Sawan Gajakeshari Yog: শ্রাবণের এক মঙ্গলবারে পড়ছে গজকেশরী যোগ! অপেক্ষা আর ক'দিনের, কপাল ফিরবে ৩ রাশির

জুলাইতেই এক মঙ্গলবারে রয়েছে গজকেশরী যোগ। লাকি কারা? দেখে নিন।

Published on: Jul 15, 2025 7:00 PM IST
By ,
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে চন্দ্র আর গুরু সময়ে সময়ে গোচর করে শুভ রাজযোগের নির্মাণ করে থাকে। এমনই এক রাজযোগ ২২ জুলাই থেকে তৈরি হতে চলেছে। ২২ জুলাই ২০২৫ সালে রয়েছে গজকেশরী রাজযোগ। তা পড়ছে মঙ্গলবার। প্রসঙ্গত ২৩ জুলাই রয়েছে অমাবস্যা। আর তার আগে ২২ জুলাই ২০২৫ সালে রয়েছে গুরু বৃহস্পতি আর চন্দ্রের যুতি তৈরি করবে এই গজকেশরী যোগ। তারফলে বহু রাশির জাতক জাতিকারা লাভ পাবেন। কারা লাকি, দেখে নিন।

জ্যোতিষশাস্ত্রে গুরু, চন্দ্র যোগের ফলে কোন কোন রাশির জাতক জাতিকারা লাভ পেতে পারেন, দেখা যাক।
জ্যোতিষশাস্ত্রে গুরু, চন্দ্র যোগের ফলে কোন কোন রাশির জাতক জাতিকারা লাভ পেতে পারেন, দেখা যাক।

কন্যা

এই রাজযোগ আপনার রাশির কর্মভাবে তৈরি হতে চলেছে। এই সময় যাঁরা চাকরি খুঁজছেন, তাঁরা পেতে পারেন ভালো কোনও খবর। আপনার জনপ্রিয়তা এই সময় হু হু করে বেড়ে যাবে। মান সম্মান বৃদ্ধি পেতে পারে। শিক্ষাক্ষেত্রে পেতে পারেন সাফল্য। লেখালিখির সঙ্গে যাঁরা জড়িত, তাঁরা পেতে পারেন সাফল্য। অবিবাহিতদের বিয়ের যোগ আসতে পারে। মিডিয়ার সঙ্গে জড়িতরা পেতে পারেন লাভ।

মিথুন

এই রাজযোগ আপনার রাশির লগ্নভাবে তৈরি হতে চলেছে। কোথাও ধার্মিক বা মাঙ্গলিক যাত্রায় যেতে পারেন। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো জায়গায় থাকবে। বৈদ্ধিক ক্ষমতা বা কার্যকুশলতা থেকে লাভ পাবেন। এই সময় কিনতে পারেন বাড়ি, গাড়ি। পারিবারিক সম্পর্ক আগের থেকে ভালো হবে। বিবাহিতদের বৈবাহিক জীবন আগের থেকে ভালো হবে। অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে থাকবে। জীবনসঙ্গীর উন্নতির রাস্তা প্রশস্ত হবে।

( Budh Vakri Before Sawan Aamavasya: শ্রাবণ অমাবস্যা ২০২৫র আগেই বুধের কৃপায় ভাগ্য ঘুরবে অনেকের! লাকি কারা?)

( India Vs England Lords Lunch: লর্ডসে শুভমনদের ম্যাচে লাঞ্চের পদে 'দেশি' ফ্লেভার! মেনুর আইটেম চমকে দেবে)

( Jaishankar in China: ‘জটিল আন্তর্জাতিক পরিস্থিতিতে..’, বেজিংয়ে দাঁড়িয়ে চিনকে কোন বার্তা জয়শংকরের?)

( Nimisha Priya Execution case: ইয়েমেনে কেরলের নার্স নিমিশার মৃত্যুদণ্ডের প্রহর গোনার মাঝেই SCকে অবস্থান জানাল দিল্লি)

সিংহ

গজকেশরী রাজযোগ আপনাদের জন্য লাভদায়ী হবে। এই রাজযোগ ধন আর বাণীর দিক থেকে আপনাকে সুবিধা দেবে। সৌন্দর্য, শিল্পকলা, বিলাসিতর ক্ষেত্রের সঙ্গে জড়িত ব্যবসায়ীরা সাফল্য পাবেন। ব্যবসার প্রসার হতে পারে। কোথাও টাকা ধার দিয়ে থাকলে, পাবেন লাভ। হঠাৎ করে করে হাতে আসবে টাকা। বৃষ রাশির জাতক জাতিকারা নিজের কথার দ্বারা লাভ পেতে পারেন।

(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)

News/News/Sawan Gajakeshari Yog: শ্রাবণের এক মঙ্গলবারে পড়ছে গজকেশরী যোগ! অপেক্ষা আর ক'দিনের, কপাল ফিরবে ৩ রাশির