ফের ক্যামেরার সামনে মিঠু, স্ত্রীর জন্য আবারও কাজে ফিরলেন সব্যসাচী

‘হরগৌরী পাইস হোটেল’ ধারাবাহিকে কাজ করতে করতে আচমকাই অসুস্থ হয়ে পড়েন মিঠু চক্রবর্তী। সাময়িকভাবে কাজ থেকে বিরতি নিতে হয়েছিল তাঁকে। শুরু হয়েছিল চিকিৎসা। তবে ক্যানসারের সঙ্গে লড়াইয়ে জিতে আবার ক্যামেরার সামনে এসে দাঁড়ালেন মিঠু। সঙ্গ দিলেন স্বামী।

Published on: May 31, 2025 7:44 PM IST
By ,
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

দেড় বছর আগে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক হরগৌরী পাইস হোটেল চলাকালীন আচমকাই অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেত্রী মিঠু চক্রবর্তী। ক্যানসারে আক্রান্ত হওয়ায় ক্যামেরার থেকে সরে দাঁড়াতে হয়েছিল তাঁকে। শুরু হয়েছিল দীর্ঘকালীন চিকিৎসা।

ফের ক্যামেরার সামনে মিঠু
ফের ক্যামেরার সামনে মিঠু

তবে শারীরিক অসুস্থতা অথবা কেমোথেরাপির কষ্ট, সবকিছুই হাসিমুখে সহ্য করে নিয়েছিলেন মিঠু। এই দীর্ঘ সময়ে স্ত্রীর পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন স্বামী সব্যসাচী চক্রবর্তী। স্বামীর ভরসা আর নিজের মনের জোরে আবার ক্যামেরার সামনে দাঁড়াতে চলেছেন অভিনেত্রী।

আরও পড়ুন: এবার সরাসরি টিভির পর্দায় ‘পুষ্পা ২’, কোথায় কবে দেখতে পাবেন?

আরও পড়ুন:দীপিকার পর এবার কাজের সময় নিয়ে মুখ খুললেন সইফ, বললেন,'বাড়িতে এসে যখন দেখি...'

তবে এই ক্যামেরার সামনে প্রত্যাবর্তন শুধু মিঠুর একার নয়, স্ত্রীর উদ্যোগে এবার বহুদিন বাদে ক্যামেরার সামনে দাঁড়াবেন সব্যসাচীও। বিগত বেশ কয়েক বছরে ছোট বা বড় পর্দা থেকে নিজেকে সরিয়ে রাখা সিদ্ধান্ত নিয়েছিলেন সব্যসাচী। কারণ একটাই, পরিবার এবং নিজেকে সময় দেওয়া। কিন্তু সেই পণ ভেঙে এবার শুধুমাত্র স্ত্রীর পাশে দাঁড়ানোর জন্য আবারও কাজে ফিরতে চলেছেন সব্যসাচী চক্রবর্তী।

তবে কোনও সিনেমা অথবা সিরিয়াল নয়, একটি বিশেষ বিজ্ঞাপনের শ্যুটিং করতে চলেছেন মিঠু এবং সব্যসাচী। ইতিমধ্যেই শ্যুটিংয়ের কিছু অংশ সম্পন্ন হয়েছে। ফ্লোরে দুজনকেই হাসি খুশি ভঙ্গিতে কাজ করতে দেখা গিয়েছে। চিকিৎসা এখনও চললেও মিঠু আগের থেকে অনেক সুস্থ।

আরও পড়ুন: বিবাহবার্ষিকীতে স্ত্রীকে জড়িয়ে আদুরে পোস্ট ববির, শুভেচ্ছা জানালেন ধর্মেন্দ্রও

আরও পড়ুন: 'সেলফি তুলো না...', করণের পাউট নিয়ে মজা করার দুঃসাহস দেখাল কারা?

বিজ্ঞাপনটি সম্প্রচারের তারিখ বা বিজ্ঞাপনটি কীসের তা এখনও জানা না গেলেও খুব শীঘ্রই যে এই বিজ্ঞাপনটি টিভির পর্যায়ে দেখা যাবে তা জানানো হয়েছে সংস্থার তরফ থেকে। তবে মিঠু এবং সব্যসাচীর এই কাজ আরও একবার প্রমাণ করে দিল, ভালোবাসা থাকলে যে কোনও যুদ্ধই জয় করে নেওয়া যায়।

News/Entertainment/ফের ক্যামেরার সামনে মিঠু, স্ত্রীর জন্য আবারও কাজে ফিরলেন সব্যসাচী