Pak PM on India to USA: ফের 'কাঁদতে কাঁদতে' আমেরিকার কাছে ভারত নিয়ে আবেদন পাকিস্তানের, কী বললেন শেহবাজ?

Published on Jun 26, 2025 01:03 pm IST

পহেলগাঁও হামলার পরপরই ভারত ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত করে এবং পাকিস্তানের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম স্থগিত করে। এই নিয়ে এবার ভারতের সঙ্গে আলোচনায় বসতে চায় পাকিস্তান। আর তাই সৌদি, আমেরিকার মতো দেশের কাছে কাতর আর্তি করে বেড়াচ্ছেন শেহবাজ শরিফ।

1 / 5
রেডিও পাকিস্তানের রিপোর্টে বলা হয়েছে, সম্প্রতি মহম্মদ বিন সলমনের সঙ্গে আলোচনার সময় পাক প্রধানমন্ত্রী শরিফ বলেছিলেন, 'পাকিস্তান জম্মু ও কাশ্মীর, জল, বাণিজ্য এবং সন্ত্রাসবাদ সহ সমস্ত অমীমাংসিত ইস্যুতে ভারতের সাথে অর্থবহ সংলাপে বসতে প্রস্তুত।' (via REUTERS) expand-icon View Photos in a new improved layout
Published on Jun 26, 2025 01:03 pm IST

রেডিও পাকিস্তানের রিপোর্টে বলা হয়েছে, সম্প্রতি মহম্মদ বিন সলমনের সঙ্গে আলোচনার সময় পাক প্রধানমন্ত্রী শরিফ বলেছিলেন, 'পাকিস্তান জম্মু ও কাশ্মীর, জল, বাণিজ্য এবং সন্ত্রাসবাদ সহ সমস্ত অমীমাংসিত ইস্যুতে ভারতের সাথে অর্থবহ সংলাপে বসতে প্রস্তুত।' (via REUTERS)

2 / 5
অপারেশন সিঁদুরের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ভারতের সঙ্গে আলোচনার চেষ্টা করছেন। সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমনের সঙ্গে শেহবাজের কথোপকথনে ফের সেটার ইঙ্গিত পাওয়া গেছে। পাক প্রধানমন্ত্রীর কথায়, সব অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের সঙ্গে 'অর্থবহ আলোচনায়' প্রস্তুত তারা। এদিকে সম্প্রতি আবার মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওর সঙ্গে এক আলোচনার সময়ও তিনি একই ধরনের ইচ্ছা প্রকাশ করেছিলেন। (HT_PRINT) expand-icon View Photos in a new improved layout
Published on Jun 26, 2025 01:03 pm IST

অপারেশন সিঁদুরের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ভারতের সঙ্গে আলোচনার চেষ্টা করছেন। সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমনের সঙ্গে শেহবাজের কথোপকথনে ফের সেটার ইঙ্গিত পাওয়া গেছে। পাক প্রধানমন্ত্রীর কথায়, সব অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের সঙ্গে 'অর্থবহ আলোচনায়' প্রস্তুত তারা। এদিকে সম্প্রতি আবার মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওর সঙ্গে এক আলোচনার সময়ও তিনি একই ধরনের ইচ্ছা প্রকাশ করেছিলেন। (HT_PRINT)

3 / 5
পহেলগাঁও হামলার পরপরই ভারত ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত করে এবং পাকিস্তানের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম স্থগিত করে। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাবে ৭ মে 'অপারেশন সিঁদুর' শুরু করে ভারত। চার দিন ধরে চলে সেই লড়াই। পরে পাকিস্তানের অনুরোধে ১০ মে ভারত সামরিক পদক্ষেপ বন্ধ করতে সম্মত হয়। (AP) expand-icon View Photos in a new improved layout
Published on Jun 26, 2025 01:03 pm IST

