Elon Musk New Political Party: অবশেষে নতুন দল খুললেন মাস্ক, কীভাবে ট্রাম্পের মাথা ব্যথার কারণ হতে পারে 'আমেরিকা পার্টি'?
Published on Jul 06, 2025 07:43 am IST
মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন রাজনৈতিক দল ‘আমেরিকা পার্টি’ খুললেন ইলন মাস্ক। এই নয়া দল আমেরিকার রাজনীতিতে কতটা প্রভাব ফেলতে পারে, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। তবে একটি নতুন দলে কেন এতটা শঙ্কিত রিপাবলিকানরা?
1 / 5
Published on Jul 06, 2025 07:43 am IST
বিলিয়নেয়ার ইলন মাস্ক শুক্রবার একটি নতুন রাজনৈতিক দল - 'আমেরিকা পার্টি' গঠনের ঘোষণা করেছেন। এর আগেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ নয়া দলের ধারণাটি ভাসিয়ে দিয়েছিলেন তিনি। তা নিয়ে তিনি 'ভোটাভুটি' (Poll) করিয়েছিলেন। আর ট্রাম্পের বিগ বিউটিফুল বিল পাশ হওয়ার পরই মাস্ক খুললেন নতুন রাজনৈতিক দল।
2 / 5
Published on Jul 06, 2025 07:43 am IST
প্রসঙ্গত, ট্রাম্পের পুনঃনির্বাচনের প্রচারের সময় শত শত মিলিয়ন ডলার ঢেলেছিলেন মাস্ক। এমনকী ট্রাম্পের প্রেসিডেন্সির সময় ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি (ডিওজিই)-এর নেতৃত্ব দিয়েছিলেন তিনি। সরকারের ব্যয় আগ্রাসী ভাবে হ্রাস করার পক্ষে ছিলেন তিনি। তবে ক্রমেই ট্রাম্পের সঙ্গে ব্যাপক বিরোধ দেখা দেয় মাস্কের। আর সাম্প্রতিককালে ট্যাক্স কাট এবং ব্যয় বিল - 'দ্য বিগ বিউটিফুল বিল' নিয়ে বিরোধ চরমে ওঠে। (AFP)
3 / 5
Published on Jul 06, 2025 07:43 am IST
মার্কিন কংগ্রেসের উভয় কক্ষেই খুম সামান্য় ব্যবধানে ট্রাম্পের এই বিল পাশ হয়। এরপরই মাস্ক হুঁশিয়ারি দিয়েছিলেন, এই বিল আইনে পরিণত হলে তিনি নয়া দল খুলতে বাধ্য হতে পারেন। তাঁর ব্তব্য ছিল, ডেমোক্র্যাট এবং রিপাবলিকানরা আসলে একই কয়েনের এপিঠ-ওপিঠ। এদিকে এই সবের মাঝেই ৪ জুলাই সেই বিলে সই করে তা আইনে পরিণত করেন ট্রাম্প। আর এর এদিন পরই নিজের পৃথক দল গঠনের ঘোষণা মাস্কের। (REUTERS)
4 / 5
Published on Jul 06, 2025 07:43 am IST
নয়া দল খোলার ঘোষণা করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ ট্রাম্প লেখেন, '২ টু ১-এর ফ্যাক্টরে আপনারা একটি নতুন রাজনৈতিক দল চান এবং আপনি সেটাই পাবেন! আজ, আমেরিকা পার্টি আপনাকে আপনার স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য গঠিত হয়েছে।' মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মাস্কের ক্রমবর্ধমান জনবিরোধের মধ্যে এই বিস্ময়কর ঘোষণা এল। (IMAGN IMAGES via Reuters Connect)
5 / 5
Published on Jul 06, 2025 07:43 am IST
E-Paper

