রাজনৈতিক বাধায় অপারেশন সিঁদুরে ক্ষতি, নৌসেনা অফিসারের মন্তব্য নিয়ে সাফাই ভারতের
Published on Jun 29, 2025 11:11 pm IST
রাজনৈতিক বাধায় অপারেশন সিঁদুরে ক্ষতি, ভারতীয় বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন ইন্দোনেশিয়ায় ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিনিধি হিসেবে কর্মরত থাকা নৌসেনা অফিসার ক্যাপ্টেন। তা নিয়ে মুখ খুলল ইন্দোনেশিয়ার জাকার্তায় অবস্থিত ভারতের দূতাবাস।
1 / 5
Published on Jun 29, 2025 11:11 pm IST
ইন্দোনেশিয়ায় ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিনিধি হিসেবে কর্মরত থাকা নৌসেনা অফিসার ক্যাপ্টেন শিব কুমার যে মন্তব্য করেছেন, তা নিয়ে অহেতুক বিতর্ক তৈরি করা হচ্ছে। তিনি যা বলেছেন, সেটার ভুল ব্যাখ্যা করা হচ্ছে। এমনই দাবি করল ইন্দোনেশিয়ার জাকার্তায় অবস্থিত ভারতের দূতাবাস। উল্লেখ্য, ভারতীয় সেনার কর্নেলের সম-পদমর্যাদার হলেন নৌসেনার ক্যাপ্টেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
2 / 5
Published on Jun 29, 2025 11:11 pm IST
ভারতীয় দূতাবাসের তরফে দাবি করা হয়েছে, তিনি বলতে চেয়েছেন যে প্রতিবেশী কয়েকটি দেশের মতো ভারতে হয় না। ভারতের সামরিক বাহিনী সামরিক রাজনৈতিক নেতৃত্বাধীন সরকারের অধীনে থাকে। আর তাছাড়া অপারেশন সিঁদুর যখন প্রাথমিকভাবে চালানো হয়েছিল, তখন জঙ্গিদের ছাউনিগুলিকে নিশানা করা হয়েছিল। ভারত এমন কোনও কাজ করেনি, যেটার কারণে উত্তেজনা বৃদ্ধি পায়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
3 / 5
Published on Jun 29, 2025 11:11 pm IST
তিনি আরও দাবি করেন, পাকিস্তানের সামরিক বাহিনী এবং এয়ার ডিফেন্সকে নিশানা করতে দেওয়া হয়নি। পরবর্তীতে সেই পরিস্থিতির মোকাবিলা করতে ভারতীয় বাহিনী নিজেদের কৌশল পালটে ফেলে। নিশানা করে পাকিস্তানের সামরিক প্রতিষ্ঠানকে। আর পাকিস্তানকে পুরোপুরি দমিয়ে দিয়েছিল ভারত। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
4 / 5
Published on Jun 29, 2025 11:11 pm IST
আর তাঁর সেই মন্তব্যের পরই বিতর্ক তৈরি হয়। আসরে নামে বিরোধীরা। কংগ্রেস নেতা জয়রাম রমেশ দাবি করেন, প্রথমে সিঙ্গাপুরে অপারেশন সিঁদুর নিয়ে গুরুত্বপূর্ণ বিষয় প্রকাশ করলেন ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান। এবার ইন্দোনেশিয়ায় এরকম মন্তব্য করলেন নৌসেনা অফিসার। তারপরও কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সর্বদলীয় বৈঠক হচ্ছে না, সেই প্রশ্ন তোলেন তিনি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
5 / 5
Published on Jun 29, 2025 11:11 pm IST
E-Paper

