ক্যাপ্টেন শুভমন গিল নন, রশিদের প্রিয় ব্যাটার অন্য এক ভারতীয়, পছন্দের বোলার ও অল-রাউন্ডার কারা জানলে অবাক হবেন

Published on May 29, 2025 06:40 pm IST

IPL 2025-এর এলিমিনেটরের আগে গুজরাট টাইটানসের আফগান স্পিনার রশিদ খান জানালেন, তাঁর প্রিয় ব্যাটার, বোলার ও অল-রাউন্ডার কারা।

1 / 5
রশিদের কাছে তাঁর প্রিয় ক্রিকেটারের নাম জানতে চাওয়া হলে তিনি পালটা প্রশ্ন করেন যে, ব্যাটার নাকি বোলার? যখন তাঁর প্রিয় অল-রাউন্ডারের নাম জানতে চাওয়া হয়, তখন আফগান তারকা একটুও সময় নষ্ট না করে হার্দিক পান্ডিয়ার নাম উচ্চারণ করেন। অর্থাৎ, রশিদ জানান যে, একসময় গুজরাট টাইটানসে তাঁর ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া হলেন তাঁর পছন্দের অল-রাউন্ডার। ছবি- রয়টার্স। expand-icon View Photos in a new improved layout
Published on May 29, 2025 06:40 pm IST

রশিদের কাছে তাঁর প্রিয় ক্রিকেটারের নাম জানতে চাওয়া হলে তিনি পালটা প্রশ্ন করেন যে, ব্যাটার নাকি বোলার? যখন তাঁর প্রিয় অল-রাউন্ডারের নাম জানতে চাওয়া হয়, তখন আফগান তারকা একটুও সময় নষ্ট না করে হার্দিক পান্ডিয়ার নাম উচ্চারণ করেন। অর্থাৎ, রশিদ জানান যে, একসময় গুজরাট টাইটানসে তাঁর ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া হলেন তাঁর পছন্দের অল-রাউন্ডার। ছবি- রয়টার্স।

2 / 5
রশিদ খান চলতি আইপিএলে পরিচিত ছন্দে রয়েছেন, এমনটা বলা যাবে না মোটেও। তিনি গুজরাট টাইটানসের হয়ে লিগের ১৪টি ম্যাচে মাঠে নেমে সাকুল্যে ৯টি উইকেট দখল করেছেন। ইকনমি-রেট ৯.৪৭। আইপিএল ২০২৫-এ রশিদের সেরা বোলিং পারফর্ম্যান্স ২৫ রানে ২ উইকেট। ছবি- এএফপি। expand-icon View Photos in a new improved layout
Published on May 29, 2025 06:40 pm IST

রশিদ খান চলতি আইপিএলে পরিচিত ছন্দে রয়েছেন, এমনটা বলা যাবে না মোটেও। তিনি গুজরাট টাইটানসের হয়ে লিগের ১৪টি ম্যাচে মাঠে নেমে সাকুল্যে ৯টি উইকেট দখল করেছেন। ইকনমি-রেট ৯.৪৭। আইপিএল ২০২৫-এ রশিদের সেরা বোলিং পারফর্ম্যান্স ২৫ রানে ২ উইকেট। ছবি- এএফপি।

3 / 5
আইপিএলের সৌজন্যে ভারতে অত্যন্ত জনপ্রিয় ক্রিকেটার রশিদ খান। তবে রশিদ খানের প্রিয় ক্রিকেটার কে বা কারা, সেটা এতদিন জানতেন কি? না জানলে জেনে নিন আফগান তারকার প্রিয় ব্যাটার, বোলার এবং অল-রাউন্ডার কে। আইপিএলের এলিমিনেটরের আগে কচিকাঁচাদের সঙ্গে আড্ডার মেজাজে আলাপচারিতার সময় রশিদ নিজেই জানান নিজের পছন্দের ক্রিকেটারদের নাম। উল্লেখযোগ্য বিষয় হল, সারা বিশ্বে এত রথী মহারথী ক্রিকেটার থাকতে রশিদ এক্ষেত্রে বেছে নিন তিনজন ভারতীয় ক্রিকেটারকে। ছবি- রয়টার্স। expand-icon View Photos in a new improved layout
Published on May 29, 2025 06:40 pm IST