পহেলগাঁও হামলার পরপরই ভারত ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত করে এবং পাকিস্তানের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম স্থগিত করে। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাবে ৭ মে 'অপারেশন সিঁদুর' শুরু করে ভারত। চার দিন ধরে চলে সেই লড়াই। পরে পাকিস্তানের অনুরোধে ১০ মে ভারত সামরিক পদক্ষেপ বন্ধ করতে সম্মত হয়। (AP)

4 / 5
এদিকে পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশনের 'এক্স' চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওর সঙ্গে টেলিফোনে আলাপকালে শাহবাজ শরিফ ভারতের সঙ্গে আলোচনায় বসার ইচ্ছে প্রকাশ করেন। শরিফ নাকি আরও বলেন, 'পাকিস্তান সম্পর্কে প্রেসিডেন্ট ট্রাম্পের ইতিবাচক বক্তব্য দক্ষিণ এশিয়ায় স্থায়ী শান্তির জন্য সবচেয়ে উৎসাহব্যঞ্জক। তবে এই শান্তি কেবলমাত্র পাকিস্তান ও ভারতের মধ্যে অর্থবহ সংলাপ শুরু করার মাধ্যমেই সম্ভব হতে পারে।' (AFP) expand-icon View Photos in a new improved layout
Published on Jun 26, 2025 01:03 pm IST

এদিকে পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশনের 'এক্স' চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওর সঙ্গে টেলিফোনে আলাপকালে শাহবাজ শরিফ ভারতের সঙ্গে আলোচনায় বসার ইচ্ছে প্রকাশ করেন। শরিফ নাকি আরও বলেন, 'পাকিস্তান সম্পর্কে প্রেসিডেন্ট ট্রাম্পের ইতিবাচক বক্তব্য দক্ষিণ এশিয়ায় স্থায়ী শান্তির জন্য সবচেয়ে উৎসাহব্যঞ্জক। তবে এই শান্তি কেবলমাত্র পাকিস্তান ও ভারতের মধ্যে অর্থবহ সংলাপ শুরু করার মাধ্যমেই সম্ভব হতে পারে।' (AFP)

5 / 5
এদিকে ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে, পাকিস্তানের সঙ্গে পাক অধিকৃত কাশ্মীরের ফেরনো এবং সন্ত্রাসবাদ ইস্যুতেই একমাত্র আলোচনা করবে তারা। তবে এর আগে মে মাসের শেষের দিকে আজারবাইজানের লাচিনে পাকিস্তান-তুর্কি-আজারবাইজান ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলনে শরিফ বলেন, উভয় পক্ষের একসঙ্গে বসে বিষয়গুলোর সমাধান করা উচিত। এর আগে ইরানের রাজধানী তেহরানেও তিনি বলেছিলেন, সব বিরোধ নিষ্পত্তির জন্য তিনি ভারতের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। তবে ভারত এই সব কথায় কান দিচ্ছে না। (AFP) expand-icon View Photos in a new improved layout
Published on Jun 26, 2025 01:03 pm IST

এদিকে ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে, পাকিস্তানের সঙ্গে পাক অধিকৃত কাশ্মীরের ফেরনো এবং সন্ত্রাসবাদ ইস্যুতেই একমাত্র আলোচনা করবে তারা। তবে এর আগে মে মাসের শেষের দিকে আজারবাইজানের লাচিনে পাকিস্তান-তুর্কি-আজারবাইজান ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলনে শরিফ বলেন, উভয় পক্ষের একসঙ্গে বসে বিষয়গুলোর সমাধান করা উচিত। এর আগে ইরানের রাজধানী তেহরানেও তিনি বলেছিলেন, সব বিরোধ নিষ্পত্তির জন্য তিনি ভারতের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। তবে ভারত এই সব কথায় কান দিচ্ছে না। (AFP)

SHARE
Story Saved
Live Score
Saved Articles
Following
My Reads
Sign out
Get App
crown-icon
Subscribe Now!