Bumrah Breaks Akram's Record: ওয়াসিম আক্রমের রেকর্ড ভেঙে চুরমার করলেন বুমরাহ, SENA দেশগুলিতে এশিয়ার সেরা জসপ্রীত

Published on Jun 21, 2025 10:58 pm IST

IND vs ENG 1st Test: লিডস টেস্টের প্রথম ইনিংসে দুই ব্রিটিশ ওপেনারকে সাজঘরে ফিরিয়ে ওয়াসিম আক্রমের সর্বকালীন রেকর্ড ভেঙে দিলেন জসপ্রীত বুমরাহ।

1 / 4
শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে লিডস টেস্টের প্রথম ইনিংসে একজোড়া উইকেট সংগ্রহ করা মাত্রই ইতিহাস গড়েন জসপ্রীত বুমরাহ। তিনি ভেঙে দেন পাক কিংবদন্তি ওয়াসিম আক্রমের সর্বকালীন রেকর্ড। সেই সঙ্গে ভারতীয় দলকে লড়াইয়ে রাখেন জসপ্রীত। ছবি- রয়টার্স। expand-icon View Photos in a new improved layout
Published on Jun 21, 2025 10:58 pm IST

শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে লিডস টেস্টের প্রথম ইনিংসে একজোড়া উইকেট সংগ্রহ করা মাত্রই ইতিহাস গড়েন জসপ্রীত বুমরাহ। তিনি ভেঙে দেন পাক কিংবদন্তি ওয়াসিম আক্রমের সর্বকালীন রেকর্ড। সেই সঙ্গে ভারতীয় দলকে লড়াইয়ে রাখেন জসপ্রীত। ছবি- রয়টার্স।

2 / 4
এতদিন সেনা দেশে এশিয়ার বোলার হিসেবে সব থেকে বেশি টেস্ট উইকেট নেওয়ার রেকর্ড ছিল পাকিস্তানের প্রাক্তন পেসার ওয়াসিম আক্রমের নামে। তিনি সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় সাকুল্যে ৩২টি টেস্টের ৫৫টি ইনিংসে বল করে সংগ্রহ করেন ১৪৬টি উইকেট। শনিবার আক্রমের সেই রেকর্ড ভেঙে দেন বুমরাহ। ছবি- এপি। expand-icon View Photos in a new improved layout
Published on Jun 21, 2025 10:58 pm IST

এতদিন সেনা দেশে এশিয়ার বোলার হিসেবে সব থেকে বেশি টেস্ট উইকেট নেওয়ার রেকর্ড ছিল পাকিস্তানের প্রাক্তন পেসার ওয়াসিম আক্রমের নামে। তিনি সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় সাকুল্যে ৩২টি টেস্টের ৫৫টি ইনিংসে বল করে সংগ্রহ করেন ১৪৬টি উইকেট। শনিবার আক্রমের সেই রেকর্ড ভেঙে দেন বুমরাহ। ছবি- এপি।

3 / 4
বুমরাহ শনিবার ইনিংসের প্রথম ওভারেই আউট করেন ব্রিটিশ ওপেনার জ্যাক ক্রলিকে। পরে ইনিংসের ২৯তম ওভারে বুমরাহ সাজঘরে ফেরান ইংল্যান্ডের অপর ওপেনার বেন ডাকেটকে। ইংল্যান্ডের দুই গোড়াপত্তনকারী ব্যাটারকে আউট করা মাত্রই সেনা (SENA) দেশে অর্থাৎ, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় সব থেকে বেশি টেস্ট উইকেট নেওয়া এশিয়ান বোলারে পরিণত হন বুমরাহ। ছবি- এএফপি। expand-icon View Photos in a new improved layout
Published on Jun 21, 2025 10:58 pm IST

বুমরাহ শনিবার ইনিংসের প্রথম ওভারেই আউট করেন ব্রিটিশ ওপেনার জ্যাক ক্রলিকে। পরে ইনিংসের ২৯তম ওভারে বুমরাহ সাজঘরে ফেরান ইংল্যান্ডের অপর ওপেনার বেন ডাকেটকে। ইংল্যান্ডের দুই গোড়াপত্তনকারী ব্যাটারকে আউট করা মাত্রই সেনা (SENA) দেশে অর্থাৎ, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় সব থেকে বেশি টেস্ট উইকেট নেওয়া এশিয়ান বোলারে পরিণত হন বুমরাহ। ছবি- এএফপি।

4 / 4
জসপ্রীত এই চার দেশে সাকুল্যে ৩২টি টেস্টে মাঠে নামেন। ৬০টি ইনিংসে বল করে তিনি সংগ্রহ করেছেন সাকুল্যে ১৪৭টি উইকেট। বুমরাহ সাউথ আফ্রিকায় ৮টি টেস্টে বল করে সংগ্রহ করেন ৩৮টি উইকেট। তিনি ইংল্যান্ডে এই নিয়ে ১০টি টেস্টে মাঠে নেমে এখনও পর্যন্ত সংগ্রহ করেছেন ৩৯টি উইকেট। নিউজিল্যান্ডে ২টি টেস্ট খেলে মোট ৬টি উইকেট নিয়েছেন বুমরাহ। ভারতীয় তারকা অস্ট্রেলিয়ায় ১২টি টেস্টে বল করে সংগ্রহ করেছেন ৬৪টি উইকেট। ছবি- রয়টার্স। expand-icon View Photos in a new improved layout
Published on Jun 21, 2025 10:58 pm IST

জসপ্রীত এই চার দেশে সাকুল্যে ৩২টি টেস্টে মাঠে নামেন। ৬০টি ইনিংসে বল করে তিনি সংগ্রহ করেছেন সাকুল্যে ১৪৭টি উইকেট। বুমরাহ সাউথ আফ্রিকায় ৮টি টেস্টে বল করে সংগ্রহ করেন ৩৮টি উইকেট। তিনি ইংল্যান্ডে এই নিয়ে ১০টি টেস্টে মাঠে নেমে এখনও পর্যন্ত সংগ্রহ করেছেন ৩৯টি উইকেট। নিউজিল্যান্ডে ২টি টেস্ট খেলে মোট ৬টি উইকেট নিয়েছেন বুমরাহ। ভারতীয় তারকা অস্ট্রেলিয়ায় ১২টি টেস্টে বল করে সংগ্রহ করেছেন ৬৪টি উইকেট। ছবি- রয়টার্স।

SHARE
Story Saved
Live Score
Saved Articles
Following
My Reads
Sign out
Get App
crown-icon
Subscribe Now!