বাংলাদেশিদের ভারতীয় পরিচয়পত্র বানিয়ে দেওয়ার অভিযোগে নিউ টাউন থেকে ধৃত ১

শনিবার রাতে অভিযান চালিয়ে নিউ টাউন থানা এলাকা থেকে জিয়াউদ্দিনকে গ্রেফতার করে রহড়া থানার পুলিশ। ধৃত জানিয়েছেন, স্থানীয় বেশ কয়েকজন তাকে এই কাজে সাহায্য করেছেন। তাদের খোঁজ পাওয়ার চেষ্টা করছে পুলিশ।

Published on: Jun 08, 2025 2:57 PM IST
By
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ভুয়ো নথির ভিত্তিতে বাংলাদেশিদের ভারতীয় পরিচয়পত্র বানিয়ে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। শনিবার নিউ টাউন থানা এলাকা থেকে জিয়াউদ্দিন মণ্ডল নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে খড়দা থানার পুলিশ। ধৃতের কাছ থেকে বেশ কিছু নথি উদ্ধার করেছেন তদন্তকারীরা।

বাংলাদেশিদের ভারতীয় পরিচয়পত্র বানিয়ে দেওয়ার অভিযোগে নিউ টাউন থেকে ধৃত ১
বাংলাদেশিদের ভারতীয় পরিচয়পত্র বানিয়ে দেওয়ার অভিযোগে নিউ টাউন থেকে ধৃত ১

জানা গিয়েছে, গত ১৭ মে খড়দা থানা এলাকা থেকে মেহেদি হাসান ওরফে মিলন, মজনু গাজি ও কালাম শেখ নামে ৩ বাংলাদেশিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় ভারতীয় পরিচয়পত্র। এর পর ধৃতদের জেরা করে পুলিশ জানতে পারে জিয়াউদ্দিনই তাদের ভারতীয় পরিচয়পত্র বানাতে সহযোগিতা করেছে।

শনিবার রাতে অভিযান চালিয়ে নিউ টাউন থানা এলাকা থেকে জিয়াউদ্দিনকে গ্রেফতার করে রহড়া থানার পুলিশ। ধৃত জানিয়েছেন, স্থানীয় বেশ কয়েকজন তাকে এই কাজে সাহায্য করেছেন। তাদের খোঁজ পাওয়ার চেষ্টা করছে পুলিশ।

বলে রাখি, রাজ্যে যে সমস্ত বিধানসভা কেন্দ্রে অস্বাভাবিক হারে ভোটার সংখ্যা বৃদ্ধি পেয়েছে তার অন্যতম নিউটাউন। এব্যাপারে আগেই সরব হয়েছে বিজেপি। বিজেপির দাবি, বাংলাদেশিদের ভারতীয় পরিচয়পত্র বানিয়ে দিয়ে নিউটাউনের বিভিন্ন পতিত জমিতে বসবাসের ব্যবস্থা করে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

News/Bengal/বাংলাদেশিদের ভারতীয় পরিচয়পত্র বানিয়ে দেওয়ার অভিযোগে নিউ টাউন থেকে ধৃত ১