Calcutta Football League 2025: ছাতা দিয়ে পায়ে ব্যান্ডেজ করা হল মোহনবাগান ম্যাচে! অনেকে বলল ‘ভাগ্যিস বর্ষা ছিল’
Published on Jul 07, 2025 07:58 pm IST
ধুমধাম করে কলকাতা ফুটবল লিগের উদ্বোধন করা হয়েছে। বের করা হয়েছে ম্যাসকট। আর সেই কলকাতা ফুটবল লিগেই এমন ঘটনা ঘটল, যাতে বাংলার ফুটবলের মাথা হেঁট হয়ে যাচ্ছে লজ্জায়। ছাতা দিয়ে পায়ে ব্যান্ডেজ করা হল খেলোয়াড়ের।
1 / 5
Published on Jul 07, 2025 07:58 pm IST
এগিয়ে বাংলা! কলকাতা ফুটবল লিগের ম্যাচের মধ্যেই পায়ে চোট পাওয়ায় জোড়া ছাতা দিয়ে ব্যান্ডেজ করা হল তারক হেমব্রমের। শেষপর্যন্ত তাঁকে অ্যাম্বুলেন্সে করে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে ভরতি করা হয়েছে। আপাতত যা খবর, তাতে তারকের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে। তার জেরে তাঁকে দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। (ছবি সৌজন্যে সংগৃহীত)
2 / 5
Published on Jul 07, 2025 07:58 pm IST
আর সেই ঘটনা আজ ব্যারাকপুর স্টেডিয়ামে ঘটেছে। বৃষ্টির মধ্যেই মোহনবাগানের বিরুদ্ধে নামে রেলওয়ে। ম্যাচের ৩৫ মিনিট নাগাদ মার্শাল কিস্কুর ট্যাকলে পায়ে গুরুতর চোট পান রেলওয়ের তারক। যন্ত্রণায় কাতরাতে থাকেন। আর তারপরই বাংলার ফুটবলের ভয়ংকর ছবিটা সামনে চলে আসে। লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। (ম্যাচের দৃশ্য, সৌজন্যে IFA)
3 / 5
Published on Jul 07, 2025 07:58 pm IST
তারক যখন যন্ত্রণায় কাতরাচ্ছেন, তখন দুটি ছাতা দিয়ে তাঁর পায়ে ব্যান্ডেজ করে দেওয়া হয়। তাঁকে শুশ্রুষার জন্য এগিয়ে আসেন মোহনবাগানের মেডিক্যাল টিমের সদস্যরা। তারক যাতে প্রাথমিকভাবে যন্ত্রণা থেকে কিছুটা রেহাই পান, সেজন্য ইঞ্জেকশন দেয় সবুজ-মেরুনের মেডিক্যাল টিম। এতটাই যন্ত্রণা করছিল যে তাঁকে অ্যাম্বুলেন্সেও বেগ পেতে হয়। (ম্যাচের দৃশ্য, সৌজন্যে IFA)
4 / 5
Published on Jul 07, 2025 07:58 pm IST
সেই ঘটনার পরে বাংলার ফুটবলের ভয়ংকর চিত্রটা সামনে চলে এসেছে। ময়দানের ফুটবল ভক্তদের অনেকেই কটাক্ষ করে বলেছেন, তারকের ভাগ্য ভালো যে ভাগ্যিস বর্ষাকাল এখন। নাহলে তো ছাতাটুকুও পাওয়া যেত না। কেউ-কেউ আবার প্রশ্ন তুলেছেন, এত ঢাকঢোল পিটিয়ে, ম্যাসকট বানিয়ে কলকাতা ফুটবল লিগের উদ্বোধন করে কী লাভটা হল? তার থেকে ওই টাকাটা ফুটবলের ন্যূনতম পরিকাঠামোর দিকে নজর দেওয়া উচিত আইএফএয়ের। (ম্যাচের দৃশ্য, সৌজন্যে IFA)
5 / 5
Published on Jul 07, 2025 07:58 pm IST
E-Paper

