PNB Home & Car Loan EMI Slashed: ইএমআই কমানোর বড় ঘোষণা সরকারি ব্যাঙ্কের, মুখে হাসি ফুটবে ঋণগ্রহীতাদের মুখে

Published on Jun 07, 2025 01:04 pm IST

শুক্রবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ০.৫০ শতাংশ রেপো রেট কমিয়েছে। এদিকে শুধু রেপো রেট কমানোই নয়, ব্যাঙ্কের ক্যাশ রিসার্ভ রেশিও ১০০ বেসিস পয়েন্ট কমিয়ে ৪ থেকে ৩ শতাংশ করেছে আরবিআই। এই পরিপ্রেক্ষিতে এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ইতিমধ্যেই ইএমআই কমানোর ঘোষণা করেছে।

1 / 4
পিএনবির আরবিএলআর কমার ফলে ব্যাঙ্কের গৃহঋণ ৭.৪৫ শতাংশ থেকে শুরু হবে এবং অটো লোনের ক্ষেত্রে এটি বার্ষিক ৭.৮ শতাংশ থেকে শুরু হবে। উল্লেখ্য, রিজার্ভ ব্যাঙ্কের থেকে ব্যাঙ্কগুলি যে হারে ধার নেয়, সেটাকে রেপো রেট বলা হয়। ফলে রেপো রেট কমায় ব্যাঙ্কগুলি বিভিন্ন ঋণের সুদের হার কমাতে পারে। এদিকে রেপো রেট কমলে ফিক্সড ডিপোজিটেও আবার সুদের হার কমানোর পথে হাঁটে ব্যাঙ্কগুলি। expand-icon View Photos in a new improved layout
Published on Jun 07, 2025 01:04 pm IST

পিএনবির আরবিএলআর কমার ফলে ব্যাঙ্কের গৃহঋণ ৭.৪৫ শতাংশ থেকে শুরু হবে এবং অটো লোনের ক্ষেত্রে এটি বার্ষিক ৭.৮ শতাংশ থেকে শুরু হবে। উল্লেখ্য, রিজার্ভ ব্যাঙ্কের থেকে ব্যাঙ্কগুলি যে হারে ধার নেয়, সেটাকে রেপো রেট বলা হয়। ফলে রেপো রেট কমায় ব্যাঙ্কগুলি বিভিন্ন ঋণের সুদের হার কমাতে পারে। এদিকে রেপো রেট কমলে ফিক্সড ডিপোজিটেও আবার সুদের হার কমানোর পথে হাঁটে ব্যাঙ্কগুলি।

2 / 4
এদিকে শুধু রেপো রেট কমানোই নয়, ব্যাঙ্কের ক্যাশ রিসার্ভ রেশিও ১০০ বেসিস পয়েন্ট কমিয়ে ৪ থেকে ৩ শতাংশ করেছে আরবিআই। এর ফলে এবার গৃহঋণ বা অন্যান্য ক্ষেত্রে ব্যাঙ্কগুলি সুদের হার কমাতে আগ্রহী হবে বলে আশা করা হচ্ছিল। সেই মতো আরবিআই-এর ঘোষণার পরপরই পিএনবি ঋণের ওপর সুদের হার কমানোর ঘোষণা করে দিয়েছে। ধীরে ধীরে আরও ব্যাঙ্ক সেই পথেই হাঁটবে বলে আশা করা হচ্ছে। expand-icon View Photos in a new improved layout
Published on Jun 07, 2025 01:04 pm IST

এদিকে শুধু রেপো রেট কমানোই নয়, ব্যাঙ্কের ক্যাশ রিসার্ভ রেশিও ১০০ বেসিস পয়েন্ট কমিয়ে ৪ থেকে ৩ শতাংশ করেছে আরবিআই। এর ফলে এবার গৃহঋণ বা অন্যান্য ক্ষেত্রে ব্যাঙ্কগুলি সুদের হার কমাতে আগ্রহী হবে বলে আশা করা হচ্ছিল। সেই মতো আরবিআই-এর ঘোষণার পরপরই পিএনবি ঋণের ওপর সুদের হার কমানোর ঘোষণা করে দিয়েছে। ধীরে ধীরে আরও ব্যাঙ্ক সেই পথেই হাঁটবে বলে আশা করা হচ্ছে।

3 / 4
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ পিএনবি জানিয়েছে, 'আমাদের গ্রাহকদের জন্য দারুণ খবর। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আপনার ইএমআই (সহজ মাসিক কিস্তি) আরও সাশ্রয়ী করে তুলেছে। রেপো রেট কমানোর (৬.০০ শতাংশ থেকে ৫.৫০ শতাংশ) পরে, পঞ্জাব ন্যাশনাল ব্যাংক আরএলএলআর (রেপো লিঙ্কড ইন্টারেস্ট রেট) ০.৫০ শতাংশ কমিয়েছে। ৯ জুন থেকে এই হার কার্যকর হয়েছে।' expand-icon View Photos in a new improved layout
Published on Jun 07, 2025 01:04 pm IST

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ পিএনবি জানিয়েছে, 'আমাদের গ্রাহকদের জন্য দারুণ খবর। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আপনার ইএমআই (সহজ মাসিক কিস্তি) আরও সাশ্রয়ী করে তুলেছে। রেপো রেট কমানোর (৬.০০ শতাংশ থেকে ৫.৫০ শতাংশ) পরে, পঞ্জাব ন্যাশনাল ব্যাংক আরএলএলআর (রেপো লিঙ্কড ইন্টারেস্ট রেট) ০.৫০ শতাংশ কমিয়েছে। ৯ জুন থেকে এই হার কার্যকর হয়েছে।'

4 / 4
শুক্রবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ০.৫০ শতাংশ রেপো রেট কমিয়েছে। আশা করা হচ্ছে এর ফলে এবার ব্যাঙ্কগুলি ঋণগ্রহীতাদের স্বস্তি দিতে পারে। এই পরিপ্রেক্ষিতে রাষ্ট্রায়ত্ত সংস্থা পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) ঋণের সুদের হার ০.৫০ শতাংশ কমানোর কথা ঘোষণা করেছে। expand-icon View Photos in a new improved layout
Published on Jun 07, 2025 01:04 pm IST

শুক্রবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ০.৫০ শতাংশ রেপো রেট কমিয়েছে। আশা করা হচ্ছে এর ফলে এবার ব্যাঙ্কগুলি ঋণগ্রহীতাদের স্বস্তি দিতে পারে। এই পরিপ্রেক্ষিতে রাষ্ট্রায়ত্ত সংস্থা পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) ঋণের সুদের হার ০.৫০ শতাংশ কমানোর কথা ঘোষণা করেছে।

SHARE
Story Saved
Live Score
Saved Articles
Following
My Reads
Sign out
Get App
crown-icon
Subscribe Now!