IND-W vs ENG-W Series Updates: জলে গেল শেফালির তাণ্ডব, ব্রিটিশদের কাছে শেষ বলের থ্রিলারে হার ভারতের

India Women vs England Women: ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পঞ্চম তথা শেষ টি-২০ ম্যাচে শেষ বল পর্যন্ত লড়াই চালিয়েও পরাজিত হয় ভারতের মহিলা ক্রিকেট দল।

Published on: Jul 13, 2025 10:39 AM IST
By
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

সিরিজ জয় আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। এবার ভারতীয় দলের সামনে সুযোগ ছিল সিরিজ জয়ের ব্যবধান আরও বাড়িয়ে নেওয়ার। তবে ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দলের কাছে সিরিজের পঞ্চম তথা শেষ টি-২০ ম্যাচে অল্পের জন্য হেরে যায় ভারতের মেয়েরা। শেষ বলের থ্রিলার জিতে ইংল্যান্ড সিরিজ হারের ব্যবধান কমিয়ে ২-৩ করে।

শেষ বল পর্যন্ত লড়াই চালিয়েও হার ভারতের। ছবি- রয়টার্স।
শেষ বল পর্যন্ত লড়াই চালিয়েও হার ভারতের। ছবি- রয়টার্স।

বার্মিংহ্যামে সিরিজের পঞ্চম তথা শেষ টি-২০ ম্যাচে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ভারত। তারা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৬৭ রান সংগ্রহ করে। ঝোড়ো হাফ-সেঞ্চুরি করেন শেফালি বর্মা।

আরও পড়ুন:- India U19 vs England U19: বড় রান পাননি বৈভব, আয়ুষ মাত্রের শতরানে ইংল্যান্ডকে ব্যাজবল শেখাল ভারতীয় যুব দল

ওপেন করতে নেমে শেফালি ১০টি চার ও ১টি ছক্কার সাহায্যে মাত্র ২৩ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন। তিনি শেষমেশ ব্যক্তিগত ৭৫ রানে আউট হন। ৪১ বলের মারকাটারি ইনিংসে শেফালি ১৩টি চার ও ১টি ছক্কা মারেন।

এছাড়া ৩টি বাউন্ডারির সাহায্যে ১৬ বলে ২৪ রান করেন উইকেটকিপার রিচা ঘোষ। স্মৃতি মন্ধনা ৮, জেমিমা রডরিগেজ ১, হরমনপ্রীত কৌর ১৫, হার্লিন দেওল ৪, দীপ্তি শর্মা ৭, রাধা যাদব অপরাজিত ১৪ ও অরুন্ধতী রেড্ডি অপরাজিত ৯ রানের যোগদান রাখেন।

আরও পড়ুন:- টেস্টে সব থেকে বেশি সেঞ্চুরি করা ৫ ব্যাটার কারা?

ইংল্যান্ডের হয়ে চার্লি ডিন ২৩ রানে ৩টি উইকেট দখল করেন। ২৮ রানে ২টি উইকেট নেন সোফি একলেস্টান। ১টি করে উইকেট নেন এম আর্লট ও লিনসে স্মিথ। উইকেট পাননি ইসি ওং।

পালটা ব্যাট করতে নেমে ইংল্যান্ড একসময় ১৯ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৬২ রান তুলে ফেলে। অর্থাৎ, শেষ ওভারে জয়ের জন্য ৬ রান দরকার ছিল তাদের। শেষ ওভারে অরুন্ধতী রেড্ডি ২টি উইকেট তুলে ম্যাচ উত্তেজক করে তোলেন। শেষ বলে ১ রান নিয়ে রুদ্ধশ্বাস ম্যাচ জেতে ইংল্যান্ড। অর্থাৎ, তারা ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৬৮ রান সংগ্রহ করে নেয়।

MLC 2025: লিগের ১০ ম্যাচে ৭টি হেরেও প্লে-অফে বাজিমাত, ডু'প্লেসির সুপার কিংসকে হারিয়ে ফাইনালে পুরান-পোলার্ডদের MI

ড্যানি ওয়াট ৩৭ বলে ৫৬ রান করেন। তিনি ৯টি চার মারেন। ৩০ বলে ৪৬ রান করেন সোফিয়া ডাঙ্কলি। তিনি ৩টি চার ও ১টি ছক্কা মারেন। ট্যামি বিউমন্ট ৫টি বাউন্ডারির সাহায্যে ২০ বলে ৩০ রান করেন।

ভারতের হয়ে ৩১ রানে ২টি উইকেট নেন দীপ্তি শর্মা। ৪৭ রান খরচ করে ২টি উইকেট সংগ্রহ করেন অরুন্ধতী রেড্ডি। ৪ ওভারে ২০ রান খরচ করে ১টি উইকেট পকেটে পোরেন রাধা যাদব। ম্যাচের সেরা হন চার্লি ডিন। সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন ভারতের শ্রী চরণী।

News/Cricket/IND-W Vs ENG-W Series Updates: জলে গেল শেফালির তাণ্ডব, ব্রিটিশদের কাছে শেষ বলের থ্রিলারে হার ভারতের
News/Cricket/IND-W Vs ENG-W Series Updates: জলে গেল শেফালির তাণ্ডব, ব্রিটিশদের কাছে শেষ বলের থ্রিলারে হার ভারতের