T20 Mumbai 2025 All Awards List: টুর্নামেন্টের সেরা হলেন কে? মুম্বই টি-২০ লিগের সম্পূর্ণ পুরস্কার তালিকা ও প্রাইজ মানি

T20 Mumbai 2025 All Awards List: মারাঠা রয়্যালস বনাম মুম্বই ফ্যালকনস ফাইনালের শেষে দেখে নিন মুম্বই টি-২০ লিগের কোন পুরস্কার উঠল কাদের হাতে। কে কত টাকা পেলেন, চোখ রাখুন সেই তালিকাতেও।

Published on: Jun 14, 2025 9:35 AM IST
By
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

টি-২০ মুম্বই ২০২৫-এর ফাইনালে দাপুটে ক্রিকেট উপহার দেয় সিদ্ধেশ ল্যাডের নেতৃত্বাধীন মুম্বই সাউথ সেন্ট্রাল মারাঠা রয়্যালস। খেতাবি লড়াইয়ে শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন মুম্বই ফ্যালকনসকে পরাজিত করে ট্রফি হাতে তোলে তারা। এবারের মতো শ্রেয়সদের সন্তুষ্ট থাকতে হয় রানার্স হয়েই।

মুম্বই টি-২০ লিগ চ্যাম্পিয়ন মারাঠা রয়্যালস। ছবি- মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন।
মুম্বই টি-২০ লিগ চ্যাম্পিয়ন মারাঠা রয়্যালস। ছবি- মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন।

আপাতত দেখে নেওয়া যাক টি-২০ মুম্বই ২০২৫-এ ব্যক্তিগত পারফর্ম্যান্সের ঝলক দেখিয়ে কে কোন পুরস্কার জিতে নিলেন। পুরস্কার মূল্য হিসেবে কে কত টাকা হাতে পেলেন, চোখ রাখা যাক সেই তালিকাতেও।

আরও পড়ুন:- একাই ১৯১ জর্জ মুন্সির, তবু হারল তাঁর দল, ODI-তে তৃতীয় সর্বোচ্চ রান তাড়া করে ম্যাচ জয়ের রেকর্ড ডাচদের

মুম্বই টি-২০ লিগের পুরস্কার তালিকা

১. ফাইনালের সেরা ক্রিকেটার- মারাঠা রয়্যালসের চিন্ময় সুতার (৫০ হাজার টাকা)।

২. টুর্নামেন্টের সেরা ব্যাটার- মারাঠা রয়্যালসের চিন্ময় সুতার (২ লক্ষ টাকা)।

৩. টুর্নামেন্টের সেরা বোলার- ঈগল থানে স্ট্রাইকার্সের শশাঙ্ক আটারডে (২ লক্ষ টাকা)।

৪. বেস্ট ডেভেলপমেন্ট প্লেয়ার- নর্থ মুম্বই প্যান্থার্সের প্রতীক মিশ্র (১ লক্ষ ৫০ হাজার টাকা)।

৫. টুর্নামেন্টের সেরা উঠতি ক্রিকেটার- মুম্বই ফ্যালকনসের হর্ষ আঘব (১ লক্ষ ৫০ হাজার টাকা)।

৬. টুর্নামেন্টের সেরা ক্রিকেটার- ঈগল থানে স্ট্রাইকার্সের সাইরাজ পাটিল (৩ লক্ষ টাকা)।

আরও পড়ুন:- MLC 2025: মাত্র ৩৪ বলে সেঞ্চুরি, ১৯ ছক্কায় ক্রিস গেইলদের বিশ্বরেকর্ড ভাঙলেন IPL-এ দল না পাওয়া ক্রিকেটার

মারাঠা রয়্যালস বনাম মুম্বই ফ্যালকনস ফাইনালের ফলাফল

ওয়াংখেড়ের ফাইনালে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে মুম্বই ফ্যালকনস। তারা দাপুটে ব্যাটিং করতে ব্যর্থ হয়। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৫৭ রান সংগ্রহ করে ফ্যালকনস। ব্যাট হাতে ব্যর্থ হন ওপেনার অংকৃষ রঘুবংশী ও ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার। রঘুবংশী ১২ বলে ৭ রান করে আউট হন। শ্রেয়স ১৭ বলে ১২ রান করে সাজঘরে ফেরেন। দুই তারকার কেউই কোনও বাউন্ডারি মারতে পারেননি।

আরও পড়ুন:- Cummins Breaks Bumrah's Record: ভেঙে খানখান বুমরাহর রেকর্ড, WTC ফাইনালে জসপ্রীতকে টপকে ইতিহাস গড়লেন কামিন্স

ফ্যালকনসের হয়ে হাফ-সেঞ্চুরি করেন ময়ূরেশ টান্ডেল। তিনি ৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩২ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন। ১টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ২৮ বলে ৪৫ রান করে নট-আউট থাকেন হর্ষ আঘব। রয়্যালসের হয়ে ৩২ রানে ২টি উইকেট নেন বৈভব মালি।

জবাবে ব্যাট করতে নেমে মারাঠা রয়্যালস ১৯.২ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৫৮ রান তুলে ম্যাচ জিতে যায়। অর্থাৎ, ৪ বল বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয় রয়্যালস। ৪৯ বলে ৫৩ রান করেন চিন্ময় সুতার। মারেন ২টি চার ও ২টি ছক্কা। ২৪ বলে ৩৮ রান করেন নৌশাদ। তিনি ৩টি চার ও ২টি ছক্কা মারেন। ফ্যালকনসের হয়ে ২টি করে উইকেট দখল করেন কার্তিক মিশ্র ও যশ ডিচলকর।

News/News/T20 Mumbai 2025 All Awards List: টুর্নামেন্টের সেরা হলেন কে? মুম্বই টি-২০ লিগের সম্পূর্ণ পুরস্কার তালিকা ও প্রাইজ মানি
News/News/T20 Mumbai 2025 All Awards List: টুর্নামেন্টের সেরা হলেন কে? মুম্বই টি-২০ লিগের সম্পূর্ণ পুরস্কার তালিকা ও প্রাইজ মানি