Shodosh Panchak Yog: শনিদেব তৈরি করতে চলেছেন ষোড়শ পঞ্চক যোগ! জুলাইয়ের কত তারিখ থেকে লাকি ৩ রাশি?
ষোড়শপঞ্চক যোগ তৈরি করতে চলেছেন শনিদেব। সঙ্গে দেবগুরু বৃহস্পতি। একঝাঁক রাশির কপাল খুলতে চলেছে।
Published on: Jul 08, 2025 5:00 PM IST
By HT Bangla, Sritama Mitra
Share via
Copy link
বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে শনিদেবকে সবচেয়ে শক্তিশালী গ্রহ বলে মনে করা হয়। তিনি কর্মফলের ভিত্তিতে জাতক জাতিকাদের দিয়ে থাকেন দণ্ড। আর সেই কারণে শনিদেবকে দণ্ডনায়কও বলা হয়। এবার জ্যোতিষ গণনা বলছে, শনিদেব ২৪ জুলাই দেবগুরু বৃহস্পতির সঙ্গে ষোড়শপঞ্চক যোগ তৈরি করতে চলেছেন। গণনা বলছে, শনি তাঁর বক্রী চালে একটি রাশি পিছনে চলে এসেছেন। ফলত, কুম্ভে রয়েছেন শনি। মনে করা হয়, শনির বক্রী চাল খুবই মারাত্মক। আর এরফলে ঢাইয়ার খারাপ প্রভাব কমতে থাকে। কোন কোন রাশি পাবে লাভ? দেখে নিন।
শনিদেবের কৃপায় তৈরি হবে শনি গুরুরি বিশেষ ষোড়শপঞ্চক যোগ।
মেষ
এই রাশির জন্য শনি, গুরুর ষোড়শপঞ্চক যোগ খুবই লাভদায়ক। কোনও কাজ যা দীর্ঘদিন ধরে আটকে রয়েছে, তা এবার শেষ হতে পারে। ফালতু খরচ করা থেকে মুক্তি পেতে পারেন। বিদেশ সম্পর্কিত কোনও ক্ষেত্রে লাভ পেতে পারেন। পরিজনদের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন। বিদেশ সম্পর্কিত মামলায় পেতে পারেন লাভ। ব্যবসা ভালো যেতে পারে। আয়ের দিক থেকে ব্যবসায় ভালো উন্নতির যোগ রয়েছে। সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটতে পারে।
তুলা
এই রাশির জাতক জাতিকার জন্য ষোড়শপঞ্চক যোগ খুবই ভালো কাটতে চলেছে। জীবনে আসা নানান সমস্যা থেকে জাতক জাতিকারা মুক্তি পেতে পারেন। সব দিক থেকে ইতিবাচক ফল দেখতে পাবেন। জীবনে কোনও শুভ কাজ ধীরে ধীরে হতে পারে। আপনার দ্বারা যেকোনও কাজে পরিশ্রমের ফলে আসতে পারে লাভ। শত্রুদের পরাস্ত করতে পারবেন। ধন সম্পত্তির ক্ষেত্রে নতুুন নতুুন রাস্তা খুলে যেতে পারে। জীবনে ঘটে যেতে পারে নতুন কিছু।
এই রাশির জন্য ষোড়শপঞ্চক যোগ খুবই লাভদায়ী হবে। এই সময় জাতক জাতিকারা সব দিক থেকে বেশি সুবিধা পেয়ে থাকবেন। জাতকদের জীবনে দীর্ঘ দিন ধরে যে সমস্যা চলছে, তা থেকে পাবেন মুক্তি। এই সময় মান সম্মান বৃদ্ধি হতে পারে। জীবনে থাকা স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা শেষ হতে পারে। দাম্পত্য জীবনের সমস্যাও দূর হতে পারে। ব্যবসার দিক থেকে পেতে পারেন লাভ। উন্নতির সঙ্গে সঙ্গে জাতক জাতিকারা ধন লাভ করতে পারেন। মানসিক টানাপোড়েন কমতে থাকবে।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)
News/News/Shodosh Panchak Yog: শনিদেব তৈরি করতে চলেছেন ষোড়শ পঞ্চক যোগ! জুলাইয়ের কত তারিখ থেকে লাকি ৩ রাশি?