Iran 400 KG Uranium 'Lost': ইরানে 'গায়েব' ৪০০ কেজি ইউরেনিয়াম, ১০টি পরমাণু বোমা বানানো সম্ভব তা দিয়ে
Published on Jun 25, 2025 07:10 am IST
এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেছেন, ইরানের তিনটি প্রধান পরমাণু ঘাঁটিতে সাম্প্রতিক মার্কিন বিমান হামলার পর প্রায় ৪০০ কেজি উচ্চ-সমৃদ্ধ ইউরেনিয়াম পাওয়া যাচ্ছে না।
1 / 7
Published on Jun 25, 2025 07:10 am IST
ভান্সের কথায়, 'এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল ফোরদো পারমাণবিক স্থাপনা ধ্বংস করা এবং আমরা আত্মবিশ্বাসী যে আমরা সেই লক্ষ্য অনেকাংশে অর্জন করেছি।' একই সঙ্গে তিনি নিশ্চিত করেছেন যে, ইউরেনিয়াম হারিয়ে যাওয়ার বিষয়ে আগামী সপ্তাহগুলোতে ইরানের সঙ্গে আলোচনা হবে। ইজরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো নিউইয়র্ক টাইমসকে জানিয়েছে, হামলার আগে ইরান ইউরেনিয়াম ও এ সংক্রান্ত সরঞ্জাম একটি গোপন স্থানে সরিয়ে নিয়ে গিয়েছিল। (AFP)
2 / 7
Published on Jun 25, 2025 07:10 am IST
স্যাটেলাইট চিত্রে ফোরদো সাইটের বাইরে ১৬টি ট্রাকের একটি বহর দেখা গেছিল। এসব ছবির ভিত্তিতে যুক্তরাষ্ট্রের কাছে 'ব্যবস্থা নেওয়ার' দাবি জানিয়েছে ইজরায়েল। এরপর যুক্তরাষ্ট্র বি-২ স্পিরিট বোমারু বিমান দিয়ে 'বাঙ্কার বাস্টার' জিবিইউ-৩৭ বোমা ফেলে 'অপারেশন মিডনাইট হ্যামার' চালায় আমেরিকা। তাতে ফোরদো, নাতাঞ্জ ও ইসফাহান সাইট লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। কিন্তু বোমা হামলার পর সেই ট্রাকগুলোর কোনও সন্ধান পাওয়া যায়নি। (via REUTERS)
3 / 7
Published on Jun 25, 2025 07:10 am IST
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি এই নিয়ে বলেন, হামলার এক সপ্তাহ আগে সংস্থাটি ঘটনাস্থলগুলো পরিদর্শন করেছিল। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদকে অবিলম্বে সেখানে পুনরায় পরিদর্শন শুরু করার আহ্বান জানান তিনি। তিনি বলেন, 'এই কাজটি একান্ত প্রয়োজনীয় এবং এতে দেরি করা উচিত নয়।' (AFP)
4 / 7
Published on Jun 25, 2025 07:10 am IST
ইরান কি পরমাণু অস্ত্র তৈরি করছে? ইরান বারবার বলছে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ, অন্যদিকে ইজরায়েল বলছে, তেহরান অস্ত্র তৈরির কাছাকাছি পৌঁছে গেছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রে মতপার্থক্য রয়েছে। মার্কিন গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ড সম্প্রতি বলেছেন, ইরান কয়েক সপ্তাহের মধ্যে অস্ত্র তৈরি করতে পারে। এর আগে অবশ্য তিনি দাবি করেছিলেন, ইরানে পরমাণু বোমা তৈরি করা হচ্ছে না। তবে তাঁর সেই বক্তব্যকে 'ভুল' আখ্যা দিয়েছিলেন ট্রাম্প। এরপরই নতুন দাবি করে তুলসি বলেন, ইরান বোমা তৈরির কাছাকাছি পৌঁছে যায়। (AFP)
5 / 7
Published on Jun 25, 2025 07:10 am IST
ইজরায়েলের সঙ্গে যুদ্ধ চলাকালীন ইরানের পরমাণু ঘাঁটিতে বোমা হামলা চালিয়ে সেগুলো পুরোপুরি ধ্বংস করার দাবি করেছিল যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ইরান এই মুহূর্তে পরমাণু পরীক্ষা চালানোর মতো অবস্থানে নেই বলেও দাবি করেছিল মর্কিন প্রশাসন। এদিকে এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেছেন, ইরানের তিনটি প্রধান পরমাণু ঘাঁটিতে সাম্প্রতিক মার্কিন বিমান হামলার পর প্রায় ৪০০ কেজি উচ্চ-সমৃদ্ধ ইউরেনিয়াম পাওয়া যাচ্ছে না।
6 / 7
Published on Jun 25, 2025 07:10 am IST
দাবি করা হচ্ছে, 'হারিয়ে যাওয়া' এই ইউরেনিয়াম ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করা হয়েছিল এবং তা দিয়ে ১০টি পারমাণবিক অস্ত্র তৈরি করা যেতে পারে। এই নিয়ে ভান্স বলেন, 'এই ইউরেনিয়াম ইরানের প্রধান পরমাণু স্থাপনায় মজুদ করা থাকলেও মার্কিন হামলার আগেই তা অন্য স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল।' তিনি দাবি করেছেন যে মার্কিন মিশনে ফোরদো পারমাণবিক স্থাপনাটি গুরুতর ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে তিনি এও বলেছেন যে সেখানকার সঠিক পরিস্থিতির বিষয়ে তিনি স্পষ্ট ভাবে জানেন না।
7 / 7
Published on Jun 25, 2025 07:10 am IST
E-Paper

