Ronaldo vs Messi Match Chance: সুযোগ থাকলেও মেসির বিরুদ্ধে নামছেন না CR7, ‘UCL জয়ীকেই ব্যালন ডি'অর দেওয়া উচিত’
Published on Jun 07, 2025 07:34 pm IST
রবিবার স্পেনের বিরুদ্ধে উয়েফা নেশনস লিগের ফাইনালে নামছে পর্তুগাল। সেই ম্যাচের আগেরদিন ফিফা ক্লাব বিশ্বকাপে খেলা নিয়ে মুখ খুললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সেইসঙ্গে তিনি জানালেন, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ (UCL) জেতা খেলোয়াড়কে ব্যালন ডি'অর দেওয়া উচিত।
1 / 5
Published on Jun 07, 2025 07:34 pm IST
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বনাম লিওনেল মেসি - আবারও সেই মহারণের একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু সেই স্বপ্ন ভেঙে দিলেন স্বয়ং রোনাল্ডো। উয়েফা নেশনস লিগ ফাইনালের আগেরদিন সাংবাদিক বৈঠকে পর্তুগালের তারকা জানিয়েছেন, ফিফা ক্লাব বিশ্বকাপে খেলার জন্য তাঁর সঙ্গে অনেক ক্লাবই যোগাযোগ করেছিল। কিন্তু ফিফা ক্লাব বিশ্বকাপে খেলবেন না। (ছবি সৌজন্যে এএফপি)
2 / 5
Published on Jun 07, 2025 07:34 pm IST
আর রোনাল্ডো যেহেতু ফিফা ক্লাব বিশ্বকাপে খেলবেন না বলে জানিয়ে দিলেন, তাই মেসির বিরুদ্ধে মহারণের কোনও সম্ভাবনাই রইল না। ফিফা বিশ্বকাপে মেসির ক্লাব দল ইন্টার মায়ামি খেলবে। রোনাল্ডোর দল আল-নাসের ফিফা ক্লাব বিশ্বকাপের টিকিট না পেলেও সেই প্রতিযোগিতায় পর্তুগিজ তারকা খেলবেন বলে জল্পনা তৈরি হয়েছিল। (ছবি সৌজন্যে রয়টার্স)
3 / 5
Published on Jun 07, 2025 07:34 pm IST
আর সেই জল্পনার নেপথ্যে ছিল রোনাল্ডোরই একটি পোস্ট। গত মাসে সোশ্যাল মিডিয়ায় পর্তুগিজ তারকা বলেছিলেন যে একটা 'অধ্যায় শেষ হয়ে গেল'। আর তারপরই জল্পনা ছড়িয়েছিল যে জুনে চুক্তি শেষ হলেই আল-নাসের ছেড়ে দেবেন। যোগ দিতে পারেন সৌদি আরবেরই ক্লাব আল হিলালে। যে দল ফিফা ক্লাব বিশ্বকাপে খেলবে। আর প্রথম ম্যাচেই আল হিলালের প্রতিপক্ষ মেসির দল। (ছবি সৌজন্যে রয়টার্স)
4 / 5
Published on Jun 07, 2025 07:34 pm IST
তারইমধ্যে কার ব্যালন ডি'অর কাকে দেওয়া উচিত, তা নিয়েও মুখ খুললেন রোনাল্ডো। তিনি জানিয়েছেন, ট্রফির ভিত্তিতে নির্ধারণ করা উচিত যে কাকে ব্যালন ডি'অর দেওয়া হবে। তাঁর কথায়, 'আমার মতে, যেই জিতুক না কেন, তাকে ট্রফি জেতা দলের সদস্য দিতে হবে। ব্যালন ডি'অর জয়ীকে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলের সদস্য হতে হবে।' (ছবি সৌজন্যে রয়টার্স)
5 / 5
Published on Jun 07, 2025 07:34 pm IST
E-Paper

