Meghalaya Honeymoon Murder Update: মেঘালয় হানিমুন হত্যায় উঠে এল সঞ্জয় বর্মার নাম, সোনমকে ১০০ ফোন করা এই ব্যক্তি কে?

Published on Jun 19, 2025 08:02 am IST

গত মে মাসে মেঘালয়ের পূর্ব খাসি হিলস জেলার সোহরা এলাকায় মধুচন্দ্রিমায় গিয়ে কুপিয়ে খুন করা হয়েছিল রাজা রঘুবংশীকে। সেই ঘটনায় গ্রেফতার রাজার স্ত্রী সোনম, তার প্রেমিক রাজ কুশওয়াহা সহ ৫ জন। এরই মাঝে তদন্তে উঠে আসে সঞ্জয় বর্মা নামক এক ব্যক্তির নাম। কে সেই সঞ্জয় বর্মা? খুনের সঙ্গে তার কি যোগ?

1 / 7
পুলিশ জানিয়েছে, রাজার সঙ্গে বিয়ের আগে সঞ্জয় বর্মা নামে এক ব্যক্তিকে ১০০ বারের বেশি ফোন করেছিল সোনম। পূর্ব খাসি হিলস জেলার এসপি বিবেক সিয়েম জানিয়েছেন, বিয়ের পরেও তাদের দু'জনের মধ্য ফোনে কথাবার্তা অব্যাহত ছিল। তিনি জানান, সঞ্জয় বর্মার ফোন বন্ধ থাকায় তাঁকে খুঁজে বের করতে ইন্দোরে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। পরে তদন্তে জানা যায়, সঞ্জয় বর্মা আসলে রাজ কুশওয়াহা। (HT_PRINT) expand-icon View Photos in a new improved layout
Published on Jun 19, 2025 08:02 am IST

পুলিশ জানিয়েছে, রাজার সঙ্গে বিয়ের আগে সঞ্জয় বর্মা নামে এক ব্যক্তিকে ১০০ বারের বেশি ফোন করেছিল সোনম। পূর্ব খাসি হিলস জেলার এসপি বিবেক সিয়েম জানিয়েছেন, বিয়ের পরেও তাদের দু'জনের মধ্য ফোনে কথাবার্তা অব্যাহত ছিল। তিনি জানান, সঞ্জয় বর্মার ফোন বন্ধ থাকায় তাঁকে খুঁজে বের করতে ইন্দোরে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। পরে তদন্তে জানা যায়, সঞ্জয় বর্মা আসলে রাজ কুশওয়াহা। (HT_PRINT)

2 / 7
মেঘালয়ের হানিমুন হত্যা মামলায় নতুন একটি নাম উঠে এসেছে – সঞ্জয় বর্মা। এই সঞ্জয়ের সঙ্গে সোনম রঘুবংশী তার বিয়ের আগে ১০০ বারেরও বেশি যোগাযোগ করেছিল। ইন্দোরের ব্যবসায়ী স্বামী রাজা রঘুবংশীকে খুনের অভিযোগে গ্রেফতার সোনম তাঁর প্রেমিক রাজ কুশওয়াহার সঙ্গে ষড়যন্ত্র করেছিলেন বলে অভিযোগ। এরই মাঝে তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পারে এই সঞ্জয় বর্মা। (HT_PRINT) expand-icon View Photos in a new improved layout
Published on Jun 19, 2025 08:02 am IST

মেঘালয়ের হানিমুন হত্যা মামলায় নতুন একটি নাম উঠে এসেছে – সঞ্জয় বর্মা। এই সঞ্জয়ের সঙ্গে সোনম রঘুবংশী তার বিয়ের আগে ১০০ বারেরও বেশি যোগাযোগ করেছিল। ইন্দোরের ব্যবসায়ী স্বামী রাজা রঘুবংশীকে খুনের অভিযোগে গ্রেফতার সোনম তাঁর প্রেমিক রাজ কুশওয়াহার সঙ্গে ষড়যন্ত্র করেছিলেন বলে অভিযোগ। এরই মাঝে তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পারে এই সঞ্জয় বর্মা। (HT_PRINT)

