IPL 2025 All Awards List: চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল RCB? টুর্নামেন্টের সেরা হলেন কে? দেখুন সম্পূর্ণ পুরস্কার তালিকা

RCB vs PBKS, IPL 2025 Final: আরসিবি বনাম পঞ্জাব কিংস আইপিএল ২০২৫-এর ফাইনালের পরে দেখে নেওয়া যাক কোন পুরস্কার উঠল কাদের হাতে। কে কত টাকা পেলেন চোখ রাখুন সেই তালিকাতেও।

Published on: Jun 04, 2025 12:26 AM IST
By
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

লিগ টেবিলের দুই নম্বরে থেকে আইপিএল ২০২৫-এর প্লে-অফে ওঠে আরসিবি। প্রথম কোয়ালিফায়ার জিতে তারা সরাসরি ফাইনালের টিকিট হাতে পায়। শেষমেশ খেতাবি লড়াইয়ে পঞ্জাব কিংসকে হারিয়ে দেয় বেঙ্গালুরু এবং আইপিএল ২০২৫-এর ট্রফি হাতে তোলে। পঞ্জাব কিংসকে এবারের মতো রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়। ১৮তম মরশুমে এসে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হয় আরসিবি।

ফাইনালের সেরা ক্রুণাল পান্ডিয়া। ছবি- টুইটার।
ফাইনালের সেরা ক্রুণাল পান্ডিয়া। ছবি- টুইটার।

দেখে নেওয়া যাক আইপিএল ২০২৫-এর দলগত ও ব্যক্তিগত পুরস্কারের তালিকা। পুরস্কার মূল্য হিসেবে কাদের হাতে কত টাকা উঠল, চোখ রাখা যাক সেই তালিকাতেও।

আরও পড়ুন:- KKR-এর গড়পড়তা রাসেল ফিরলেন জাতীয় দলে, IPL-এ চমক দেওয়া নিকোলাস পুরান নেই, দেখুন ওয়েস্ট ইন্ডিজের T20I স্কোয়াড

আইপিএল ২০২৫-এর পুরস্কার তালিকা

১. চ্যাম্পিয়ন- আরসিবি (ট্রফি ও ২০ কোটি টাকা)।

২. রানার্স- পঞ্জাব কিংস (শিল্ড ও ১২.৫ কোটি টাকা)।

৩. অরেঞ্জ ক্যাপ (সব থেকে বেশি রান)- সাই সুদর্শন (৭৫৯ রান) (স্মারক ও ১০ লক্ষ টাকা)।

৪. পার্পল ক্যাপ (সব থেকে বেশি উইকেট)- প্রসিধ কৃষ্ণা (২৫টি উইকেট) (স্মারক ও ১০ লক্ষ টাকা)।

৫. সুপার স্ট্রাইকার্স অফ দ্য ফাইনাল ম্যাচ- জিতেশ শর্মা (ট্রফি ও ১ লক্ষ টাকা)।

৬. ফ্যান্টাসি কিং অফ দ্য ফাইনাল ম্যাচ- শশাঙ্ক সিং (ট্রফি ও ১ লক্ষ টাকা)।

৭. সুপার সিক্সেস অফ দ্য ফাইনাল ম্যাচ (সব থেকে বেশি ছক্কা)- শশাঙ্ক সিং (ট্রফি ও ১ লক্ষ টাকা)।

আরও পড়ুন:- আদ্যন্ত টিম ম্যান ও নিঃস্বার্থ ক্রিকেটার, এই ভারতীয় তারকার ভূয়সী প্রশংসা করলেন গাভাসকর, কেন জানেন?

৮. অন দ্য গো ফোরস অফ দ্য ফাইনাল ম্যাচ (ফাইনাল সব থেকে বেশি চার)- প্রিয়াংশ আর্য (ট্রফি ও ১ লক্ষ টাকা)।

৯. গ্রিন ডট বলস অফ দ্য ফাইনাল ম্যাচ (ফাইনালে সব থেকে বেশি ডট বল)- ক্রুণাল পান্ডিয়া (স্মারক ও ১ লক্ষ টাকা)।

১০. প্লেয়ার অফ দ্য ফাইনাল ম্যাচ- ক্রুণাল পান্ডিয়া (ট্রফি ও ৫ লক্ষ টাকা)।

১১. টুর্নামেন্টের উঠতি ক্রিকেটার- সাই সুদর্শন (ট্রফি ও ১০ লক্ষ টাকা)।

১২. সুপার স্ট্রাইকার্স অফ দ্য টুর্নামেন্ট- বৈভব সূর্যবংশী (টাটা কার্ভ গাড়ি)।

১৩. ফ্যান্টাসি কিং অফ দ্য টুর্নামেন্ট- সাই সুদর্শন (ট্রফি ও ১০ লক্ষ টাকা)।

আরও পড়ুন:- ক্যাপ্টেন শুভমন গিল নন, রশিদের প্রিয় ব্যাটার অন্য এক ভারতীয়, পছন্দের বোলার ও অল-রাউন্ডার কারা জানলে অবাক হবেন

১৪. সুপার সিক্সেস অফ দ্য টুর্নামেন্ট (টুর্নামেন্টের সব থেকে বেশি ছক্কা)- নিকোলাস পুরান (ট্রফি ও ১০ লক্ষ টাকা)।

১৫. অন দ্য গো ফোরস অফ দ্য টুর্নামেন্ট (টুর্নামেন্টের সব থেকে বেশি চার)- সাই সুদর্শন (ট্রফি ও ১০ লক্ষ টাকা)।

১৬. গ্রিন ডট বলস অফ দ্য টুর্নামেন্ট (টুর্নামেন্টে সব থেকে বেশি ডট বল- মহম্ম সিরাজ (ট্রফি ও ১০ লক্ষ টাকা)।

১৭. টুর্নামেন্টের সেরা ক্যাচ- কামিন্দু মেন্ডিস (ট্রফি ও ১০ লক্ষ টাকা)।

১৮. ফেয়ার প্লে অ্যাওয়ার্ড- চেন্নাই সুপার কিংস (ট্রফি ও ১০ লক্ষ টাকা)।

১৯. মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার (টুর্নামেন্টের সেরা ক্রিকেটার)- সূর্যকুমার যাদব (ট্রফি ও ১৫ লক্ষ টাকা)।

২০. সেরা মাঠ ও পিচ- অরুণ জেটলি স্টেডিয়াম (ট্রফি ও ৫০ লক্ষ টাকা)।

News/Cricket/IPL 2025 All Awards List: চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল RCB? টুর্নামেন্টের সেরা হলেন কে? দেখুন সম্পূর্ণ পুরস্কার তালিকা
News/Cricket/IPL 2025 All Awards List: চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল RCB? টুর্নামেন্টের সেরা হলেন কে? দেখুন সম্পূর্ণ পুরস্কার তালিকা