4,6,4,4,W,W: মিচেলের নাটকীয় ওভারেই স্বপ্নভঙ্গ MI-এর, পোলার্ড ঝড় থামিয়ে উত্তেজক জয় ডু'প্লেসির সুপার কিংসের

MI vs TSK MLC 2025: ব্যর্থ নিকোলাস পুরান, ডেভন কনওয়ের ব্যাটে ভর করে মেজর লিগের ম্যাচে এমআইয়ে বিরুদ্ধে নাটকীয় জয় তুলে নিল ফ্যাফ ডু'প্লেসির সুপার কিংস।

Published on: Jun 14, 2025 10:52 AM IST
By
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

শুক্রবার মেজর লিগ ক্রিকেটের তৃতীয় মরশুম শুরু হয় ফিন অ্যালেনের ১৫১ রানের তাণ্ডব দিয়ে। শনিবার টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে রুদ্ধশ্বাস লড়াই দেখা গেল। অত্যন্ত উত্তেজক ম্যাচে এমআই নিউ ইয়র্কের বিরুদ্ধে টানটান জয় ছিনিয়ে নেয় টেক্সাস সুপার কিংস।

পোলার্ড ঝড় থামিয়ে উত্তেজক জয় ডু'প্লেসির সুপার কিংসের। ছবি- মেজর লিগ ক্রিকেট।
পোলার্ড ঝড় থামিয়ে উত্তেজক জয় ডু'প্লেসির সুপার কিংসের। ছবি- মেজর লিগ ক্রিকেট।

টস হেরে শুরুতে ব্যাট করতে নামে সুপার কিংস। তারা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৮৫ রান সংগ্রহ করে। হাফ-সেঞ্চুরি করেন ডেভন কনওয়ে ও কেলভিন স্যাভেজ। উইকেটকিপার কনওয়ে ওপেন করতে নেমে ৪৪ বলে ৬৬ রান করে সাজঘরে ফেরেন। মারেন ২টি চার ও ৫টি ছক্কা। কেলভিন ৩৪ বলে ৫৩ রানের আগ্রাসী ইনিংস খেলে অপরাজিত থাকেন। তিনি ২টি চার ও ৪টি ছক্কা মারেন।

আরও পড়ুন:- T20 Mumbai 2025 All Awards List: টুর্নামেন্টের সেরা হলেন কে? মুম্বই টি-২০ লিগের সম্পূর্ণ পুরস্কার তালিকা ও প্রাইজ মানি

বড় রান করতে ব্যর্থ হন ক্যাপ্টেন ফ্যাফ ডু'প্লেসি। তিনি ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৫ বলে ১৮ রান করে ক্রিজ ছাড়েন। এছাড়া ডারিল মিচেল ৮ ও মিলিন্দ কুমার ১৯ রানের যোগদান রাখেন। এমআই নিউ ইয়র্কের হয়ে ৩৪ রানে ২টি উইকেট নেন মাইকেল ব্রেসওয়েল। ১টি করে উইকেট সংগ্রহ করেন এহসান আদিল, নবীন উল হক ও সানি প্যাটেল। ট্রেন্ট বোল্ট ৪ ওভারে ৩৩ রান খরচ করেও কোনও উইকেট পাননি। কায়রন পোলার্ড ১ ওভারে ১৪ রান খরচ করেন। উইকেটহীন থাকেন তিনিও।

আরও পড়ুন:- একাই ১৯১ জর্জ মুন্সির, তবু হারল তাঁর দল, ODI-তে তৃতীয় সর্বোচ্চ রান তাড়া করে ম্যাচ জয়ের রেকর্ড ডাচদের

নাটকীয় ওভার ডারিল মিচেলের

পালটা ব্যাট করতে নেমে এমআই একসময় ১৬ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৪১ রান তোলে। সুতরাং, জিততে শেষ ৪ ওভারে ৪৫ রান দরকার ছিল তাদের। ১৭তম ওভারে চূড়ান্ত নাটক দেখা যায়। ডারিল মিচেলের প্রথম চারটি বলে ১টি ছক্কা ও ৩টি চার মারেন কায়রন পোলার্ড। তবে ওভারের পঞ্চম ও ষষ্ঠ বলে পরপর রান আউট হন দুই সেট ব্যাটার পোলার্ড ও মোনাঙ্ক।

শেষমেশ এমআই ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৮২ রান আটকে যায়। ৩ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জেতে সুপার কিংস। এমআইয়ের হয়ে ৪৪ বলে ৬২ রান করেন মোনাঙ্ক প্যাটেল। তিনি ৭টি চার ও ২টি ছক্কা মারেন। ২১ বলে ৩৮ রান করেন মাইকেল ব্রেসওয়েল। তিনি ৩টি চার ও ২টি ছক্কা মারেন। কায়রন পোলার্ড ১৬ বলে ৩২ রান করে মাঠ ছাড়েন। তিনি ৫টি চার ও ১টি ছক্কা মারেন।

আরও পড়ুন:- MLC 2025: মাত্র ৩৪ বলে সেঞ্চুরি, ১৯ ছক্কায় ক্রিস গেইলদের বিশ্বরেকর্ড ভাঙলেন IPL-এ দল না পাওয়া ক্রিকেটার

ক্যাপ্টেন নিকোলাস পুরান ১টি বাউন্ডারির সাহায্যে ৬ বলে ৬ রান করে আউট হন। কুইন্টন ডি'কক ১টি বাউন্ডারির সাহায্যে ৮ বলে ৮ রান করে মাঠ ছাড়েন। ট্রেন্ট বোল্ট ১টি বাউন্ডারির সাহায্যে ৩ বলে ৬ রান করে রান-আউট হন। অর্থাৎ, এমআইয়ের মোট ৩ জন ব্যাটার রান-আউট হয়ে মাঠ ছাড়েন।

সুপার কিংসের হয়ে ২২ রানে ৩টি উইকেট নেন অ্যাডাম মিলনে। ১টি করে উইকেট দখল করেন নূর আহমেদ ও মহম্মদ মহসিন। চাপের মুখে শেষ ওভারে দারুণ বল করেন ডারিল মিচেল। ম্যাচের সেরা হন এমআইয়ের কেলভিন।

News/Cricket/4,6,4,4,W,W: মিচেলের নাটকীয় ওভারেই স্বপ্নভঙ্গ MI-এর, পোলার্ড ঝড় থামিয়ে উত্তেজক জয় ডু'প্লেসির সুপার কিংসের
News/Cricket/4,6,4,4,W,W: মিচেলের নাটকীয় ওভারেই স্বপ্নভঙ্গ MI-এর, পোলার্ড ঝড় থামিয়ে উত্তেজক জয় ডু'প্লেসির সুপার কিংসের