আইপিএলের সৌজন্যে ভারতে অত্যন্ত জনপ্রিয় ক্রিকেটার রশিদ খান। তবে রশিদ খানের প্রিয় ক্রিকেটার কে বা কারা, সেটা এতদিন জানতেন কি? না জানলে জেনে নিন আফগান তারকার প্রিয় ব্যাটার, বোলার এবং অল-রাউন্ডার কে। আইপিএলের এলিমিনেটরের আগে কচিকাঁচাদের সঙ্গে আড্ডার মেজাজে আলাপচারিতার সময় রশিদ নিজেই জানান নিজের পছন্দের ক্রিকেটারদের নাম। উল্লেখযোগ্য বিষয় হল, সারা বিশ্বে এত রথী মহারথী ক্রিকেটার থাকতে রশিদ এক্ষেত্রে বেছে নিন তিনজন ভারতীয় ক্রিকেটারকে। ছবি- রয়টার্স।

4 / 5
পরক্ষণেই রশিদ নিজে থেকে বলেন যে, তাঁর প্রিয় ব্যাটার হলেন বিরাট ভাই। অর্থাৎ, বিরাট কোহলিকে নিজের পছন্দের ব্যাটার আখ্যা দেন রশিদ। প্রিয় বোলার হিসেবে জসপ্রীত বুমরাহর নাম নেন তিনি। রশিদ নিজে স্পিনার হলেও প্রিয় বোলার হিসেবে কোনও স্পিনারকে নয়, বরং টিম ইন্ডিয়ার তারকা পেসারকে বেছে নেন। ছবি- পিটিআই। expand-icon View Photos in a new improved layout
Published on May 29, 2025 06:40 pm IST

পরক্ষণেই রশিদ নিজে থেকে বলেন যে, তাঁর প্রিয় ব্যাটার হলেন বিরাট ভাই। অর্থাৎ, বিরাট কোহলিকে নিজের পছন্দের ব্যাটার আখ্যা দেন রশিদ। প্রিয় বোলার হিসেবে জসপ্রীত বুমরাহর নাম নেন তিনি। রশিদ নিজে স্পিনার হলেও প্রিয় বোলার হিসেবে কোনও স্পিনারকে নয়, বরং টিম ইন্ডিয়ার তারকা পেসারকে বেছে নেন। ছবি- পিটিআই।

5 / 5
শুক্রবার মুল্লানপুরে আইপিএল ২০২৫-এর এলিমিনেটরে মাঠে নামবে গুজরাট টাইটানস। এক্ষেত্রে মহা গুরুত্বপূর্ণ নক-আউট ম্যাচে রশিদদের প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বইয়ের হয়ে এই ম্যাচে মাঠে নামবেন হার্দিক পান্ডিয়া ও জসপ্রীত বুমরাহ। সেই নিরিখে নিজের প্রিয় অল-রাউন্ডার ও প্রিয় বোলারের বিরুদ্ধে লড়াইয়ে নামবেন রশিদ খান। ছবি- পিটিআই। expand-icon View Photos in a new improved layout
Published on May 29, 2025 06:40 pm IST

শুক্রবার মুল্লানপুরে আইপিএল ২০২৫-এর এলিমিনেটরে মাঠে নামবে গুজরাট টাইটানস। এক্ষেত্রে মহা গুরুত্বপূর্ণ নক-আউট ম্যাচে রশিদদের প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বইয়ের হয়ে এই ম্যাচে মাঠে নামবেন হার্দিক পান্ডিয়া ও জসপ্রীত বুমরাহ। সেই নিরিখে নিজের প্রিয় অল-রাউন্ডার ও প্রিয় বোলারের বিরুদ্ধে লড়াইয়ে নামবেন রশিদ খান। ছবি- পিটিআই।

SHARE
Story Saved
Live Score
Saved Articles
Following
My Reads
Sign out
Get App
crown-icon
Subscribe Now!