একই সময় USয় যুযুধান ভারত-পাকের থারুর, ভু্ট্টোদের প্রতিনিধিদল! ট্রাম্প ঘনিষ্ঠের মুখে দিল্লির সঙ্গে ট্রেড ডিল প্রসঙ্গ

একই সময় ট্রাম্পের দেশে ভুট্টো-থারুরদেরর নেতৃত্বাধীন ভারত ও পাকিস্তানের টিম! এই আবহে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে কী বললেন ট্রাম্পের বিশেষ ঘনিষ্ঠ লুটনিক?

Published on: Jun 03, 2025 8:35 AM IST
By ,
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

আমেরিকার বুকে এই সপ্তাহেই ভারত পাকিস্তান দুই যুযুধান পক্ষের প্রতিনিধি দল পা রাখছে। একদিকে শশী থারুরের নেতৃত্বে ভারতের প্রতিনিধি দল, অন্যদিকে পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টোর নেতৃত্বে তাদের প্রতিনিধি দল। পহেলগাঁও হামলার পর ভারত, ‘অপারেশন সিঁদুর’ নিয়ে বক্তব্য রেখে পাক মদতপুষ্ট সন্ত্রাস দমনে দিল্লির অবস্থান বোঝাতে চলেছে ট্রাম্পের দেশে। অন্যদিকে, পাকিস্তানের নজরে ভারত বিরোধিতা। এই পরিস্থিতিতে আমেরিকার বুকে যখন ভারত বনাম পাকিস্তান কূটনৈতিক ‘পর্ব’ জোরদার চলার সম্ভাবনা, তখনই ট্রাম্পের ঘনিষ্ঠ মুখ খুললেন ভারতের সঙ্গে ট্রেড ডিল নিয়ে।

বিলাওয়াল ভুট্টো ও শশী থারুর।
বিলাওয়াল ভুট্টো ও শশী থারুর।

ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ মার্কিন কমার্স সেক্রেটারি হওয়ার্ড লুটনিক দিল্লি-ওয়াশিংটন ট্রেড ডিল নিয়ে সদ্য মুখ খুলেছেন। কিছুদিন পরই ভারত ও আমেরিকা মুখোমুখি হতে চলেছে বাণিজ্য সমঝোতা নিয়ে। তার আগে লুটনিক বলেন,' এমন একটি জায়গা খুঁজে পেয়েছি যা সত্যিই উভয় দেশের জন্যই কার্যকর।' ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্য সমঝোতার (ট্রেড ডিল) সম্ভাবনা নিয়ে ট্রাম্প ঘনিষ্ঠ বলেন,' অদূর ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে একটি চুক্তি আশা করা উচিত কারণ আমি মনে করি আমরা এমন একটি জায়গা খুঁজে পেয়েছি যা সত্যিই উভয় দেশের জন্য কাজ করে।' এদিকে, ভারতও জানিয়েছে যে, বাণিজ্য উল্লেখযোগ্যভাবে সম্প্রসারণের লক্ষ্যে প্রস্তাবিত দ্বিপাক্ষিক চুক্তি চূড়ান্ত করার জন্য তারা সক্রিয়ভাবে কাজ করছে। এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন,'উভয় দেশ একসাথে কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, এবং উভয়ই একে অপরের ব্যবসায় অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার দিতে চায়।'

( পার্পল লাইনে আজ মেট্রোর জন্য অপেক্ষা করতে হবে একটু বেশি! শেষ ট্রেন ক'টায়?)

মার্কিন মুলুকে শশী, বিলাওয়ালের নেতৃত্বাধীন টিম!

কিছুদিন আগেই আমেরিকার নিউ ইয়র্কে সফর করেছে শশী থারুরের নেতৃত্বাধীন ভারতীয় প্রতিনিধিদল। এবার তাঁরা পৌঁছচ্ছেন আমেরিকার ওয়াশিংটনে। পানামা সহ একাধিক দশের সফর শেষে ওয়াশিংটনে ভারতীয় প্রতিনিধি দল পৌঁছচ্ছে ৩ জুন। অন্যদিকে, বিলাওয়াল ভুট্টো জারদারির নেতৃত্বাধী প্রতিনিধি দল সেখানে পৌঁছনোর কথা ছিল ২ জুন। পাকিস্তানের প্রতিনিধি দলের এরপর ব্রাসেলস ও লন্ডনে যাওয়ার কথা। উল্লেখ্য, এর আগে গত ২৪ মে ভারতের প্রতিনিধি দল আমেরিকায় শশী থারুরের নেতৃত্বে পৌঁছায়। সেই সময় মার্কিন কংগ্রেস সেশনে ছিল না। বহু মার্কিন নেতা, আইনসভার সদস্যরা উইকেন্ড ও মেমোরিয়াল ডে হলিডে উপলক্ষ্যে দেশের বাইরে ছিলেন। ফলত, ফের একবার আমরিকায় পৌঁছে ট্রাম্প প্রশাসনের কর্তাদের সঙ্গে কথা বলার সম্ভাবনা রয়েছে শশী থারুরের টিমের। তাদের ফোকাসে রয়েছে কংগ্রেসশনার কমিটির সদস্যদের সঙ্গে আলোচনাও।

News/News/একই সময় USয় যুযুধান ভারত-পাকের থারুর, ভু্ট্টোদের প্রতিনিধিদল! ট্রাম্প ঘনিষ্ঠের মুখে দিল্লির সঙ্গে ট্রেড ডিল প্রসঙ্গ