Pune Rape New Twist: 'জোর করে সেক্স…', পুনে ধর্ষণ কাণ্ডে 'মিথ্যা' ধরা পড়ায় অভিযুক্ত বন্ধুর নামে নয়া দাবি অভিযোগকারীর

Published on Jul 05, 2025 11:31 am IST

পুনে ধর্ষণকাণ্ডে অভিযুক্তকে ছেড়ে দিয়েছে পুলিশ। দাবি করা হয়েছে, অভিযোগতকারী তরুণী নিজের বন্ধুর বিরুদ্ধেই অভিযোগ করেছিলেন। শুধু তাই নয়, অনেক ভুয়ো তথ্য পুলিশকে দিয়েছিলেন সেই তরুণী।

1 / 4
অভিযুক্ত সেই যুবককে পুলিশ ছেড়ে দিয়েছে। এদিকে অভিযোগকারী এখন পুলিশকে বলেন, সেদিন তিনি সেক্সের জন্য প্রস্তুত ছিলেন না। তবে সেই যুবক জোর করেই তার সঙ্গে সঙ্গমে লিপ্ত হয়। এই কারণেই রাগের মাথায় তিনি ধর্ষণের এই অভিযোগ আনেন। অবশ্য এর আগে একাধিকবার সেই তরুণীর বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করেছেন সেই অভিযুক্ত। expand-icon View Photos in a new improved layout
Published on Jul 05, 2025 11:31 am IST

অভিযুক্ত সেই যুবককে পুলিশ ছেড়ে দিয়েছে। এদিকে অভিযোগকারী এখন পুলিশকে বলেন, সেদিন তিনি সেক্সের জন্য প্রস্তুত ছিলেন না। তবে সেই যুবক জোর করেই তার সঙ্গে সঙ্গমে লিপ্ত হয়। এই কারণেই রাগের মাথায় তিনি ধর্ষণের এই অভিযোগ আনেন। অবশ্য এর আগে একাধিকবার সেই তরুণীর বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করেছেন সেই অভিযুক্ত।

2 / 4
এই ঘটনা প্রসঙ্গে পুলিশ কমিশনার অমিতেশ কুমার বলেন, 'অভিযোগকারী বললেন যে সেদিন যা ঘটেছিল (যৌন মিলন) তার জন্য সে প্রস্তুত ছিলেন না। কিন্তু তার বন্ধু তাকে জোর করে এতে লিপ্ত করে। তাই রাগের বশে সে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে যে তাকে ধর্ষণ করা হয়েছে।' রিপোর্ট অনুযায়ী, অভিযোগকারী এবং অভিযুক্তের পরিবার একে অপরকে চেনে। expand-icon View Photos in a new improved layout
Published on Jul 05, 2025 11:31 am IST

এই ঘটনা প্রসঙ্গে পুলিশ কমিশনার অমিতেশ কুমার বলেন, 'অভিযোগকারী বললেন যে সেদিন যা ঘটেছিল (যৌন মিলন) তার জন্য সে প্রস্তুত ছিলেন না। কিন্তু তার বন্ধু তাকে জোর করে এতে লিপ্ত করে। তাই রাগের বশে সে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে যে তাকে ধর্ষণ করা হয়েছে।' রিপোর্ট অনুযায়ী, অভিযোগকারী এবং অভিযুক্তের পরিবার একে অপরকে চেনে।

3 / 4
পুনে ধর্ষণকাণ্ডে নয়া মোড়। সেই ধৃতকে ছেড়ে দিয়েছে পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্তকে আগে থেকেই চিনতেন ওই মহিলা। অভিযোগকারী পুলিশকে জানিয়েছে যে সে পুলিশকে ভুয়ো তথ্য প্রদান করেছিল। এদিকে ধর্ষণের পর যে 'সেলফি' তোলার দাবি করা হয়েছিল, সেটাও ভুয়ো। সেই ছবিটি মেয়েটির। পরে এডিট করে অভিযুক্তের মুখ সেখানে বসানো হয়েছিল। expand-icon View Photos in a new improved layout
Published on Jul 05, 2025 11:31 am IST

পুনে ধর্ষণকাণ্ডে নয়া মোড়। সেই ধৃতকে ছেড়ে দিয়েছে পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্তকে আগে থেকেই চিনতেন ওই মহিলা। অভিযোগকারী পুলিশকে জানিয়েছে যে সে পুলিশকে ভুয়ো তথ্য প্রদান করেছিল। এদিকে ধর্ষণের পর যে 'সেলফি' তোলার দাবি করা হয়েছিল, সেটাও ভুয়ো। সেই ছবিটি মেয়েটির। পরে এডিট করে অভিযুক্তের মুখ সেখানে বসানো হয়েছিল।

4 / 4
গত ২ জুলাই পুনেতে এগারো তলার ফ্ল্যাটের বাসিন্দা এক তরুণীর মুখে রাসায়নিক স্প্রে করে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। তার পর তরুণীর ফোন দিয়ে তাঁর ছবি তুলে অভিযুক্ত ‘আবার ফিরে আসব’ মেসেজ লিখে যায় বলে অভিযোগ। ঘটনার দুদিন পর মুম্বই পুলিশ ফরেন্সিকের সাহায্যে অভিযুক্তকে পাকড়াও করে। কিন্তু সম্প্রতি জেরা করে জানা গিয়েছে দুজনেই পূর্বপরিচিত। expand-icon View Photos in a new improved layout
Published on Jul 05, 2025 11:31 am IST

গত ২ জুলাই পুনেতে এগারো তলার ফ্ল্যাটের বাসিন্দা এক তরুণীর মুখে রাসায়নিক স্প্রে করে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। তার পর তরুণীর ফোন দিয়ে তাঁর ছবি তুলে অভিযুক্ত ‘আবার ফিরে আসব’ মেসেজ লিখে যায় বলে অভিযোগ। ঘটনার দুদিন পর মুম্বই পুলিশ ফরেন্সিকের সাহায্যে অভিযুক্তকে পাকড়াও করে। কিন্তু সম্প্রতি জেরা করে জানা গিয়েছে দুজনেই পূর্বপরিচিত।

SHARE
Story Saved
Live Score
Saved Articles
Following
My Reads
Sign out
Get App
crown-icon
Subscribe Now!