Jagadhatri Puja 2024: জগদ্ধাত্রী পুজো ২০২৪এ নবমী পড়ছে রবিবার! দেখে নিন পুজোর তিথি, তারিখ
Published on Oct 23, 2024 01:00 pm IST
জগদ্ধাত্রী পুজো ২০২৪ নির্ঘণ্ট-এই জগদ্ধাত্রী পুজো এবার আরম্ভ হচ্ছে ৭ নভেম্বর থেকে। দেখে নেওয়া যাক, জগদ্ধাত্রী পুজোর ২০২৪ সালের ষষ্ঠী থেকে দশমীর তারিখ ও তিথি।
1 / 4
Published on Oct 23, 2024 01:00 pm IST
উল্লেখ্য, চন্দননগরের পাশাপাশি কৃষ্ণনগরেও জগদ্ধাত্রী পুজো সাড়ম্বরে পালিত হয়। সেখানে বুড়িমার পুজো ঘিরে ভক্তের ঢল নামে। ইতিহাস বলছে, ১৭৭২ সালে রাজবাড়ির দেখাদেখি কৃষ্ণনগরে চাষাপাড়ায় রাজা কৃষ্ণচন্দ্রের প্রজারা জগদ্ধাত্রী পূজা শুরু করেন। সেই পুজো বুড়িমার পূজা নামে পরিচিত। প্রথমে ঘটে ও পটে পুজো শুরু হলেও ১৭৯০ সাল নাগাদ গোবিন্দ ঘোষ ঘট ও পটের পরিবর্তনে মূর্তি পুজো শুরু করেন।
2 / 4
Published on Oct 23, 2024 01:00 pm IST
জগদ্ধাত্রী পুজো ২০২৪ তিথি- জগদ্ধাত্রী পুজোর মহাষষ্ঠী তিথি পড়ছে ৭ নভেম্বর বৃহস্পতিবার, ৮ নভেম্বর সপ্তমী তিথি পড়ছে শুক্রবার, ৯ নভেম্বর অষ্টমী তিথি পড়ছে শনিবার। ১০ নভেম্বর নবমী তিথিতেই সাড়ম্বরে করা হয় জগদ্ধাত্রী পুজো। সেদিনটি পড়ছে রবিবার। দশমী তিথি পড়ছে ১১ নভেম্বর।
3 / 4
Published on Oct 23, 2024 01:00 pm IST
জগদ্ধাত্রী পুজো ২০২৪ নির্ঘণ্ট- কালীপুজো মিটলেই জগদ্ধাত্রী পুজো ঘিরে শুরু হবে সাজো সাজো রব। কার্তিক মাসের শুক্লপক্ষে পূজিতা হন দেবী জগদ্ধাত্রী। এই জগদ্ধাত্রী পুজো এবার আরম্ভ হচ্ছে ৭ নভেম্বর থেকে। দেখে নেওয়া যাক, জগদ্ধাত্রী পুজোর ২০২৪ সালের ষষ্ঠী থেকে দশমীর তারিখ ও তিথি। (এই ছবিটি পুজোর ২৩০ তম বর্ষের। সৌজন্য-ফেসবুক/ গৌড়হাটি তেঁতুলতলা জগদ্ধাত্রী পুজো কমিটি)
4 / 4
Published on Oct 23, 2024 01:00 pm IST
E-Paper

