KL Rahul Test Centuries Record: ১০০ রানে আউট ১০০ বার- উদ্ভট রেকর্ড রাহুলের, লর্ডসে গড়লেন আরও ৬ নজির, কী কী?
Published on Jul 12, 2025 08:41 pm IST
২০২১ সালের পরে ২০২৫ সাল - লর্ডসে ফের শতরান হাঁকালেন কেএল রাহুল। তারপর আউট হয়ে গিয়ে উদ্ভট নজিরও গড়ে ফেললেন। শুধু তাই নয়, ইংল্যান্ডে মোট চারটি শতরান করে ফেলে আরও একগুচ্ছ মাইলস্টোন ছুঁলেন। কী কী রেকর্ড গড়লেন রাহুল?
1 / 6
Published on Jul 12, 2025 08:41 pm IST
লর্ডসে সেঞ্চুরি করেই আউট হয়ে যান রাহুল। ১৭৭ বলে ১০০ রান করেন। আর রাহুল ১০০ রানেই আউট হওয়ার পরে একটা উদ্ভট নজির তৈরি হয়ে যায়। পুরুষদের টেস্ট ক্রিকেটে শততম বার এরকম ঘটনা ঘটল, যখন ব্যাটার ১০০ রানেই আউট হয়ে গিয়েছেন। লর্ডস টেস্টের আগে পর্যন্ত ৯৯ বার এরকম ঘটনা ঘটেছিল। রাহুল ১০০ রান করে সেরকম ঘটনারও সেঞ্চুরি করিয়ে দিলেন। (ছবি সৌজন্যে রয়টার্স)
2 / 6
Published on Jul 12, 2025 08:41 pm IST
২০১৮ সাল থেকে ইংল্যান্ডে ওপেনার হিসেবে সবথেকে বেশি শতরান করলেন রাহুল। এমনকী ইংরেজ ওপেনারদের থেকেও সেই সংখ্যাটা বেশি। ২১টি ইনিংসে চারটি শতরান করেছেন রাহুল। ২৮টি ইনিংসে তিনটি শতরান করেছেন বেন ডাকেট। দুটি করে শতরান করেছেন রোরি বার্নস এবং জ্যাক ক্রলি। ৩২টি ইনিংসে বার্নস সেই কাজটা করেছেন। ক্রলি ৩৪টি ইনিংসে দুটি শতরান করেছেন। (ছবি সৌজন্যে এএফপি)
3 / 6
Published on Jul 12, 2025 08:41 pm IST
তারইমধ্যে দ্বিতীয় ভারতীয় হিসেবে লর্ডসে দুটি শতরান হাঁকানোর নজির গড়লেন রাহুল। সেই তালিকার শীর্ষে আছেন দিলীপ বেঙ্গসরকর। তিনি লর্ডসে তিনটি শতরান করেছিলেন। আর দুটি শতরান করে ফেললেন রাহুল। ২০২১ সালে প্রথম ইনিংসে ২৫০ বলে ২৩৯ রানের ইনিংস খেলেছিলেন। যে ম্যাচটা ভারত ১৫১ রানে জিতে গিয়েছিল। (ছবি সৌজন্যে পিটিআই)
4 / 6
Published on Jul 12, 2025 08:41 pm IST
টেস্টে যে ১০টি শতরান করেছেন রাহুল, তার মধ্যে ন'টিই এসেছে বিদেশে। চারটি শতরান করেছেন ইংল্যান্ডে। দুটি শতরান করেছেন দক্ষিণ আফ্রিকায়। অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজে একটি করে শতরান করেছেন। যা যুগ্মভাবে সর্বোচ্চ (দশম শতরানের সময়)। মোহিন্দর অমরাথ এবং কেন ব্যারিংটনের তালিকায় যুক্ত হয়ে গেলেন রাহুল। (ছবি সৌজন্যে পিটিআই)
5 / 6
Published on Jul 12, 2025 08:41 pm IST
বিদেশি ওপেনার হিসেবে লর্ডসে একাধিক শতরান: বিল ব্রাউন, গর্ডন গ্রিনিড, গ্রেম স্মিথের তালিকায় যুক্ত হয়ে গেলেন রাহুল। চারজনই দুটি করে শতরান করেছেন লর্ডসে। তারইমধ্যে ২০০০ সাল থেকে বিদেশি ওপেনার হিসেবে ইংল্যান্ডে সবথেকে বেশি শতরানের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন রাহুল। তিনি চারটি শতরান করেছেন। শীর্ষে আছেন স্মিথ (পাঁচটি শতরান)। (ছবি সৌজন্যে পিটিআই)
6 / 6
Published on Jul 12, 2025 08:41 pm IST
E-Paper

