৫০ টাকা
2 / 6
Published on Jun 27, 2025 01:41 pm IST
প্যান-আধার লিঙ্ক বাধ্যতামূলক। নতুন প্যান কার্ড বানাতে আধার কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। আপনার যদি ইতিমধ্যে প্যান এবং আধার উভয়ই থাকে তবে সেগুলি লিঙ্ক করাও গুরুত্বপূর্ণ। এজন্য ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। সময়মতো লিঙ্ক করতে ব্যর্থ হলে জরিমানা বা অবৈধ প্যান কার্ড হতে পারে।
3 / 6
Published on Jun 27, 2025 01:41 pm IST
ক্রেডিট কার্ডের বিল পরিশোধের নিয়মে বদল আনল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে ভারত বিল পেমেন্ট সিস্টেমের (বিবিপিএস) মাধ্যমে ক্রেডিট কার্ডের সমস্ত বিল পরিশোধ করা যাবে। এটি ফোনপে, ক্রেডের মতো প্ল্যাটফর্মগুলিকে প্রভাবিত করবে, কারণ বর্তমানে মাত্র আটটি ব্যাংক বিবিপিএসে এই সুবিধা শুরু করেছে।
4 / 6
Published on Jun 27, 2025 01:41 pm IST
এইচডিএফসি ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য কিছু নতুন চার্জ চালু করেছে। এখন যদি আপনি ড্রিম ১১, এমপিএল বা রামি কালচারের মতো গেমিং অ্যাপের পেছনে মাসে ১০ হাজার টাকার বেশি খরচ করেন, তাহলে আপনাকে এক শতাংশ অতিরিক্ত চার্জ দিতে হবে। পেটিএম, মোবিকুইক এবং ফ্রিচার্জের মতো ওয়ালেটেও ১০ হাজার টাকার বেশি লোড করলে একই ফি নেওয়া হবে। এছাড়াও, যদি ইউটিলিটি বিল (বিদ্যুৎ, জল, গ্যাস ইত্যাদি) ৫০০০০ টাকার বেশি হয়, তবে এই অতিরিক্ত চার্জ নেওয়া হবে। একই সঙ্গে মাসে ১৫ হাজার টাকার বেশি জ্বালানি বাবদ খরচ করলে এক শতাংশ চার্জও দিতে হবে। (REUTERS)
5 / 6
Published on Jun 27, 2025 01:41 pm IST
রেলের ভাড়া বৃদ্ধি। যাত্রী ভাড়া বাড়াতে চলেছে ভারতীয় রেল। করোনা মহামারির পর এই প্রথম ভাড়া বাড়ছে। নন-এসি (স্লিপার/জেনারেল ক্লাস): ১ পয়সা/কিমি, এসি কোচ: ২ পয়সা/কিমি, দ্বিতীয় শ্রেণির ভ্রমণে ৫০০ কিলোমিটার পর্যন্ত কোনও বৃদ্ধি নেই। ৫০০+ কিমি দ্বিতীয় শ্রেণীর যাত্রা: ০.৫ পয়সা/কিমি, মাসিক সিজন টিকিট (এমএসটি) এবং শহরতলির ট্রেনের ভাড়া অপরিবর্তিত
6 / 6
Published on Jun 27, 2025 01:41 pm IST
E-Paper

