ভারতের জাতীয় দলেও দেখা যাবে OCI ফুটবলারদের! বড় সিদ্ধান্ত AIFF-র, জানালেন কল্যাণ

Published on Jun 13, 2025 08:00 pm IST

ভারতীয় দলে স্ট্রাইকারের অভাব, ফুটবলের উন্নতিতে বড় সিদ্ধান্ত নিচ্ছে ফেডারেশন।

1 / 5
ভারতীয় দলে ডিফন্ডার হিসেবে শুভাশিস, সন্দেশ ঝিংগান, আনোয়াররা ভালোই খেলেছেন। কিন্তু গোল করার লোক না থাকায় দল ডুবছে। যা দেখেই ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে স্পষ্ট বলছেন, ‘এটা যে কোনও ফুটবলারের পক্ষেই খুব কঠিন কাজ, ক্লাব ফুটবলে দীর্ঘ সময় সাপোর্টিং রোলে খেলার পর জাতীয় দলে এসে ৩-৪ দিনের মধ্যে পজিটিভ বক্স স্ট্রাইকারে নিজেকে কনভার্ট করা। এর জন্য আক্রমণে ভারতীয়দের খেলার সুযোগ দিতে হবে। এবারের আইএসএলে একমাত্র সুনীলই বক্স স্ট্রাইকার হিসেবে খেলেছে ’। ছবি- ইন্ডিয়ান ফুটবল(@IndianFootball) expand-icon View Photos in a new improved layout
Published on Jun 13, 2025 08:00 pm IST

ভারতীয় দলে ডিফন্ডার হিসেবে শুভাশিস, সন্দেশ ঝিংগান, আনোয়াররা ভালোই খেলেছেন। কিন্তু গোল করার লোক না থাকায় দল ডুবছে। যা দেখেই ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে স্পষ্ট বলছেন, ‘এটা যে কোনও ফুটবলারের পক্ষেই খুব কঠিন কাজ, ক্লাব ফুটবলে দীর্ঘ সময় সাপোর্টিং রোলে খেলার পর জাতীয় দলে এসে ৩-৪ দিনের মধ্যে পজিটিভ বক্স স্ট্রাইকারে নিজেকে কনভার্ট করা। এর জন্য আক্রমণে ভারতীয়দের খেলার সুযোগ দিতে হবে। এবারের আইএসএলে একমাত্র সুনীলই বক্স স্ট্রাইকার হিসেবে খেলেছে ’। ছবি- ইন্ডিয়ান ফুটবল(@IndianFootball)

2 / 5
ভারতীয় ফুটবল দল একের পর এক ধাক্কা খেয়েই চলেছে। বাংলাদেশের বিরুদ্ধে আটকে যাওয়ার পর এবার হংকং-র কাছেও হেরেছে তাঁরা। একটা গোলও করতে পারেনি ভারত। মূলত স্ট্রাইকার সমস্যাতেই জর্জরিত টিম ইন্ডিয়া। তাই এবার বড় সিদ্ধান্ত নিয়ে চলেছে ফেডারেশন। ছবি- ইন্ডিয়ান ফুটবল টিম এক্স expand-icon View Photos in a new improved layout
Published on Jun 13, 2025 08:00 pm IST

ভারতীয় ফুটবল দল একের পর এক ধাক্কা খেয়েই চলেছে। বাংলাদেশের বিরুদ্ধে আটকে যাওয়ার পর এবার হংকং-র কাছেও হেরেছে তাঁরা। একটা গোলও করতে পারেনি ভারত। মূলত স্ট্রাইকার সমস্যাতেই জর্জরিত টিম ইন্ডিয়া। তাই এবার বড় সিদ্ধান্ত নিয়ে চলেছে ফেডারেশন। ছবি- ইন্ডিয়ান ফুটবল টিম এক্স

