আম্পায়ার কথা না শোনায় রেগে গিয়ে বল ছুড়লেন পন্ত, আইসিসির ব্যানের মুখে পড়বেন?
আম্পায়ার কথা না শোনেননি। বল পালটে দেননি। আর সেই পরিস্থিতিতে রেগে গিয়ে বল ছুড়ে দিলেন ঋষভ পন্ত। আর সেই কাজের জন্য পন্তকে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির শাস্তির মুখে পড়তে হতে পারে। কী শাস্তি হতে পারে?
Published on: Jun 22, 2025 7:22 PM IST
By HT Bangla | Written by Ayan Das
Share via
Copy link
একটি টেস্টেও নিষিদ্ধ হতে পারেন পন্ত
প্রথমত, আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশ করায় ২.৮ ধারা লঙ্ঘনের আওতায় পড়তে পারেন। দ্বিতীয়ত, ২.৯ ধারার আওতায় অনুপযুক্ত উপায়ে আম্পায়ারের দিকে বা তাঁর কাছে বল ছোড়া যায় না। আর ওই দুটি ধারা লঙ্ঘন করলে আইসিসির লেভেল ওয়ান বা লেভেল টু'র আওতায় দণ্ডিত হতে হয়।
আম্পায়ার কথা না শোনায় রেগে গিয়ে বল ছুড়লেন পন্ত। (ছবি সৌজন্যে এক্স)
আরও পড়ুন: খুব হতাশাজনক… জসওয়ালের সমালোচনা করলেন, টিম ইন্ডিয়ার ভুল ধরিয়ে দিলেন গাভাসকর
আর তাতে জরিমানা তো বটেই, একটি টেস্ট নিষিদ্ধ হওয়ার আশঙ্কাও থাকে। সেটা যদি হয়, তাহলে জোরদার ধাক্কা খাবে ভারত। কারণ হেডিংলেতে দুর্দান্ত শতরান করেছেন পন্ত। ভারতের সহ-অধিনায়কও বটে তিনি।
আম্পায়ারের উপরে রেগে গিয়ে বল ছুড়ে দেওয়ায় শাস্তির মুখে পড়তে পারেন ঋষভ পন্ত। এমনকী তাঁকে আইসিসি নিষেধাজ্ঞার মুখেও পড়তে হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। যদিও বিষয়টি নিয়ে আইসিসির তরফে আপাতত কিছু জানানো না হলেও রবিবার হেডিংলেতে যে কাজটা করেছেন পন্ত, তাতে সেই সম্ভাবনা প্রবল বলেই মনে করছেন অনেকে। তবে তাঁকে যে ব্যানের মুখে পড়তেই হবে, এমন কোনও ব্যাপার নেই। ম্যাচ রেফারি যদি মনে করেন, তবেই একটি টেস্টে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন পন্ত। আবার ম্যাচ রেফারি যদি মনে করেন, তাহলে স্রেফ জরিমানা করেই ছেড়ে দেওয়া হতে পারে ভারতীয় অধিনায়ককে। সেক্ষেত্রে ম্যাচ ফি'র টাকা কাটা যাবে। সেই অঙ্কটা কত, তাও নির্ধারণ করবেন ম্যাচ রেফারি।
বলের অবস্থা নিয়ে মোটেও খুশি ছিলেন না পন্ত
আর যে কাজটার জন্য সেই আশঙ্কা তৈরি হয়েছে, সেটা হেডিংলে টেস্টের তৃতীয় দিনে করেন পন্ত। ইংল্যান্ডের প্রথম ইনিংসের ৬১ তম ওভার শেষ হওয়ার পরে আম্পায়ারের কাছে বল পরিবর্তনের দাবি জানান ভারতের সহ-অধিনায়ক। তার আগেই মহম্মদ সিরাজের বলে চার মারেন হ্যারি ব্রুক। তারইমধ্যে বলের অবস্থা নিয়ে আম্পায়ারের কাছে অভিযোগ জানান পন্ত।
আরও পড়ুন: শতরান করে ধোনির রেকর্ড ভাঙলেন পন্ত, গড়লেন আরও ২ নজির, ছক্কা মেরেও পার মাইলফলক
আম্পায়ারের সিদ্ধান্ত অসন্তোষ প্রকাশ পন্তের
সেই পরিস্থিতিতে বলটা খতিয়ে দেখেন অনফিল্ড আম্পায়ার পল রাইফেল। বলের আকৃতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। আর পন্তের হাতে বলটা ফিরিয়ে দেন। তাতে মোটেও সন্তুষ্ট হননি ভারতের সহ-অধিনায়ক। আম্পায়ারের সঙ্গে তাঁকে কিছু কথা বলতে হয়। সেইসময় পন্তের চোখমুখ দেখেই বোঝা যাচ্ছিল যে আম্পায়ারের সিদ্ধান্তে মোটেও প্রসন্ন নন।
আরও পড়ুন: ওয়াসিম আক্রমের রেকর্ড ভেঙে চুরমার করলেন বুমরাহ, SENA দেশগুলিতে এশিয়ার সেরা জসপ্রীত
তারপর রেগে গিয়ে বলটা ছুড়ে দেন। আম্পায়ারের গায়ে অবশ্য ছোড়েননি। আম্পায়ার যেদিকে ছিলেন না, সেদিকে বলটা ছোড়েন। তবে তারপরও পন্ত যে কাজটা করেছেন, তাতে আইসিসি আচরণবিধির দুটি ধারা ভঙ্গ হতে পারে বলে মনে করছেন অনেকে।
News/News/আম্পায়ার কথা না শোনায় রেগে গিয়ে বল ছুড়লেন পন্ত, আইসিসির ব্যানের মুখে পড়বেন?