Allowance Hike Announcement by CM: মহিলাদের ভাতা বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর, কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে বাড়তি টাকা?

Published on Jul 05, 2025 02:50 pm IST

মহিলাদের জন্য ২৭,১৪৭ কোটি টাকার বিশেষ বাজেট রাখা হয়েছে, যার মধ্যে ভাতা বাবদ ১৮,৬৯৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই আবহে ভাতা বৃদ্ধি কবে থেকে কার্যকর হবে?

1 / 4
মধ্যপ্রদেশ সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প লাডলি বেহনা যোজনার ১.২৭ কোটিরও বেশি মহিলা সুবিধাভোগী দীপাবলির পর থেকে মাসিক ১,৫০০ টাকা সহায়তা পাবেন। বর্তমানে তাঁরা ১,২৫০ টাকা পান। আজ লাডলি বেহেনে ভাতা বৃদ্ধির ঘোষণা করেন মুখ্যমন্ত্র মোহন যাদব। expand-icon View Photos in a new improved layout
Published on Jul 05, 2025 02:50 pm IST

মধ্যপ্রদেশ সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প লাডলি বেহনা যোজনার ১.২৭ কোটিরও বেশি মহিলা সুবিধাভোগী দীপাবলির পর থেকে মাসিক ১,৫০০ টাকা সহায়তা পাবেন। বর্তমানে তাঁরা ১,২৫০ টাকা পান। আজ লাডলি বেহেনে ভাতা বৃদ্ধির ঘোষণা করেন মুখ্যমন্ত্র মোহন যাদব।

2 / 4
এর আগে বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই আবহে মহিলাদের জন্য ভাতা শুরুর কৃতিত্ব নিয়ে দ্বন্দ্ব তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে। সাম্প্রতিক সময়ে মহিলাদের ভাতা দিয়ে ভোটে জেতার ফর্মুলায় মহারাষ্ট্র নির্বাচনে সাফল্য পেয়েছে বিজেপি-শিবসেনা-এনসিপি জোট, ঝাড়খণ্ডে সাফল্য পায় জেএমএম-কংগ্রেস জোট। এই আবহে আসন্ন বাংলার বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার বাড়তে পারে বলে আশা করছেন অনেকেই। expand-icon View Photos in a new improved layout
Published on Jul 05, 2025 02:50 pm IST

এর আগে বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই আবহে মহিলাদের জন্য ভাতা শুরুর কৃতিত্ব নিয়ে দ্বন্দ্ব তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে। সাম্প্রতিক সময়ে মহিলাদের ভাতা দিয়ে ভোটে জেতার ফর্মুলায় মহারাষ্ট্র নির্বাচনে সাফল্য পেয়েছে বিজেপি-শিবসেনা-এনসিপি জোট, ঝাড়খণ্ডে সাফল্য পায় জেএমএম-কংগ্রেস জোট। এই আবহে আসন্ন বাংলার বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার বাড়তে পারে বলে আশা করছেন অনেকেই।

3 / 4
২০২৩ সালের ১০ জুন তৎকালীন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান লাডলি বেহনা যোজনা চালু করেছিলেন। সেই সময় সহায়তার পরিমাণ ছিল ১০০০ টাকা, যা ধীরে ধীরে বাড়িয়ে ১,২৫০ টাকা করা হয়। ২০২৩ সালের নভেম্বরের বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন বিজেপিকে দুর্দান্ত জয় এনে দেওয়ার কৃতিত্ব এই প্রকল্পের। expand-icon View Photos in a new improved layout
Published on Jul 05, 2025 02:50 pm IST

২০২৩ সালের ১০ জুন তৎকালীন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান লাডলি বেহনা যোজনা চালু করেছিলেন। সেই সময় সহায়তার পরিমাণ ছিল ১০০০ টাকা, যা ধীরে ধীরে বাড়িয়ে ১,২৫০ টাকা করা হয়। ২০২৩ সালের নভেম্বরের বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন বিজেপিকে দুর্দান্ত জয় এনে দেওয়ার কৃতিত্ব এই প্রকল্পের।

4 / 4
মোহন যাদব জানান, মহিলাদের জন্য ২৭,১৪৭ কোটি টাকার বিশেষ বাজেট রাখা হয়েছে, যার মধ্যে লাডলি বেহনা প্রকল্পের জন্য ১৮,৬৯৯ কোটি টাকা রয়েছে। এই আবহে মোহন যাদব বলেন, 'লাডলি বেহনা যোজনার সুবিধাভোগীরা রাখি বন্ধনে ১,২৫০ টাকা এবং অতিরিক্ত ২৫০ টাকা পাবেন।' মোহন যাদব আরও বলেন, লাডলি লক্ষ্মী যোজনায় ৫১ লক্ষ মেয়ে উপকৃত হয়েছেন। তাঁরা মোট ৬৭২ কোটি টাকা সহায়তা পেয়েছেন। expand-icon View Photos in a new improved layout
Published on Jul 05, 2025 02:50 pm IST

মোহন যাদব জানান, মহিলাদের জন্য ২৭,১৪৭ কোটি টাকার বিশেষ বাজেট রাখা হয়েছে, যার মধ্যে লাডলি বেহনা প্রকল্পের জন্য ১৮,৬৯৯ কোটি টাকা রয়েছে। এই আবহে মোহন যাদব বলেন, 'লাডলি বেহনা যোজনার সুবিধাভোগীরা রাখি বন্ধনে ১,২৫০ টাকা এবং অতিরিক্ত ২৫০ টাকা পাবেন।' মোহন যাদব আরও বলেন, লাডলি লক্ষ্মী যোজনায় ৫১ লক্ষ মেয়ে উপকৃত হয়েছেন। তাঁরা মোট ৬৭২ কোটি টাকা সহায়তা পেয়েছেন।

SHARE
Story Saved
Live Score
Saved Articles
Following
My Reads
Sign out
Get App
crown-icon
Subscribe Now!