India U19 vs England U19 Result: চোয়ালচাপা লড়াইয়ে ম্যাচ বাঁচাল ব্রিটিশরা, অল্পের জন্য জয় হাতছাড়া ভারতীয় যুব দলের
India U19 vs England U19, 1st Youth Test: জয়ের সম্ভাবনা জাগিয়েও ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম যুব টেস্ট ড্র করেই সন্তুষ্ট থাকতে হয় বৈভব সূর্যবংশী, আয়ুষ মাত্রেদের।
Published on: Jul 16, 2025 11:41 AM IST
By HT Bangla
Share via
Copy link
ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম যুব টেস্টে অল্পের জন্য জয় হাতছাড়া অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলের। দরকার ছিল মোটে ৩টি উইকেট। তবে ইংল্যান্ডের লোয়ার অর্ডার ব্যাটারদের চোয়ালচাপা প্রতিরোধ এক্ষেত্রে জিততে দেয়নি বৈভব সূর্যবংশী, আয়ুষ মাত্রেদের। ফলে সিরিজের প্রথম যুব টেস্ট ড্র-য়ে নিষ্পত্তি হয়।
অল্পের জন্য জয় হাতছাড়া ভারতীয় যুব দলের। ছবি- ইসিবি ইউটিউব।
কেন্ট কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের প্রথম যুব টেস্টে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ভারত। তারা প্রথম ইনিংসে ১১২.৫ ওভার ব্যাট করে ৫৪০ রান সংগ্রহ করে। ক্যাপ্টেন আয়ুষ মাত্রে ১০২ রানের ঝকঝকে ইনিংস খেলেন। বিহান মালহোত্রা করেন ৬৭ রান। অভিজ্ঞান কুন্ডু ৯০ ও রাহুল কুমার ব্যক্তিগত ৮৫ রানের মাথায় আউট হয়ে বসেন। ৭০ রান করেন আরএস অম্বরিশ। বৈভব সূর্যবংশী ১৪ রানের সংক্ষিপ্ত যোগদান রাখেন।
ইংল্যান্ডের হয়ে অ্যালেক্স গ্রিন ও রালফি অ্যালবার্ট ৩টি করে উইকেট দখল করেন। ২টি করে উইকেট পকেটে পোরেন জ্যাক হোম ও মাইকেল ভনের ছেলে আর্চি ভন।
পালটা ব্যাট করতে নেমে ইংল্যান্ডের যুব দল তাদের প্রথম ইনিংসে ১১৪.৫ ওভারে অল-আউট হয় ৪৩৯ রানে। অর্থাৎ, প্রথম ইনিংসের নিরিখে ১০১ রানের লিড নিয়ে নেয় ভারত। ব্রিটিশদের হয়ে প্রথম ইনিংসে ৯৩ রান করেন রকি ফ্লিন্টফ। ক্যাপ্টেন হামজা শেখ করেন ৮৪ রান। একাংশ সিং ৫৯ রান করে সাজঘরে ফেরেন। ৫০ রানের যোগদান রাখেন রালফি অ্যালবার্ট। নয় নম্বরে ব্যাট করতে নেমে জ্যাক হোম ৪৪ রানের কার্যকরী ইনিংস খেলেন।
ভারতের হয়ে ৮১ রানে ৩টি উইকেট নেন হেনিল প্যাটেল। ৮১ রান খরচ করে ২টি উইকেট নেন আরএস অম্বরিশ। ৩৫ রানের বিনিময়ে একজোড়া উইকেট তুলে নেন বৈভব সূর্যবংশী। এছাড়া ১টি করে উইকেট পকেটে পোরেন দীপেশ দেবেন্দ্রন, মহম্মদ এনান ও বিহান মালহোত্রা।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারতীয় দল ৫৭.৪ ওভারে ২৪৮ রানে অল-আউট হয়। বৈভব সূর্যবংশী ৫৬, আয়ুষ মাত্রে ৩২, বিহান মালহোত্রা ৬৩ ও আরএস অম্বরিশ ৫৩ রান করেন।
আর্চি ভন ব্রিটিশদের হয়ে দ্বিতীয় ইনিংসে একাই ৬টি উইকেট দখল করেন। ২টি উইকেট নেন অ্যালেক্স গ্রিন। ১টি উইকেট সংগ্রহ করেন জেমস মিন্টো।
প্রথম ইনিংসের খামতি মিলিয়ে জয়ের জন্য ইংল্যান্ডের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৩৫০ রানের। তবে ব্রিটিশ দল শেষ ইনিংসে ৬৩ ওভার ব্যাট করে ৭ উইকেটের বিনিংয়ে ২৭০ রান তুললে ম্যাচ ড্র ঘোষিত হয়। ১১২ রানের অনবদ্য ইনিংস খেলেন হামজা শেখ। ৫১ রান করেন বেন মায়েস। থমাস রিউ ৩৫ বলে ৫০ রানের আগ্রাসী যোগদান রাখেন।
শেষ ইনিংসে ভারতের আরএস অম্বরিশ ২টি উইকেট নেন। ১টি করে উইকেট সংগ্রহ করেন দীপেশ দেবেন্দ্রন, আনমোলজিৎ সিং ও বিহান মালহোত্রা।
News/Cricket/India U19 Vs England U19 Result: চোয়ালচাপা লড়াইয়ে ম্যাচ বাঁচাল ব্রিটিশরা, অল্পের জন্য জয় হাতছাড়া ভারতীয় যুব দলের
News/Cricket/India U19 Vs England U19 Result: চোয়ালচাপা লড়াইয়ে ম্যাচ বাঁচাল ব্রিটিশরা, অল্পের জন্য জয় হাতছাড়া ভারতীয় যুব দলের