Elon Musk Drug Allegations: চোখের তলায় কালশিটে, ওভাল অফিসে ইলন মাস্কের 'অস্বাভাবিক ব্যবহার' ঘিরে জল্পনা
Published on May 31, 2025 12:25 pm IST
হোয়াইট হাউজে ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্কের যৌথ সংবাদ সম্মেলনের একটি ক্লিপ দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে ইলন মাস্কের আচরণ 'অস্বাভাবিক' বলে দাবি করা হচ্ছে। এরই সঙ্গে ইলন মাস্কের চোখের নীচে কালশিটে দেখা যাচ্ছে।
1 / 5
Published on May 31, 2025 12:25 pm IST
গত বছর ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণার সময় ইলন মাস্ক কেটামিন, এক্সট্যাসি এবং সাইকেডেলিক মাশরুমসহ বিভিন্ন মাদক সেবন করেছিলেন বলে দাবি করা হল নিউইয়র্ক টাইমসের একটি রিপোর্টে। প্রতিবেদনে দাবি করা হয়েছে যে মাস্ক ২০টি ডোজের একটি 'পিলবক্স' বহন করেছিলেন। এই মাদক সেবনের জেরে মাস্কের স্বাস্থ্যের উপর প্রভাব পড়েছিল বলে অভিযোগ রয়েছে। (Bloomberg)
2 / 5
Published on May 31, 2025 12:25 pm IST
এদিকে সেই প্রতিবেদন প্রকাশের কয়েক ঘণ্টা পরই শুক্রবার ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে যোগ দেন ইলন মাস্ক। 'ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি' বা ডিওজিই থেকে বিদায় নেওয়ার ঘোষণার পর গতকাল যৌথ সম্মেলন করে মাস্ককে বিদায় জানান ডোনাল্ড ট্রাম্প। (Bloomberg)
3 / 5
Published on May 31, 2025 12:25 pm IST
এদিকে সেই সংবাদ সম্মেলনের একটি ক্লিপ দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তাতে মাস্কের মাদক সেবনের বিষয়ে আরও জল্পনা বেড়েছে। সেখানে দেখা যায়, ইলন মাস্কের চোখের তলায় কালশিটে। এদিকে অস্বাভাবিক ভাবে মাথা ঘোরাচ্ছেন মাস্ক। মাঝে মাঝে এবর চোখের মণিও ঘোরাচ্ছেন। কখনও আবার চোখের পাতা বন্ধ করছেন। সেই ভিডিয়ো ক্লিপে মাস্কের মাদক সেবনের সম্ভাবনা নিয়ে জল্পনা বেড়েছে। (AP)
4 / 5
Published on May 31, 2025 12:25 pm IST
এর আগে ২০২৪ সালের মার্চ মাসে সাংবাদিক ডন লেমনের সাথে একটি সাক্ষাৎকারে ইলন মাস্ক স্বীকার করেছিলেন যে প্রতি দুই সপ্তাহে তিনি একবার করে ছোট ডোজে কেটামিন মাদক সেবন করেন। সেই সময় কেটামিন সেবন করা নিয়ে ধনকুবের মাস্ক বলেছিলেন, 'আপনি যদি খুব বেশি কেটামিন ব্যবহার করেন তবে আপনি সত্যিই কাজ করতে পারবেন না এবং আমার প্রচুর কাজ রয়েছে।' (REUTERS)
5 / 5
Published on May 31, 2025 12:25 pm IST
E-Paper

