Bangladesh Army Chief Latest Update: লালমনিরহাট কাণ্ডের আবহে বড় মন্তব্য বাংলাদেশি সেনা প্রধানের, বার্তা কি ইউনুসকে?
Published on Jun 25, 2025 01:07 pm IST
গত রবিবার লালমনিরহাটের পাগলার মোড়ে অবস্থিত তাঁদের দোকানে হামলা চালায় একদল ইসলামি কট্টরপন্থী। এই আবহে ফের বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনা নিয়ে চর্চা তুঙ্গে। এরই মাঝে সম্প্রীতি নিয়ে বড় বার্তা দিলেন বাংলাদেশি সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ জামান।
1 / 6
Published on Jun 25, 2025 01:07 pm IST
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে ২৪ জুন ঢাকায় এক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় জেনারেল ওয়াকার উজ জামান বলেন, 'আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি জাগ্র থাকতে পারে খেলাধুলোর মাধ্যমে। এই বর্তমান পরিস্থিতিতে এটি আরও বেশি জরুরি।' (HT_PRINT)
2 / 6
Published on Jun 25, 2025 01:07 pm IST
উল্লেখ্য, সম্প্রতি লালমনিরহাটে ধর্মীয় অবমাননার অভিযোগ তুলে হিন্দু বৃদ্ধ এবং তাঁর পুত্রকে মারধর করা হয়েছিল। এই আবহে সেনা প্রধানের এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। জেনারেল ওয়াকার এই আবহে বলেন, 'শরীর চর্চার মাধ্যমে আমাদের ভ্রাতৃত্ববোধ, একতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধগুলো চর্চা করব।'
3 / 6
Published on Jun 25, 2025 01:07 pm IST
সেনা প্রধান বললেন, 'আমি নিশ্চিত যে আমরা যদি অলিম্পিক ডে-র এই ধারণাকে সারা দেশে ছড়িয়ে দিতে পারি, তাহলে আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি জাগ্রত থাকবে।' এরপরই তিনি বলেন, 'এই বর্তমান পরিস্থিতিতে এটি আরও বেশি জরুরি।' এই আবহে 'বর্তমান পরিস্থিতি' বলতে তিনি কী বলতে চেয়েছেন, তা অবশ্য জেনারেল ওয়াকার স্পষ্ট করেননি।
4 / 6
Published on Jun 25, 2025 01:07 pm IST
উল্লেখ্য, বাংলাদেশের লালমনিরহাটে সম্প্রতি পরেশ চন্দ্র শীল এবং বিষ্ণু চন্দ্র শীলের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ এনে গণপিটুনি দেওয়ার অভিযোগ উঠেছে। রিপোর্ট অনুযায়ী, রবিবার লালমনিরহাটের পাগলার মোড়ে অবস্থিত তাঁদের দোকানে হামলা চালায় একদল ইসলামি কট্টরপন্থী। এরপর তাদের মারপিট করা হয়। সেই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে বিতর্ক চরমে। এরই মাঝে সামনে এসেছে বাবা-ছেলেকে গ্রেফতার করা পুলিশ আধিকারিকের বক্তব্য। যা নিয়ে বিতর্ক আরও চরমে।
5 / 6
Published on Jun 25, 2025 01:07 pm IST
এদিকে বাংলাদেশি সংবাদপত্র প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে লালমনিরহাট সদর থানার ওসি নুর নবির বক্তব্য। উত্তেজিত ইসলামি কট্টরপন্থীদের উদ্দেশে থানার বাইরে এই বক্তব্য রেখেছিলেন তিনি। সেই বক্তব্যে তাঁকে বলতে শোনা গিয়েছিল, 'যে ঘটনা ঘটেছে, সেটা আমারও বুকেও আগুন লাগিগেছে। আপনাদের মতো চোখে জল আমারও এসেছে। কীভাবে এত বড় ঔদ্ধত্যপূর্ণ আচরণ এই দেশে করে! আমি আপনাদের প্রতিশ্রুতি দিলাম। আমি তাদের যখন অ্যারেস্ট করেছি। বাংলাদেশে এমন মামলা তাদের দেব, নিশ্চিত তাদের যেন যাবজ্জীবন বা ফাঁসি হয়।'
6 / 6
Published on Jun 25, 2025 01:07 pm IST
E-Paper

