টস হেরে শুরুতে ব্যাট করতে নামে সুপার কিংস। তারা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৮৫ রান সংগ্রহ করে। হাফ-সেঞ্চুরি করেন ডেভন কনওয়ে ও কেলভিন স্যাভেজ। উইকেটকিপার কনওয়ে ওপেন করতে নেমে ৪৪ বলে ৬৬ রান করে সাজঘরে ফেরেন। মারেন ২টি চার ও ৫টি ছক্কা। কেলভিন ৩৪ বলে ৫৩ রানের আগ্রাসী ইনিংস খেলে অপরাজিত থাকেন। তিনি ২টি চার ও ৪টি ছক্কা মারেন।
আরও পড়ুন:- T20 Mumbai 2025 All Awards List: টুর্নামেন্টের সেরা হলেন কে? মুম্বই টি-২০ লিগের সম্পূর্ণ পুরস্কার তালিকা ও প্রাইজ মানি
বড় রান করতে ব্যর্থ হন ক্যাপ্টেন ফ্যাফ ডু'প্লেসি। তিনি ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৫ বলে ১৮ রান করে ক্রিজ ছাড়েন। এছাড়া ডারিল মিচেল ৮ ও মিলিন্দ কুমার ১৯ রানের যোগদান রাখেন। এমআই নিউ ইয়র্কের হয়ে ৩৪ রানে ২টি উইকেট নেন মাইকেল ব্রেসওয়েল। ১টি করে উইকেট সংগ্রহ করেন এহসান আদিল, নবীন উল হক ও সানি প্যাটেল। ট্রেন্ট বোল্ট ৪ ওভারে ৩৩ রান খরচ করেও কোনও উইকেট পাননি। কায়রন পোলার্ড ১ ওভারে ১৪ রান খরচ করেন। উইকেটহীন থাকেন তিনিও।
আরও পড়ুন:- একাই ১৯১ জর্জ মুন্সির, তবু হারল তাঁর দল, ODI-তে তৃতীয় সর্বোচ্চ রান তাড়া করে ম্যাচ জয়ের রেকর্ড ডাচদের
নাটকীয় ওভার ডারিল মিচেলের
পালটা ব্যাট করতে নেমে এমআই একসময় ১৬ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৪১ রান তোলে। সুতরাং, জিততে শেষ ৪ ওভারে ৪৫ রান দরকার ছিল তাদের। ১৭তম ওভারে চূড়ান্ত নাটক দেখা যায়। ডারিল মিচেলের প্রথম চারটি বলে ১টি ছক্কা ও ৩টি চার মারেন কায়রন পোলার্ড। তবে ওভারের পঞ্চম ও ষষ্ঠ বলে পরপর রান আউট হন দুই সেট ব্যাটার পোলার্ড ও মোনাঙ্ক।
শেষমেশ এমআই ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৮২ রান আটকে যায়। ৩ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জেতে সুপার কিংস। এমআইয়ের হয়ে ৪৪ বলে ৬২ রান করেন মোনাঙ্ক প্যাটেল। তিনি ৭টি চার ও ২টি ছক্কা মারেন। ২১ বলে ৩৮ রান করেন মাইকেল ব্রেসওয়েল। তিনি ৩টি চার ও ২টি ছক্কা মারেন। কায়রন পোলার্ড ১৬ বলে ৩২ রান করে মাঠ ছাড়েন। তিনি ৫টি চার ও ১টি ছক্কা মারেন।
আরও পড়ুন:- MLC 2025: মাত্র ৩৪ বলে সেঞ্চুরি, ১৯ ছক্কায় ক্রিস গেইলদের বিশ্বরেকর্ড ভাঙলেন IPL-এ দল না পাওয়া ক্রিকেটার
ক্যাপ্টেন নিকোলাস পুরান ১টি বাউন্ডারির সাহায্যে ৬ বলে ৬ রান করে আউট হন। কুইন্টন ডি'কক ১টি বাউন্ডারির সাহায্যে ৮ বলে ৮ রান করে মাঠ ছাড়েন। ট্রেন্ট বোল্ট ১টি বাউন্ডারির সাহায্যে ৩ বলে ৬ রান করে রান-আউট হন। অর্থাৎ, এমআইয়ের মোট ৩ জন ব্যাটার রান-আউট হয়ে মাঠ ছাড়েন।
সুপার কিংসের হয়ে ২২ রানে ৩টি উইকেট নেন অ্যাডাম মিলনে। ১টি করে উইকেট দখল করেন নূর আহমেদ ও মহম্মদ মহসিন। চাপের মুখে শেষ ওভারে দারুণ বল করেন ডারিল মিচেল। ম্যাচের সেরা হন এমআইয়ের কেলভিন।