কাউন্টিতে ব্যাট হাতে দাদাগিরি দুই ভারতীয় তারকার, বেয়ারস্টোকে সাজঘরে ফেরালেন টিম ইন্ডিয়ার এই বাঁ-হাতি পেসার
County Championship: কাউন্টি চ্যাম্পিয়নশিপে ব্যাটে-বলে নজর কাড়লেন তিন ভারতীয় ক্রিকেটার।
Published on: Jul 02, 2025 12:21 PM IST
By HT Bangla
Share via
Copy link
কাউন্টি ক্রিকেটে ফের ব্যাট হাতে জ্বলে উঠলেন দুই ভারতীয় তারকা তিলক বর্মা ও ইশান কিষান। বল হাতে বড় উইকেট নিলেন আরও এক ভারতীয় তারকা খলিল আহমেদ।
কাউন্টিতে ব্যাট হাতে দাদাগিরি ভারতীয় তারকার। ছবি- হ্যাম্পশায়ার টুইটার।
তিলক বর্মা চলতি কাউন্টি চ্যাম্পিয়নশিপে মাঠে নামছেন হ্যাম্পশায়ারের হয়ে। এসেক্সের বিরুদ্ধে গত ম্যাচেই হ্যাম্পশায়ারের হয়ে কাউন্টি অভিষেক হয় তিলকের। সেই ম্যাচে তিনি ১০০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।
আরও পড়ুন:- IND vs ENG 2nd Test Live Streaming: এজবাস্টনে আজ থেকে ঘুরে দাঁড়ানোর লড়াই গিলদের, কোন চ্যানেলে দেখবেন দ্বিতীয় টেস্ট?
লড়াকু হাফ-সেঞ্চুরি তিলক বর্মার
অভিষেক কাউন্টি ম্যাচে শতরান করার পরে তিলক দ্বিতীয় ম্যাচে দাপুটে হাফ-সেঞ্চুরি করেন। হ্যাম্পশায়ার এবার মাঠে নেমেছে ওরস্টারশায়ারের বিরুদ্ধে। এই ম্যাচের প্রথম ইনিংসে তিলক ৫৬ রানের লড়াকু ইনিংস খেলে রান-আউট হন। ১৭১ বলের জমাট ইনিংসে তিলক ৭টি চার ও ১টি ছক্কা মারেন।
আরও পড়ুন:- India Under-19: রুদ্ধশ্বাস ম্যাচে শেষ ওভারে হার বৈভব-আয়ুষদের, সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ডের যুব দল
হ্যাম্পশায়ার ফলো-অন করে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামলে তৃতীয় দিনের শেষে তিলক অপরাজিত থাকেন ব্যক্তিগত ২০ রানে। ৫১ বলের ইনিংসে ভারতীয় তারকা ২টি চার ও ১টি ছক্কা মারেন।
আরও পড়ুন:- ZIM vs SA 1st Test: ২৩ বছরের খরা কাটিয়ে কালিসদের এলিট লিস্টে করবিন, প্রথম টেস্টে জিম্বাবোয়েকে উড়িয়ে দিল দক্ষিণ আফ্রিকা
দাপুটে অর্ধশতরান ইশান কিষানের
অন্যদিকে ইশান কিষান চলতি কাউন্টি চ্যাম্পিয়নশিপে মাঠে নামছেন নটিংহ্যামশায়ারের হয়ে। ইয়র্কশায়ারের বিরুদ্ধে প্রথম ম্যাচে ইশান নিশ্চিত শতরান হাতছাড়া করেন। তিনি আউট হন ব্যক্তিগত ৮৭ রানে। এবার সামারসেটের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ফের হাফ-সেঞ্চুরি করেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার। এই ম্যাচে তিনি ৭৭ রান করে সাজঘরে ফেরেন। ১২৮ বলের অনবদ্য ইনিংসে ইশান ৮টি চার ও ২টি ছক্কা মারেন।
আরও পড়ুন:- County Championship: প্রথম ইনিংসে ৮২০ রান, নিজেদের কাউন্টি ইতিহাসে ১২৬ বছরের পুরনো রেকর্ড ভাঙল সারে
বেয়ারস্টোকে ফেরালেন খলিল আহমেদ
ভারতের বাঁ-হাতি পেসার খলিল আহমেদ এবছর কাউন্টি চ্যাম্পিয়নশিপে মাঠে নামছেন এসেক্সের হয়ে। ইয়র্কশায়ারের বিরুদ্ধে নিজের প্রথম কাউন্টি ম্যাচের প্রথম ইনিংসে খলিল ২৬ ওভার বল করেন। ৪টি মেডেন-সহ ১২৪ রান খরচ করে তিনি সাজঘরে ফেরান ইয়র্কশায়ারের ক্যাপ্টেন তথা উইকেটকিপার জনি বেয়ারস্টোকে।
News/News/কাউন্টিতে ব্যাট হাতে দাদাগিরি দুই ভারতীয় তারকার, বেয়ারস্টোকে সাজঘরে ফেরালেন টিম ইন্ডিয়ার এই বাঁ-হাতি পেসার
News/News/কাউন্টিতে ব্যাট হাতে দাদাগিরি দুই ভারতীয় তারকার, বেয়ারস্টোকে সাজঘরে ফেরালেন টিম ইন্ডিয়ার এই বাঁ-হাতি পেসার