3 / 5
ভারতীয় ফুটবলের স্বার্থে এবার ওসিআই বা ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়ার কোটায় থাকা ফুটবলারদেরও জাতীয় দলে খেলার সুযোগ করে দিতে চলেছে ফেডারেশন। আসলে ভারতে স্ট্রাইকারের এতই সমস্যা, যে বাধ্য হয়েই ওসিআই ফুটবলারদের নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। সরকারের সঙ্গেও এই নিয়ে কথাবার্তা হয়েছে । (ছবি-AFP)(AFP) expand-icon View Photos in a new improved layout
Published on Jun 13, 2025 08:00 pm IST

ভারতীয় ফুটবলের স্বার্থে এবার ওসিআই বা ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়ার কোটায় থাকা ফুটবলারদেরও জাতীয় দলে খেলার সুযোগ করে দিতে চলেছে ফেডারেশন। আসলে ভারতে স্ট্রাইকারের এতই সমস্যা, যে বাধ্য হয়েই ওসিআই ফুটবলারদের নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। সরকারের সঙ্গেও এই নিয়ে কথাবার্তা হয়েছে । (ছবি-AFP)(AFP)

4 / 5
কল্যাণ চৌবে জানান, ‘ভারতীয় ফুটবলের সমর্থকরা জানতে চাইছে, আমরা ওসিআই ফুটবলারদের সুযোগ দেব কিনা। অনেক দেশই এখন ফুটবলের উন্নতির জন্য ওসিআই ফুটবলারদের খেলাচ্ছে। আমরাও সেই মতো ৩৩জন ফুটবলারকে বেছে নিয়েছি এবং তাঁদের সঙ্গে যোগাযোগ শুরু করেছি ’। ছবি- এএনআই(Jitender Gupta) expand-icon View Photos in a new improved layout
Published on Jun 13, 2025 08:00 pm IST

কল্যাণ চৌবে জানান, ‘ভারতীয় ফুটবলের সমর্থকরা জানতে চাইছে, আমরা ওসিআই ফুটবলারদের সুযোগ দেব কিনা। অনেক দেশই এখন ফুটবলের উন্নতির জন্য ওসিআই ফুটবলারদের খেলাচ্ছে। আমরাও সেই মতো ৩৩জন ফুটবলারকে বেছে নিয়েছি এবং তাঁদের সঙ্গে যোগাযোগ শুরু করেছি ’। ছবি- এএনআই(Jitender Gupta)

5 / 5
কল্যাণ চৌবে আরও জানান, ‘ইতিমধ্যেই বেশ কয়েকজন ফুটবলার ওসিআই কার্ডও পেয়ে গেছে, বাকিদের সেটা দেওয়ার চেষ্টা চলছে। সরকারের বিভিন্ন দফতরের সঙ্গেও আমরা কথা বলা শুরু করেছি, যাতে ওসিআই ফুটবলাররা খেলতে পারে। শুরুর দিকে ভালোই সাড়া পাচ্ছি, তবে একটু সময় লাগবে। এআইএফএফ সর্বত চেষ্টা করছে ওসিআই ফুটবলারদের জন্য অনুমতি করিয়ে তাঁদেরকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করতে ’। ছবি- এএনআই(Jitender Gupta) expand-icon View Photos in a new improved layout
Published on Jun 13, 2025 08:00 pm IST

কল্যাণ চৌবে আরও জানান, ‘ইতিমধ্যেই বেশ কয়েকজন ফুটবলার ওসিআই কার্ডও পেয়ে গেছে, বাকিদের সেটা দেওয়ার চেষ্টা চলছে। সরকারের বিভিন্ন দফতরের সঙ্গেও আমরা কথা বলা শুরু করেছি, যাতে ওসিআই ফুটবলাররা খেলতে পারে। শুরুর দিকে ভালোই সাড়া পাচ্ছি, তবে একটু সময় লাগবে। এআইএফএফ সর্বত চেষ্টা করছে ওসিআই ফুটবলারদের জন্য অনুমতি করিয়ে তাঁদেরকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করতে ’। ছবি- এএনআই(Jitender Gupta)

SHARE
Story Saved
Live Score
Saved Articles
Following
My Reads
Sign out
Get App
crown-icon
Subscribe Now!