3 / 7
গত মে মাসে পূর্ব খাসি হিলস জেলার সোহরা এলাকায় মধুচন্দ্রিমায় গিয়ে কুপিয়ে খুন করা হয়েছিল রাজাকে। সোনম-সহ পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে সেই ঘটনায়। তদন্তের অংশ হিসেবে মঙ্গলবার ঘটনাস্থলে গিয়ে খুনের পুনর্নির্মাণ করে পুলিশ। বুধবার পুলিশ প্রকাশ করে, এই সঞ্জয় বর্মা আসলে সোনমের প্রেমিক রাজ কুশওয়াহার ব্যবহৃত একটি ছদ্মনাম। (HT_PRINT) expand-icon View Photos in a new improved layout
Published on Jun 19, 2025 08:02 am IST

গত মে মাসে পূর্ব খাসি হিলস জেলার সোহরা এলাকায় মধুচন্দ্রিমায় গিয়ে কুপিয়ে খুন করা হয়েছিল রাজাকে। সোনম-সহ পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে সেই ঘটনায়। তদন্তের অংশ হিসেবে মঙ্গলবার ঘটনাস্থলে গিয়ে খুনের পুনর্নির্মাণ করে পুলিশ। বুধবার পুলিশ প্রকাশ করে, এই সঞ্জয় বর্মা আসলে সোনমের প্রেমিক রাজ কুশওয়াহার ব্যবহৃত একটি ছদ্মনাম। (HT_PRINT)

4 / 7
রাজা রঘুবংশী হত্যাকাণ্ডে আর্থিক দিক খতিয়ে দেখছে সিট। পুলিশ জানিয়েছে, ২৩ মে রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের পিছনে সন্দেহজনক ত্রিকোণ প্রেমের বাইরে কোনও আর্থিক উদ্দেশ্য ছিল কিনা তা খতিয়ে দেখতে বিশেষ তদন্তকারী দল (এসআইটি) ইন্দোরে পৌঁছেছে। পূর্ব খাসি হিলসের এসপি ঋতুরাজ রবির মতে, হিটম্যানরা তিনবার ব্যর্থ চেষ্টার পরে রঘুবংশীকে চতুর্থবারে হত্যা করতে সফল হয়েছিল। (ANI Grab) expand-icon View Photos in a new improved layout
Published on Jun 19, 2025 08:02 am IST

রাজা রঘুবংশী হত্যাকাণ্ডে আর্থিক দিক খতিয়ে দেখছে সিট। পুলিশ জানিয়েছে, ২৩ মে রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের পিছনে সন্দেহজনক ত্রিকোণ প্রেমের বাইরে কোনও আর্থিক উদ্দেশ্য ছিল কিনা তা খতিয়ে দেখতে বিশেষ তদন্তকারী দল (এসআইটি) ইন্দোরে পৌঁছেছে। পূর্ব খাসি হিলসের এসপি ঋতুরাজ রবির মতে, হিটম্যানরা তিনবার ব্যর্থ চেষ্টার পরে রঘুবংশীকে চতুর্থবারে হত্যা করতে সফল হয়েছিল। (ANI Grab)

5 / 7
পুলিশ কর্তা বলেন, 'আমাদের দল ইন্দোরে রয়েছে এবং রাজার মৃত্যু থেকে অন্য আরও কেউ লাভবান হচ্ছে কিনা তা জানতে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।' এদিকে, অভিযুক্ত সোনম রঘুবংশীর ভাই গোবিন্দ দাবি করেছেন যে তিনি সঞ্জয় বর্মা নামে কাউকে চেনেন না। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'আমি সঞ্জয় বর্মা সম্পর্কে কিছুই জানি না। আজ আমি জানতে পারলাম, যে এর মধ্যে সঞ্জয়ের নামও উঠে আসছে।' (ANI Grab) expand-icon View Photos in a new improved layout
Published on Jun 19, 2025 08:02 am IST

