RCB vs PBKS IPL 2025 Final: স্ট্রাইক রেট মোটে ১২৩? বিরাটকে কটাক্ষ ইরফানের, জিতেশের ‘গলি’ শটে উত্তাল আমদাবাদ

পঞ্জাব কিংসের বিরুদ্ধে আইপিএলের ফাইনালে যে কায়দায় বিরাট খেলেছেন, তা নিয়ে সমালোচনা করেছেন ভারতের প্রাক্তন তারকা ইরফান পাঠান। তবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) তারকা জিতেশ শর্মার ভূয়সী প্রশংসা করেছেন তিনি।

Published on: Jun 03, 2025 9:35 PM IST
By | Written by , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

নিখুঁত পরিকল্পনায় RCB ব্যাটারদের শাসন শ্রেয়সদের

তবে কিছুটা ভাগ্য খারাপ থাকায় ১০ বলে ২৪ রানে আউট হয়ে গেলেও যতক্ষণ থেকেছেন, ততক্ষণ পঞ্জাবকে দুশ্চিন্তায় রেখে দিয়েছিলেন জিতেশ। তাঁর সেই ইনিংসের আগে পর্যন্ত ফাইনালটা কার্যত শাসন করছিল পঞ্জাব। দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে যে কৌশল নিয়েছিলেন, সেইমতো আরসিবি ব্যাটারদের বল করতে থাকেন পঞ্জাবের বোলাররা। প্রত্যেকের জন্য নিখুঁত পরিকল্পনা করে বল করছিলেন।

আইপিএল ফাইনালে বিরাট কোহলির স্ট্রাইক রেটে হতাশ ইরফান পাঠান, প্রশংসা জিতেশ শর্মার। (ছবি সৌজন্যে এএফপি এবং এক্স)
আইপিএল ফাইনালে বিরাট কোহলির স্ট্রাইক রেটে হতাশ ইরফান পাঠান, প্রশংসা জিতেশ শর্মার। (ছবি সৌজন্যে এএফপি এবং এক্স)

আরও পড়ুন: ‘রান-আউট’ থেকে ওয়াইড- শেষ বলে চরম নাটক, ১ উইকেটে জিতে ODI-তে ইতিহাস নেপালের

আর সেটারই শিকার হন ফিল সল্ট। অন্যদিনের মতো শুরুটা করলেও ১.৪ ওভারে জেমিসনের ঢিমেগতির বলের সামনে পরাস্ত হন। তবে জেমিসনের থেকে সেই উইকেটের বেশি কৃতিত্ব প্রাপ্য শ্রেয়সের। পিছন দিকে দৌড়ে গিয়ে দুর্দান্ত ক্যাচ ধরেন পঞ্জাবের অধিনায়ক।

৩০ রান কম করে ফেলেছে RCB, মত হেডেনের

সেই ধাক্কা সামাল দিয়ে আরসিবির ইনিংস টানতে থাকেন বিরাট কোহলি এবং মায়াঙ্ক আগরওয়াল। কিন্তু যখন আরসিবির ইনিংস কিছুটা গতি পায়, তখন আউট হয়ে যান মায়াঙ্ক (১৮ বলে ২৪ রান)। একই পরিণতি হয় রজত পতিদারের (১৬ বলে ২৬ রান)। কিছুক্ষণ পরেই ড্রেসিংরুমে ফিরে যান বিরাট। ৩৫ বলে ৪৩ রান করেন আরসিবি তারকা।

আরও পড়ুন: ভালো পরিবেশে থাকতে চাইছিলাম! সোজা KKR-কে ঠুকলেন শ্রেয়স?

তারপর জিতেশ এবং লিয়াম লিভিংস্টোনের সুবাদে আরসিবির ইনিংসে কিছুটা গতি এলেও গুরুত্বপূর্ণ মুহূর্তে উইকেট তুলে নিয়ে হাতের বাইরে থেকে ম্যাচ বেরিয়ে যেতে দেয়নি পঞ্জাব। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে নয় উইকেটে ১৯০ রান তোলে আরসিবি। যা জয়ের জন্য প্রয়োজনীয় স্কোরের থেকে ৩০ রানের মতো কম বলে দাবি করেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা তথা ধারাভাষ্যকার।

আরও পড়ুন: বোলাররা ডোবালেও মারকুটে ৫২ রান নীতীশের! গম্ভীরের চিন্তা কমাতে বিশেষ কাজ রাহুলের

আইপিএল ফাইনালের সংক্ষিপ্ত স্কোর

১) বিরাট কোহলি: ৩৫ বলে ৪৩ রান।

২) লিয়াম লিভিংস্টোন: ১৫ বলে ২৫ রান।

৩) জিতেশ শর্মা: ১০ বলে ২৪ রান।

৪) রোমারিও শেফার্ড: নয় বলে ১৭ রান।

৫) আর্শদীপ সিং: চার ওভারে ৪০ রান দিয়ে তিন উইকেট।

৬) কাইল জেমিসন: চার ওভারে ৪৮ রান দিয়ে তিন উইকেট।

৭) একটি করে উইকেট নেন আজমাতুল্লা ওমরজাই, বিজয়কুমার বিশাক এবং যুজবেন্দ্র চাহাল।

জিতেশ শর্মার ভূয়সী প্রশংসার মধ্যেই বিরাট কোহলির সমালোচনায় মুখর হলেন ইরফান পাঠান। গুজরাটের আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পঞ্জাব কিংসের বিরুদ্ধে আইপিএলের ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) তারকা বিরাটের স্ট্রাইক রেট ছিল ১২২.৮৫। যা একেবারেই যথেষ্ট ছিল না বলে দাবি করেছেন ভারতের প্রাক্তন তারকা। তিনি বলেন, ‘ওরা (পঞ্জাবের বোলাররা) বিরাট কোহলিকে শর্ট এবং ঢিমেগতির বল করে যেতে থাকল। এই পিচে ৩৫টি বল খেলার পরে স্ট্রাইক রেট যদি ১২৩ থাকে, তাহলে সেটা হতাশার।’ তবে জিতেশের ভূয়সী প্রশংসা করেছেন ইরফান। জিতেশ যখন মারছিলেন, তখন ইরফান দাবি করেন, ‘আরসিবির যেটা দরকার, ঠিক সেটাই করছে জিতেশ শর্মা।’

জিতেশের ‘গলি ক্রিকেট’ শটে উত্তাল আইপিএল

আর জিতেশ সত্যিই দুর্দান্ত ইনিংস খেলেছেন। বিশেষত ১৭ তম ওভারে কাইল জেমিসনের প্রথম বলে যে ছক্কাটা মারেন, সেটা যেন সূর্যকুমার যাদবের ট্রেডমার্ক শট এবং তিলকরত্নে দিলশানের দিলস্কুপের আরও কয়েকধাপ উপরে ছিল। যে শটটা দেখে ধারাভাষ্যকার তথা ভারতের প্রাক্তন ক্রিকেটার মুরলী কার্তিক বলতে থাকেন, ‘গলি ক্রিকেটের বই থেকে শটটা উঠে এসেছে।’

News/Cricket/RCB Vs PBKS IPL 2025 Final: স্ট্রাইক রেট মোটে ১২৩? বিরাটকে কটাক্ষ ইরফানের, জিতেশের ‘গলি’ শটে উত্তাল আমদাবাদ
News/Cricket/RCB Vs PBKS IPL 2025 Final: স্ট্রাইক রেট মোটে ১২৩? বিরাটকে কটাক্ষ ইরফানের, জিতেশের ‘গলি’ শটে উত্তাল আমদাবাদ