Minimum EPS pension hike to Rs 7500: ন্যূনতম ইপিএস পেনশন ৭.৫ গুণ বাড়ানো হতে পারে কেন্দ্রীয় বাজেটে? বড় দাবি রিপোর্টে

Published on Jan 13, 2025 03:18 pm IST

এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের (ইপিএফও) আওতাভুক্ত বেসরকারি ক্ষেত্রের কর্মচারীরা বহুদিন ধরে দাবি করছেন যাতে ন্যূনতম পেনশন বৃদ্ধি করা হয়। এই আবহে সম্প্রতি নির্মলা সীতারামনের সঙ্গে বৈঠকও হয় ইপিএস-৯৫ জাতীয় আন্দোলন কমিটির।

1 / 5
ফিনান্সিয়াল এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রাক-বাজেট পরামর্শমূলক বৈঠকের অংশ হিসেবে ২০২৫ সালের ১০ জানুয়ারি অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে দেখা করেন ইপিএস-৯৫ পেনশনভোগীদের একটি প্রতিনিধি দল। তাঁদের আবেদন ছিল ন্যূনতম মাসিক ৭,৫০০ টাকা পেনশন করা হোক। এরই সঙ্গে মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধি এবং পেনশনভোগী ও তাঁদের স্ত্রীদের বিনামূল্যে চিকিৎসার জন্যেও আবেদন জানান তাঁরা।  expand-icon View Photos in a new improved layout
Published on Jan 13, 2025 03:18 pm IST

ফিনান্সিয়াল এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রাক-বাজেট পরামর্শমূলক বৈঠকের অংশ হিসেবে ২০২৫ সালের ১০ জানুয়ারি অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে দেখা করেন ইপিএস-৯৫ পেনশনভোগীদের একটি প্রতিনিধি দল। তাঁদের আবেদন ছিল ন্যূনতম মাসিক ৭,৫০০ টাকা পেনশন করা হোক। এরই সঙ্গে মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধি এবং পেনশনভোগী ও তাঁদের স্ত্রীদের বিনামূল্যে চিকিৎসার জন্যেও আবেদন জানান তাঁরা। 

2 / 5
এদিকে রিপোর্টে দাবি করা হয়েছে, নির্মলা সীতারমন ইপিএস-৯৫ জাতীয় আন্দোলন কমিটিকে আশ্বাস দিয়েছেন যে দাবিগুলি পর্যালোচনা করা হবে। এর আগে ট্রেড ইউনিয়নগুলিও অধিবেশন চলাকালীন অর্থমন্ত্রীর সাথে দেখা করেছিল। তবে তারা পেনশন প্রতি মাসে ৫ হাজার টাকা করার পক্ষে সওয়াল করেছিল।  expand-icon View Photos in a new improved layout
Published on Jan 13, 2025 03:18 pm IST

এদিকে রিপোর্টে দাবি করা হয়েছে, নির্মলা সীতারমন ইপিএস-৯৫ জাতীয় আন্দোলন কমিটিকে আশ্বাস দিয়েছেন যে দাবিগুলি পর্যালোচনা করা হবে। এর আগে ট্রেড ইউনিয়নগুলিও অধিবেশন চলাকালীন অর্থমন্ত্রীর সাথে দেখা করেছিল। তবে তারা পেনশন প্রতি মাসে ৫ হাজার টাকা করার পক্ষে সওয়াল করেছিল। 

3 / 5
এই আবহে ট্রেড ইউনিয়নগুলির সমালোচনা শোনা গিয়েছিল ইপিএস-৯৫ জাতীয় আন্দোলন কমিটির তরফ থেকে। ট্রেন ইউনিয়নগুলির দাবি মতো ৫ হাজার টাকা ন্যূনতম পেনশনের পরিমাণ অপর্যাপ্ত, অন্যায্য এবং পেনশনভোগীদের মৌলিক চাহিদা পূরণের জন্য পর্যাপ্ত নয় বলে মনে করেছিল ইপিএস-৯৫ জাতীয় আন্দোলন কমিটি।  expand-icon View Photos in a new improved layout
Published on Jan 13, 2025 03:18 pm IST

