WB Best University Ranking: যাদবপুরের কাছে 'হেরে ভূত হল' কলকাতা বিশ্ববিদ্যালয়! বাংলার সেরা প্রতিষ্ঠান কোনটি?

যাদবপুরের থেকে আরও পিছিয়ে পড়ল কলকাতা বিশ্ববিদ্যালয়! আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে গেল। সেখানে পিছিয়ে পড়ল কলকাতা বিশ্ববিদ্যালয়। পশ্চিমবঙ্গের সেরা শিক্ষা প্রতিষ্ঠান হল কোনটি? ভারতের সেরা কোনটি?

Published on: Jun 19, 2025 2:24 PM IST
By | Written by
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের থেকে আরও পিছিয়ে পড়ল কলকাতা বিশ্ববিদ্যালয়। আন্তর্জাতিক স্তরের ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং’-র পরিসংখ্যান অনুযায়ী, গতবারের থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় অনেকটা এগিয়ে গিয়েছে। গতবার বিশ্বের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্ক ৭২১ থেকে ৭৩০-র মধ্যে ছিল। সেখান থেকে একধাক্কায় ৬৭৬ নম্বরে উঠে এসেছে যাদবপুর। আর কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছবিটা একেবারে উলটো হয়েছে। গতবারের থেকেও নীচে নেমে গিয়েছে। গতবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্ক ছিল ৭৫১ থেকে ৭৬০-র মধ্যে। এবার সেখানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্ক ৭৭১ থেকে ৭৮০-র মধ্যে আছে।

যাদবপুরের থেকে আরও পিছিয়ে পড়ল কলকাতা বিশ্ববিদ্যালয়। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই এবং ফেসবুক)
যাদবপুরের থেকে আরও পিছিয়ে পড়ল কলকাতা বিশ্ববিদ্যালয়। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই এবং ফেসবুক)

বাংলার সেরা প্রতিষ্ঠানের তকমা পেল কারা?

তবে পশ্চিমবঙ্গের মধ্যে নিজেদের সেরা জায়গা ধরে রেখেছে আইআইটি খড়্গপুর। গতবার আইআইটি খড়্গপুরের র‍্যাঙ্ক ছিল ২২২। এবার সেখান থেকে ২১৫ নম্বরে উঠে এসেছে। দেশের সেরা প্রতিষ্ঠানের তালিকায় চতুর্থ স্থানে আছে আইআইটি খড়্গপুর।

আরও পড়ুন: নিটের প্রথম একশোয় বাংলার মাত্র ৩ জন, তবে ডাক্তারিতে সুযোগ পেলেন বেশি, টপার কে?

ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান কোনটি?

সার্বিকভাবে ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তকমা ছিনিয়ে নিয়েছে আইআইটি দিল্লি। দ্বিতীয় এবং তৃতীয় স্থানও গিয়েছে আইআইটির ঝুলিতে। দ্বিতীয় স্থানে আছে আইআইটি বম্বে। আর তৃতীয় স্থান দখল করেছে আইআইটি মাদ্রাজ। পঞ্চম স্থানে আছে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স।

আরও পড়ুন: NEET পরীক্ষার রেজাল্ট ঘোষণা! প্রথম দশে নেই বাংলার কেউ, মেয়ে ১ জনই, সেরা মহেশ

‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং’ অনুযায়ী, ভারতের সেরা ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সাতটিই হল আইআইটি। তাছাড়া দিল্লি এবং আন্না বিশ্ববিদ্যালয়ও আছে। আর দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় ১৮ নম্বরে আছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। কলকাতা বিশ্ববিদ্যালয় আছে ২৪ নম্বরে।

আরও পড়ুন: চাকরির বাজারে IIT খড়্গপুরের ঝড়! ১ কোটির বেশি বেতনের অফার পেলেন ৯, সর্বোচ্চ কত?

