ক্রিকেটার নয় এবার অভিনেতা সুরেশ রায়না! কোন সিনেমায় দেখা যাবে তাঁকে?

সুরেশ রায়না এবার বড় পর্দায়! ছবিতে এবার দেখা যাবে ক্রিকেটারকে। প্রাক্তন এই ক্রিকেটার একটি তামিল ছবিতে অভিনয়ের মাধ্যমে বিনোদন জগতে অভিষেক করতে চলেছেন। চেন্নাই সুপার কিংসের সঙ্গে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার কারণে তামিলনাড়ুতে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন এই ক্রিকেটার।

Published on: Jul 06, 2025 3:45 PM IST
By ,
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

সুরেশ রায়না এবার বড় পর্দায়! ছবিতে এবার দেখা যাবে ক্রিকেটারকে। প্রাক্তন এই ক্রিকেটার একটি তামিল ছবিতে অভিনয়ের মাধ্যমে বিনোদন জগতে অভিষেক করতে চলেছেন। চেন্নাই সুপার কিংসের সঙ্গে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার কারণে তামিলনাড়ুতে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন এই ক্রিকেটার। ড্রিম নাইট স্টোরিজ (ডিকেএস) ব্যানারের প্রযোজনায় একটি ছবিতে দেখা যাবে তাঁকে।

ক্রিকেটার নয় এবার অভিনেতা সুরেশ রায়না! কোন সিনেমায় দেখা যাবে তাঁকে?
ক্রিকেটার নয় এবার অভিনেতা সুরেশ রায়না! কোন সিনেমায় দেখা যাবে তাঁকে?

ডিকেএস তাঁদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সুরেশ রায়নার এই বিশেষ খবর ঘোষণা করে একটি ভিডিয়ো শেয়ার করেছেন। তাঁকে চেন্নাই সুপার কিংসের ভক্তরা স্নেহের সঙ্গে 'চিন্না থালা' নামে চেনেন।

আরও পড়ুন: রক্তাক্ত মুখ, লম্বা চুল, গাল ভর্তি দাড়ি! 'ধুরন্ধর'-এর ফার্স্ট লুকে নজরকাড়া রণবীর

ভিডিয়োটিতে সুরেশ রায়নাকে একটি ক্রিকেট স্টেডিয়ামে প্রবেশ করতে দেখা যায়। দেখা গিয়েছে বিপুল সংখ্যক ভক্তরা উল্লাস করছেন। ভিডিয়ো অনুসারে, ছবিটি ক্রিকেটের উপর ভিত্তি করে তৈরি হবে বলে আশা করা হচ্ছে। ছবিটি পরিচালনা করেছেন লোগান এবং প্রযোজনা করেছেন ডি সারভানা কুমার। ভিডিয়োটি শেয়ার করার সময়, নির্মাতারা লিখেছেন, ‘#DKSProductionNo1-এর জন্য চিন্না থালা @sureshraina3-কে স্বাগত জানাচ্ছি!’

রায়না চেন্নাইয়ের সবচেয়ে প্রিয় খেলয়ারদের মধ্যে অন্যতম, তিনি সিএসকে-এর হয়ে আইপিএলের ১৫টি সিজন খেলেছেন। এমএস ধোনির অধিনায়কত্বে তিনি বেশ কয়েকটি সিজনে দলের সহ-অধিনায়ক ছিলেন। তিনি চেন্নাই সুপার কিংসের হয়ে চারটি আইপিএল জিতেছেন।

আরও পড়ুন: কৃষভিকে ছাড়াই টোটোয় চেপে শ্রীময়ীর সঙ্গে রথের মেলায় কাঞ্চন! তাঁরা কী কী খেলেন?

সুরেশ রায়নার ক্রিকেট কেরিয়ার

হোয়াইট বলের ক্রিকেটে ভারতের সেরা মিডল অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে সুরেশ রায়নাকে একজন হিসেবে বিবেচনা করা হয় এবং তিনিই প্রথম ভারতীয় খেলোয়াড় যিনি খেলার সকল ফর্ম্যাটে সেঞ্চুরি করেছেন। এক দশক ধরে ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে তিনি ভারতীয় মিডল অর্ডারের অন্যতম শক্তি ছিলেন, কিন্তু টেস্টে কখনও নিজের ছাপ রাখতে পারেননি। ৩২২টি আন্তর্জাতিক ম্যাচে রায়না ৭,৯৮৮ রান করেছেন, যার মধ্যে রয়েছে সাতটি সেঞ্চুরি এবং ৪৮টি অর্ধশত রান আছে। বাঁ-হাতি এই ব্যাটসম্যান ভারতীয় ক্রিকেট দলের হয়ে ২০১১ সালে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ এবং ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন।

সিএসকে এবং গুজরাট জায়ান্টসের হয়ে আইপিএলের ১৫টি মরশুমে, রায়না ৫৫২৮ রান করেছেন, যার মধ্যে একটি সেঞ্চুরি এবং ৩৯টি অর্ধশত রান রয়েছে। মৌসুম জুড়ে তার ধারাবাহিকতার জন্য, তাকে মিস্টার আইপিএল নামেও ডাকা হয়।

News/Entertainment/ক্রিকেটার নয় এবার অভিনেতা সুরেশ রায়না! কোন সিনেমায় দেখা যাবে তাঁকে?