এই আবহে ট্রেড ইউনিয়নগুলির সমালোচনা শোনা গিয়েছিল ইপিএস-৯৫ জাতীয় আন্দোলন কমিটির তরফ থেকে। ট্রেন ইউনিয়নগুলির দাবি মতো ৫ হাজার টাকা ন্যূনতম পেনশনের পরিমাণ অপর্যাপ্ত, অন্যায্য এবং পেনশনভোগীদের মৌলিক চাহিদা পূরণের জন্য পর্যাপ্ত নয় বলে মনে করেছিল ইপিএস-৯৫ জাতীয় আন্দোলন কমিটি। 

4 / 5
রিপোর্টে দাবি করা হয়েছে, ২০১৪ সালে সরকার ন্যূনতম মাসিক পেনশন ১০০০ টাকা করার কথা ঘোষণা করলেও ৩৬.৬০ লক্ষ পেনশনভোগী এখনও এই পরিমাণের চেয়ে কম পান। উল্লেখ্য, ইপিএফ সদস্যরা তাদের মূল বেতনের ১২ শতাংশ প্রভিডেন্ট ফান্ডে জমা দেন, যেখানে নিয়োগকর্তারাও সমপরিমাণ টাকা জমা দেন। নিয়োগকর্তার অবদান দুটি ভাগে বিভক্ত হয়। তাতে ৮.৩৩% কর্মচারীদের পেনশন স্কিমে (ইপিএস) বরাদ্দ করা হয়, আর বাকি ৩.৬৭% ইপিএফ স্কিমে যায়।  expand-icon View Photos in a new improved layout
Published on Jan 13, 2025 03:18 pm IST

রিপোর্টে দাবি করা হয়েছে, ২০১৪ সালে সরকার ন্যূনতম মাসিক পেনশন ১০০০ টাকা করার কথা ঘোষণা করলেও ৩৬.৬০ লক্ষ পেনশনভোগী এখনও এই পরিমাণের চেয়ে কম পান। উল্লেখ্য, ইপিএফ সদস্যরা তাদের মূল বেতনের ১২ শতাংশ প্রভিডেন্ট ফান্ডে জমা দেন, যেখানে নিয়োগকর্তারাও সমপরিমাণ টাকা জমা দেন। নিয়োগকর্তার অবদান দুটি ভাগে বিভক্ত হয়। তাতে ৮.৩৩% কর্মচারীদের পেনশন স্কিমে (ইপিএস) বরাদ্দ করা হয়, আর বাকি ৩.৬৭% ইপিএফ স্কিমে যায়। 

5 / 5
এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের (ইপিএফও) আওতাভুক্ত বেসরকারি ক্ষেত্রের কর্মচারীরা বহুদিন ধরে দাবি করছেন যাতে ন্যূনতম পেনশন বৃদ্ধি করা হয়। সেই আবেদনের ভিত্তিতে এবারের বাজেটে সরকার পদক্ষেপ করার বিষয়ে বিবেচনা করতে পারে বলে দাবি করা হয়েছে রিপোর্টে। এই মুহূর্তে ন্যূনতম ইপিএস পেনশন প্রতি মাসে ১ হাজার টাকা। তা বাড়িয়ে ৭৫০০ টাকা করা হতে পারে।  expand-icon View Photos in a new improved layout
Published on Jan 13, 2025 03:18 pm IST

এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের (ইপিএফও) আওতাভুক্ত বেসরকারি ক্ষেত্রের কর্মচারীরা বহুদিন ধরে দাবি করছেন যাতে ন্যূনতম পেনশন বৃদ্ধি করা হয়। সেই আবেদনের ভিত্তিতে এবারের বাজেটে সরকার পদক্ষেপ করার বিষয়ে বিবেচনা করতে পারে বলে দাবি করা হয়েছে রিপোর্টে। এই মুহূর্তে ন্যূনতম ইপিএস পেনশন প্রতি মাসে ১ হাজার টাকা। তা বাড়িয়ে ৭৫০০ টাকা করা হতে পারে। 

SHARE
Story Saved
Live Score
Saved Articles
Following
My Reads
Sign out
Get App
crown-icon
Subscribe Now!