পুলিশ কর্তা বলেন, 'আমাদের দল ইন্দোরে রয়েছে এবং রাজার মৃত্যু থেকে অন্য আরও কেউ লাভবান হচ্ছে কিনা তা জানতে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।' এদিকে, অভিযুক্ত সোনম রঘুবংশীর ভাই গোবিন্দ দাবি করেছেন যে তিনি সঞ্জয় বর্মা নামে কাউকে চেনেন না। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'আমি সঞ্জয় বর্মা সম্পর্কে কিছুই জানি না। আজ আমি জানতে পারলাম, যে এর মধ্যে সঞ্জয়ের নামও উঠে আসছে।' (ANI Grab)

6 / 7
এর আগে গুয়াহাটি, নোংরিয়াত এবং ওয়েইসাওডং জলপ্রপাতের কাছে এই প্রচেষ্টা চালানো হয়েছিল। রাজ কুশওয়াহাকে এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী বলে মনে করা হলেও সন্দেহ এড়াতে সে মেঘালয়ে যায়নি। সে সোনম রঘুবংশীর পরিবারের পরিচালিত একটি সংস্থায় কাজ করত। expand-icon View Photos in a new improved layout
Published on Jun 19, 2025 08:02 am IST

এর আগে গুয়াহাটি, নোংরিয়াত এবং ওয়েইসাওডং জলপ্রপাতের কাছে এই প্রচেষ্টা চালানো হয়েছিল। রাজ কুশওয়াহাকে এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী বলে মনে করা হলেও সন্দেহ এড়াতে সে মেঘালয়ে যায়নি। সে সোনম রঘুবংশীর পরিবারের পরিচালিত একটি সংস্থায় কাজ করত।

7 / 7
এর আগে গত ১১ মে ইন্দোরে সোনমকে বিয়ে করেছিলেন রাজা রঘুবংশী। গত ২৩ মে শিলং থেকে ৬৫ কিলোমিটার দূরে সোহরা অঞ্চল থেকে তাদের নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। গত ২ জুন রাজার পচাগলা লাশ পাওয়া যায়। খুনের পর সোনম সেই রাজ্য থেকে পালিয়ে অসম, পশ্চিমবঙ্গ, বিহার ও উত্তরপ্রদেশ হয়ে ইন্দোর পৌঁছান। পুলিশ জানিয়েছে, সোহরা হোমস্টেতে মঙ্গলসূত্র ও ট্রলি ব্যাগে একটি আংটি রেখে গিয়েছিল সে। এর থেকেই সন্দেহ হয়েছিল পুলিশের। expand-icon View Photos in a new improved layout
Published on Jun 19, 2025 08:02 am IST

এর আগে গত ১১ মে ইন্দোরে সোনমকে বিয়ে করেছিলেন রাজা রঘুবংশী। গত ২৩ মে শিলং থেকে ৬৫ কিলোমিটার দূরে সোহরা অঞ্চল থেকে তাদের নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। গত ২ জুন রাজার পচাগলা লাশ পাওয়া যায়। খুনের পর সোনম সেই রাজ্য থেকে পালিয়ে অসম, পশ্চিমবঙ্গ, বিহার ও উত্তরপ্রদেশ হয়ে ইন্দোর পৌঁছান। পুলিশ জানিয়েছে, সোহরা হোমস্টেতে মঙ্গলসূত্র ও ট্রলি ব্যাগে একটি আংটি রেখে গিয়েছিল সে। এর থেকেই সন্দেহ হয়েছিল পুলিশের।

SHARE
Story Saved
Live Score
Saved Articles
Following
My Reads
Sign out
Get App
crown-icon
Subscribe Now!