'আজ সবাই ব্যস্ত...', মৃত্যুদিনে কেকে-র স্মরণে কী বললেন বন্ধু প্রীতম?

২০২২, ৩১ মে এই দিনটি সঙ্গীত প্রেমিকদের জন্য একটি কালো দিন হয়ে থাকবে সারা জীবন। এই দিনে কলকাতায় পারফর্ম করতে গিয়ে আচমকাই অসুস্থ হয়ে পড়েছিলেন গায়ক কে কে। তিন বছর কেটে গেলেও এই দিন এলেই মনে পড়ে যায় গায়কের কথা। শনিবার সকালেই বন্ধুর স্মৃতিতে ভাসলেন সঙ্গীত পরিচালক প্রীতম।

Published on: May 31, 2025 9:06 PM IST
By ,
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

আর কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে ‘মেট্রো ইন দিনো’, যা ‘লাইফ ইন এ মেট্রো’ ছবির সিক্যুয়েল হতে চলেছে। তবে এই ছবিটি তৈরি করতে গিয়ে বারংবার মনে পড়ে গিয়েছে দুই তারকার কথা। প্রয়াত অভিনেতা ইরফান খান এবং সঙ্গীত শিল্পী কে কে।

মৃত্যুদিনে কেকে-এর স্মরণে কী বললেন বন্ধু প্রীতম?
মৃত্যুদিনে কেকে-এর স্মরণে কী বললেন বন্ধু প্রীতম?

‘লাইফ ইন মেট্রো’ ছবিতে একাধিক গান গিয়েছিলেন কে কে, যা আজও দর্শকদের মন ছুঁয়ে যায়। মেট্রো ইন দিনো ছবি তৈরি করতে গিয়ে বারংবার বন্ধু কে কে- কে স্মরণ করেন সঙ্গীত পরিচালক প্রীতম। কষ্ট আরও গভীর হয় যখন ক্যালেন্ডারের পর্দায় আসে ৩১ মে দিনটি।

আরও পড়ুন: এবার সরাসরি টিভির পর্দায় ‘পুষ্পা ২’, কোথায় কবে দেখতে পাবেন?

আরও পড়ুন: দীপিকার পর এবার কাজের সময় নিয়ে মুখ খুললেন সইফ, বললেন,'বাড়িতে এসে যখন দেখি...'

হ্যাঁ ৩১ মে ২০২২, এই দিনেই কলকাতায় পারফর্ম করতে এসে আচমকাই অসুস্থ হয়ে পড়েছিলেন কৃষ্ণকুমার। চিকিৎসার সামান্য সুযোগ না দিয়েই না ফেরার দেশে চিরকালের জন্য চলে গিয়েছিলেন তিনি। এই শোক যেন কোনওদিন ভোলার নয়। বন্ধুর মৃত্যুর ৩ বছর কেটে গেলেও সেই ক্ষত যে আজও ততটাই গভীর, তা ফুটে উঠল প্রীতমের পোস্টে।

শনিবার অর্থাৎ ৩১ মে সমাজ মাধ্যমে বন্ধুর স্মরণে প্রীতম লেখেন, ‘আমরা সবাই ‘মেট্রো ইন দিনো’ ছবির মুক্তি নিয়ে ভীষণ ব্যস্ত ঠিকই কিন্তু বারবার যার কথা সব থেকে বেশি মনে পড়ে যাচ্ছে, তিনি হলেন কে কে।’ বন্ধুর স্মরণে এই দিন এটি ভিডিয়োও ভাগ করে নিয়েছেন প্রীতম।

আরও পড়ুন:বিবাহবার্ষিকীতে স্ত্রীকে জড়িয়ে আদুরে পোস্ট ববির, শুভেচ্ছা জানালেন ধর্মেন্দ্রও

আরও পড়ুন:'সেলফি তুলো না...', করণের পাউট নিয়ে মজা করার দুঃসাহস দেখাল কারা?

প্রীতমের ভাগ করে নেওয়া ভিডিয়োয় আলবিদা, ও মেরি জান সহ একাধিক গান শুনতে পাওয়া গিয়েছে। ভিডিয়োয় ধরা পড়েছে প্রীতম এবং কে কে-এর বন্ধুত্বের কিছু মুহূর্ত। ভিডিয়ো দেখে একটাই কথা বার বার মনে হচ্ছে, সবকিছুই হয়তো চলে কিন্তু তাও কিছু জিনিস কোনওদিন ভোলা যায় না।

News/Entertainment/'আজ সবাই ব্যস্ত...', মৃত্যুদিনে কেকে-র স্মরণে কী বললেন বন্ধু প্রীতম?