Surya and Ketu Nakshatra Gochar: সূর্য ও কেতুর একই দিনে নক্ষত্র গোচর! সুসময় শুরু, হঠাৎ হাতে আসবে টাকা, লাকি কারা?

কেতু আর সূর্যের নক্ষত্র গোচরে আজ থেকে সুসময় শুরু বহু রাশির।

Published on: Jul 06, 2025 6:00 PM IST
By ,
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্যদেব হলেন গ্রহদের রাজা। আর পাপী গ্রহ হলেন কেতু। এই দুই গ্রহের একই দিনে নক্ষত্র গোচর হচ্ছে। দুই গ্রহই জ্যোতিষমতে একই দিনে নক্ষত্র পাল্টাবেন। আর সেই দিনটি হল আজ ৬ জুলাই, ২০২৫ সালের রবিবার। আজ পুন্রবাসু নক্ষত্রে গোচর করবেন সূর্য, পূর্ব পাল্গুনীতে যাবেন কেতু। এরফলে এই দুই গ্রহের নক্ষত্র পরিবর্তনের পর একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। এই দুই গ্রহের একই দিনে নক্ষত্র পরিবর্তনের ফলে কাদের ভাগ্য খুলবে, দেখে নিন।

সূর্য ও কেতুর নক্ষত্র গোচর একই দিনে হতে চলেছে।
সূর্য ও কেতুর নক্ষত্র গোচর একই দিনে হতে চলেছে।

সিংহ

এই সময় আকস্মিক ধনলাভ হতে পারে এই সময়। চাকরিরতদের আয় হু হু করে বাড়তে পারে এই সময়। সূর্য ও কেতুর নক্ষত্র পরিবর্তনের ফলে সিংহ রাশির জাতক জাতিকাদের হাতে হঠাৎ টাকা আসতে পারে। আয় হু হু করে বাড়তে পারে, কেরিয়ারে ভালো অভিজ্ঞতা আসতে পারে। পড়ুয়াদের শিক্ষার ক্ষেত্রে আসতে পারে সাফল্য। ব্যবসায়িদের জন্য এই সময়টি হল মুনাফা কামানোর সময়। নতুন পরিকল্পনাও তৈরির পক্ষে ভালো সময় এইটি।

কুম্ভ

সূর্য ও কেতুর নক্ষত্র গোচরের ফলে কুম্ভ রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে পাবেন। কাজের দিক থেকে সময় ভালো যাবে। ব্যবসায় বিপুল লাভ হতে পারে। এই সময় যাঁরা চাকরিহারা তাঁরা পেতে পারেন কোনও চাকরির সন্ধান। এই সময়কাল কোনও নতুন সম্পর্ক তৈরির জন্য খুবই ভালো। ব্যবসায়িক পার্টনারশিপে লাভ হবে। ফলে অংশীদারিত্বের কাজে এগিয়ে যেতে পারেন। দাম্পত্য জীবন ভালো কাটবে। কোথাও টাকা আটকে থাকলে, তা হাতে আসতে পারে। ব্যবসায়ীরা ভালো লাভ পেতে পারেন।

মেষ

এটি সম্পত্তি কেনা বা গাড়ি কেনার ভালো সময়। সূর্য আর কেতুর নক্ষত্র পরিবর্তন আপনার রাশির জন্য সুসময় বয়ে আনবে। যাঁরা চাকরি করেন, তাঁরা পেতে পারেন প্রমোশন বা নতুন দায়িত্ব। মিডিয়া বা মার্কেটিং এর সঙ্গে জড়িতরা পেতে পারেন লাভ। বিনিয়োগের জন্য এই সময় খুবই ভালো। আপনি টাকা সঞ্চয় করতে চাইলে, এই সময়কাল শুভ। এই সময় আপনার বহু ইচ্ছা পূরণ হবে। বাবার সঙ্গে সম্পর্ক আগের থেকে ভালোর দিকে যাবে।

(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )

News/News/Surya And Ketu Nakshatra Gochar: সূর্য ও কেতুর একই দিনে নক্ষত্র গোচর! সুসময় শুরু, হঠাৎ হাতে আসবে টাকা, লাকি কারা?