IND A vs ENG Lions Update: বোলাররা ডোবালেও মারকুটে ৫২ রান নীতীশের! গম্ভীরের চিন্তা কমাতে বিশেষ কাজ রাহুলের

ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে অর্ধশতরান করলেন নীতীশকুমার রেড্ডি। বোলাররা ডোবালে দ্বিতীয় ইনিংসে ভারতের চারজন ব্যাটারই অর্ধশতরান করেছেন। তারইমধ্যে সূত্রের খবর, দ্বিতীয় বেসরকারি টেস্টে খেলতে পারেন কেএল রাহুল। 

Published on: Jun 02, 2025 11:27 PM IST
By | Written by
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বোলাররা চূড়ান্ত হতাশ করলেন। তবে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে প্রথম বেসরকারি টেস্টের শেষদিনটা দুর্দান্ত কায়দায় উপভোগ করলেন ভারতীয় 'এ' দলের ব্যাটাররা। এমনিতেই স্পষ্ট হয়ে গিয়েছিল যে ম্যাচটা ড্র হচ্ছে। সেই অবস্থায় ক্যান্টারবেরিতে দ্বিতীয় ইনিংসে চার ভারতীয় ব্যাটারই অর্ধশতরান করলেন। প্রথম ইনিংসে ব্যর্থতার পরে দ্বিতীয় ইনিংসে ৬০ বলে মারকুটে ৬৪ রান করেন যশস্বী জয়সওয়াল। একইভাবে রান পেলেন অধিনায়ক তথা বাংলার খেলোয়াড় অভিমন্যু ঈশ্বরণ। ৬৮ রান করেন। আবার প্রথম ইনিংসে ৯৪ রানের পরে শেষদিনে ৫৩ বলে অপরাজিত ৫৩ রান করেছেন ধ্রুব জুরেল। আর ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়ে ৪৭ বলে অপরাজিত ৫২ রানের ঝোড়ো ইনিংস খেললেন নীতীশকুমার রেড্ডি। অভাবনীয় কিছু না ঘটলে যিনি লিডসে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে খেলবেন। সেইসঙ্গে পরপর দুটি ইনিংসে অর্ধশতরান করে স্রেফ ব্যাটার হিসেবে টেস্ট সিরিজে খেলা জোরালো দাবি জানিয়ে রাখলেন জুরেল।

ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে অর্ধশতরান করলেন নীতীশকুমার রেড্ডি। দ্বিতীয় বেসরকারি টেস্টে খেলতে পারেন কেএল রাহুল। (ছবি সৌজন্যে এক্স এবং এপি ফাইল)
ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে অর্ধশতরান করলেন নীতীশকুমার রেড্ডি। দ্বিতীয় বেসরকারি টেস্টে খেলতে পারেন কেএল রাহুল। (ছবি সৌজন্যে এক্স এবং এপি ফাইল)

নিজের হয়ে জোরালো সওয়াল করে রাখলেন জুরেল

শেষপর্যন্ত জুরেল টেস্ট দলে সুযোগ পান কিনা, সেটা সময় বলবে। গৌতম গম্ভীরের অধীনে ভারতীয় থিঙ্কট্যাঙ্ক সাধারণত অলরাউন্ডারের প্রতি বেশি ঝুঁকে থাকে। কিন্তু শেষপর্যন্ত ইংল্যান্ডের মাটিতে টিম ম্যানেজমেন্ট বাড়তি ব্যাটার খেলালে সেই জায়গাটা দখলের ক্ষেত্রে জুরেল এগিয়ে থাকবেন বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

আরও পড়ুন:'কোচ যখন সবাইকে একই চোখে দেখে…..', IPL ফাইনালের আগে পন্টিংয়ের প্রশংসায় শ্রেয়স, নিশানা গম্ভীরকে?

মাঝারি মানের বোলিং ভারতীয়দের

কিন্তু বোলিং নিয়ে চিন্তা থেকে যাবে ভারতীয় টিম ম্যানেজমেন্টের। একেবারে মাঝারি-মানের বোলিং করেছেন ভারতীয়রা। প্রথম ইনিংসে ভারতীয় 'এ' দল ৫৫৭ রান করলেও ভারতীয় বোলাররা ৫৮৭ রান হজম করেন। বিশেষত ভারতীয় বোলারদের নাকানি-চোবানি খাইয়েছেন ইংল্যান্ড লায়ন্সের লোয়ার-অর্ডার। ব্য়াটারদের কার্যত কোনও সমস্যায় ফেলতে পারেননি ভারতীয় বোলাররা।

আরও পড়ুন: বিরাটকেও কেক মাখিয়ে দেখা! ইংরেজ চ্যালেঞ্জ ছুড়তেই হাতজোড় করে পালালেন RCB তারকা

তবে বোলিং নিয়ে উদ্বেগ কাটাতে গম্ভীরদের হাতে আরও সুযোগ আছে। ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে আরও একটি বেসরকারি টেস্ট খেলবে ভারতীয় ‘এ’ দল। আগামী ৬ জুন থেকে সেই ম্যাচ শুরু হবে। তারপর আগামী ১৩ জুন ভারতের সিনিয়র দলের বিরুদ্ধেও একটি ম্যাচ খেলবে ভারতীয় ‘এ’ দল। তাছাড়াও ক্যান্টারবেরিতে যে ভারতীয় বোলাররা খেলেছেন, তাঁদের মধ্যে শুধুমাত্র শার্দুল ঠাকুর ও নীতীশ টেস্ট দলে আছেন। সেই পরিস্থিতিতে গম্ভীররা অতটাও দুশ্চিন্তায় পড়বেন না বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

আরও পড়ুন: ভালো পরিবেশে থাকতে চাইছিলাম! PBKS-কে ফাইনালে তুলেই সোজা KKR-কে ঠুকলেন শ্রেয়স?

দ্বিতীয় বেসরকারি টেস্টে খেলতে পারেন রাহুল

তবে ইংল্যান্ডের পরিবেশের সঙ্গে নিজেকে ভালোভাবে মানিয়ে নিতে বিশেষ উদ্যোগ নিচ্ছেন কেএল রাহুল। যা অনভিজ্ঞ ব্যাটিং অর্ডার নিয়ে খেলতে নামা গম্ভীরদের জন্য নিশ্চিতভাবে ভালো খবর। কারণ সূত্রের খবর, ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে নর্থহ্যাম্পটনে দ্বিতীয় বেসরকারি টেস্টে খেলবেন ভারতীয় তারকা। সবকিছু ঠিকঠাক থাকলে যিনি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলবেন। গতবার যখন ভারত ইংল্যান্ডে এসে টেস্ট সিরিজ খেলেছিল, তখন রোহিত শর্মার সঙ্গে ওপেন করেছিলেন রাহুল। রোহিত অবসর নেওয়ার পরে ওপেনিংয়ে যশস্বীর সঙ্গে রাহুলকেই গম্ভীররা নামাবেন বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

News/News/IND A Vs ENG Lions Update: বোলাররা ডোবালেও মারকুটে ৫২ রান নীতীশের! গম্ভীরের চিন্তা কমাতে বিশেষ কাজ রাহুলের