ভারতের সেরা ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা

১) আইআইটি দিল্লি: সার্বিক র‍্যাঙ্ক ১২৩, মোট স্কোর ৬৫.৫।

২) আইআইটি বম্বে: সার্বিক র‍্যাঙ্ক ১২৯, মোট স্কোর ৬৪.৮।

৩) আইআইটি মাদ্রাজ: সার্বিক র‍্যাঙ্ক ১৮০, মোট স্কোর ৫৮.৪।

৪) আইআইটি খড়্গপুর: সার্বিক র‍্যাঙ্ক ২১৫, মোট স্কোর ৫৪.৫।

৫) ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, বেঙ্গালুরু: সার্বিক র‍্যাঙ্ক ২১৯, মোট স্কোর ৫৪.২।

৬) আইআইটি কানপুর: সার্বিক র‍্যাঙ্ক ২২২, মোট স্কোর ৫৩.৭।

৭) দিল্লি বিশ্ববিদ্যালয়: সার্বিক র‍্যাঙ্ক ৩২৮, মোট স্কোর ৪২.৬।

৮) আইআইটি গুয়াহাটি: সার্বিক র‍্যাঙ্ক ৩৩৪, মোট স্কোর ৪২.৩।

৯) আইআইটি রুরকি: সার্বিক র‍্যাঙ্ক ৩৩৯, মোট স্কোর ৪২.২।

১০) আন্না বিশ্ববিদ্যালয় (তামিলনাড়ু): সার্বিক র‍্যাঙ্ক ৪৬৫, মোট স্কোর ৩৩.৮।

১১) শুলিনি ইউনিভার্সিটি অফ বায়োটেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট সায়েন্স (হিমাচল প্রদেশ): সার্বিক র‍্যাঙ্ক ৫০৩, মোট স্কোর ৩২.১।

১২) আইআইটি ইন্দোর: সার্বিক র‍্যাঙ্ক ৫৫৬, মোট স্কোর ২৯.৬।

১৩) জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়: সার্বিক র‍্যাঙ্ক ৫৫৮, মোট স্কোর ২৯.৫।

১৪) আইআইটি বারাণসী: সার্বিক র‍্যাঙ্ক ৫৬৬, মোট স্কোর ২৯.৩।

১৪) সাবিত্রীবাই ফুলে পুণে বিশ্ববিদ্যালয়: সার্বিক র‍্যাঙ্ক ৫৬৬, মোট স্কোর ২৯.৩।

১৫) চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়: সার্বিক র‍্যাঙ্ক ৫৭৫, মোট স্কোর ২৯.১।

১৬) আইআইটি হায়দরাবাদ: সার্বিক র‍্যাঙ্ক ৬৬৪, মোট স্কোর ২৬.৪।

১৬) মুম্বই বিশ্ববিদ্যালয়: সার্বিক র‍্যাঙ্ক ৬৬৪, মোট স্কোর ২৬.৪।

১৭) বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড সায়েন্স (রাজস্থান): সার্বিক র‍্যাঙ্ক ৬৬৮, মোট স্কোর ২৬.৩।

১৮) যাদবপুর বিশ্ববিদ্যালয়: সার্বিক র‍্যাঙ্ক ৬৭৬, মোট স্কোর ২৬.১।

১৯) ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলজি (তামিলনাড়ু): সার্বিক র‍্যাঙ্ক ৬৯১, মোট স্কোর ২৫.৪।

২০) সিম্বাসিস বিশ্ববিদ্যালয় (পুণে): সার্বিক র‍্যাঙ্ক ৬৯৬, মোট স্কোর ২৫.২।

২১) ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, তিরুচিরাপল্লি: সার্বিক র‍্যাঙ্ক ৭৩১-৭৪০, মোট স্কোর দেওয়া হয়নি।

২২) জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়: সার্বিক র‍্যাঙ্ক ৭৬১-৭৭০, মোট স্কোর দেওয়া হয়নি।

২৩) থাপার ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (পাটিয়ালা): সার্বিক র‍্যাঙ্ক ৭৭১-৭৮০, মোট স্কোর দেওয়া হয়নি।

২৪) কলকাতা বিশ্ববিদ্যালয়: সার্বিক র‍্যাঙ্ক ৭৬১-৭৭০, মোট স্কোর দেওয়া হয়নি।

২৫) আইআইটি গান্ধীনগর: সার্বিক র‍্যাঙ্ক ৮০১-৮৫০, মোট স্কোর দেওয়া হয়নি।

News/News/WB Best University Ranking: যাদবপুরের কাছে 'হেরে ভূত হল' কলকাতা বিশ্ববিদ্যালয়! বাংলার সেরা প্রতিষ্ঠান কোনটি?