ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২টি টি-২০ সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড যে স্কোয়াড ঘোষণা করেছে, তাতে নাম রয়েছে জেসন হোল্ডারের। আন্দ্রে রাসেল রয়েছেন শুধুমাত্র ইংল্যান্ড সিরিজের স্কোয়াডে। তবে উল্লেখযোগ্যভাবে অনুপস্থিত নিকোলাস পুরান। লম্বা আইপিএল মরশুমের পরে বিশ্রাম নিতে চান বলেই ২টি টি-২০ সিরিজের জাতীয় দল থেকে দূরে সরে থাকার সিদ্ধান্ত নেন পুরান।
মঙ্গলবার ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ান ডে ম্যাচে মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজ। তার পরেই ব্রিটিশদের বিরুদ্ধে ৩ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে তারা। ইংল্যান্ড সফর শেষ করেই ফের আয়ারল্যান্ডে ফিরবে ওয়েস্ট ইন্ডিজ দল। সেখানে আইরিশদের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজে মাঠে নামবেন ক্যারিবিয়ানরা। উল্লেখ্য, ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের আগে গত মাসে আয়ারল্যান্ডে ৩টি ওয়ান ডে খেলে ওয়েস্ট ইন্ডিজ।
আরও পড়ুন:- RCB vs PBKS Likely XI: টিম ডেভিড ফিট থাকলে কোপ পড়তে পারে লিভিংস্টোনের ঘাড়ে, IPL ফাইনালে আরসিবি ও পঞ্জাবের সম্ভাব্য দল
আইরিশদের বিরুদ্ধে টি-২০ সিরিজে রাসেল-সহ একাধিক ক্রিকেটার ও সাপোর্ট স্টাফকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। হোল্ডার দীর্ঘ ১৫ মাস পরে ওয়েস্ট ইন্ডিজের টি-২০ দলে ফেরেন। তিনি শেষবার ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে টি-২০ খেলেন ২০২৪ সালের ফেব্রুয়ারিতে।
ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ থেকেই ওয়েস্ট ইন্ডিজের স্থায়ী টি-২০ ক্যাপ্টেন হিসেবে শাই হোপের জমানা শুরু হবে। ক'দিন আগেই রোভম্যান পাওয়েলকে সরিয়ে ওয়েস্ট ইন্ডিজ তাদের টি-২০ ক্যাপ্টেন করে হোপকে। যদিও ক্যারিবিয়ান বোর্ডের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন ডোয়েন ব্র্যাভোর মতো প্রাক্তন তারকা।
আরও পড়ুন:- IPL Final Rain Forecast: বৃষ্টিতে ভিজতে পারে আইপিএলের ফাইনাল, ম্যাচ ভেস্তে গেলে ট্রফি উঠবে কাদের হাতে? জেনে নিন নিয়ম
ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াড