India on Bangladesh Temple Demolition: কট্টরপন্থীদের মন পেতে ঢাকায় মন্দির ভাঙল ইউনুসের সরকার, কী বলছে ভারত?
Published on Jun 27, 2025 07:11 am IST
ঢাকার খিলক্ষেতে বুলডোজার দিয়ে একটি মন্দির ভেঙে দিয়েছে মহম্মদ ইউনুসের সরকার। এই মন্দিরটি ভাঙার জন্য এর আগে থেকেই কট্টরপন্থীরা হুমকি দিচ্ছিল। শেষ পর্যন্ত মন্দিরটিকে নিরাপত্তা না দিয়ে সেটি ভেঙে দেয় সরকার। পুলিশ বুলডোজার নিয়ে এসে কাজটি করে। এই নিয়ে এবার মুখ খুলল ভারত।
1 / 4
Published on Jun 27, 2025 07:11 am IST
বাংলাদেশের রাজধানীতে দুর্গা মন্দির ধ্বংসের নিন্দা জানিয়ে ভারত বলেছে, এই ঘটনা ঢাকার হিন্দু সংখ্যালঘু ও তাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে রক্ষায় ঢাকার অন্তর্বর্তীকালীন সরকারের অক্ষমতারই প্রতিফলন। গত আগস্টে শেখ হাসিনা সরকারের পতন এবং নোবেল বিজয়ী মহম্মদ ইউনুসের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার পর দ্বিপক্ষীয় সম্পর্কের তীব্র অবনতির প্রেক্ষাপটে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ।
2 / 4
Published on Jun 27, 2025 07:11 am IST
ঢাকায় মন্দির ভাঙার ঘটনা নিয়ে রণধীর জয়সওয়াল বলেন, আমরা বুঝতে পারছি, চরমপন্থীরা ঢাকার খিলক্ষেতে দুর্গা মন্দির ভাঙার জন্য উঠে পড়ে লেগেছিল। অন্তর্বর্তীকালীন সরকার মন্দিরকে নিরাপত্তা দেওয়ার পরিবর্তে এই ঘটনাটিকে অবৈধ জমি ব্যবহার বলে প্রচার করেছিল... এবং আজ (বৃহস্পতিবার) মন্দির ধ্বংসের অনুমতি দিয়েছে সরকার। এর ফলে প্রতিমা স্থানান্তরিত হওয়ার আগেই মন্জদির ভেঙে সেটির ক্ষতি করা হয়েছে। বাংলাদেশে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তিতে আমরা মর্মাহত।'
3 / 4
Published on Jun 27, 2025 07:11 am IST
বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন থামাতে ব্যর্থ হওয়ার জন্য ভারত এর আগেও বহুবার ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করেছে। সাম্প্রতিককালে অবশ্য ইউনুসের বাংলাদেশে পরিস্থিতির কোনও উন্নতি ঘটেনি। এর আগে বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক নিবাস ভাঙচুরের নিন্দা জানিয়েছিল ভারত। আর এবার ঢাকার দুর্গা মন্দির ধ্বংসের জন্য বাংলাদেশি কর্তৃপক্ষের সমালোচনা করেছেন।
4 / 4
Published on Jun 27, 2025 07:11 am IST
E-Paper

