TCS Salary Latest Update: TCS কর্মীদের স্যালারি বাড়বে না এবার? বড় দাবি CFO-র! অনেক লোক নিয়োগ করা হবে?
Published on Jul 14, 2025 07:04 pm IST
টাটা কনসালটেন্সি সার্ভিসেসের (টিসিএস) কর্মচারীদের বেতন কি এবার বাড়বে না? বড় মন্তব্য করলেন ভারতের বৃহত্তম তথ্যপ্রযুক্তি সংস্থার চিফ ফিনান্সিয়াল অফিসার (সিএফও) সমীর সেকসারিয়া। মুখ খুললেন নতুন করে লোক নেওয়ার সম্ভাবনার বিষয়েও। কী বললেন তিনি?
1 / 5
Published on Jul 14, 2025 07:04 pm IST
টাটা কনসালটেন্সি সার্ভিসেসের (টিসিএস) ছয় লাখের বেশি কর্মচারীর বেতন বৃদ্ধির বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে আশ্বস্ত করলেন ভারতের বৃহত্তম তথ্যপ্রযুক্তি সংস্থার চিফ ফিনান্সিয়াল অফিসার (সিএফও) সমীর সেকসারিয়া। সেইসঙ্গে তিনি জানিয়েছেন, মুনাফা বজায় রেখে আগামিদিনে যাতে টিসিএসের গ্রাফ যাতে আরও উপরের দিকে ওঠে, সেদিকেই জোর দেওয়া হচ্ছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
2 / 5
Published on Jul 14, 2025 07:04 pm IST
কতটা বেতন বাড়তে পারে টিসিএস কর্মীদের? ভারতের বৃহত্তম তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মীদের এবার কতটা বেতন বাড়বে, সে বিষয়ে সরাসরি কিছু জানাননি টিসিএসের চিফ ফিনান্সিয়াল অফিসার। তিনি জানিয়েছেন, সাধারণত বার্ষিক যে বেতন বৃদ্ধি হয়, তা ‘অপারেটিং প্রফিট’-কে ১.৫ শতাংশের মতো কমিয়ে দেয়। অর্থাৎ অন্যবারের মতো এবারও বেতন বাড়ানো হতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ফেসবুক Tata Consultancy Services)
3 / 5
Published on Jul 14, 2025 07:04 pm IST
সংবাদসংস্থা পিটিআইয়ের সাক্ষাৎকারে টিসিএসের সিএফও জানিয়েছেন, অন্যান্য প্রতিদ্বন্দ্বী তথ্যপ্রযুক্তি সংস্থার মতো নয় টিসিএস। কালেভদ্রেই নির্দিষ্ট সময়ের পরে বেতন বৃদ্ধি করার মতো সিদ্ধান্ত নেয়। কিন্তু এবার কবে টিসিএস কর্মচারীদের বেতন বৃদ্ধি পাবে, কবে বর্ধিত বেতন তাঁদের অ্যাকাউন্টে ঢুকবে, সে বিষয়ে বিস্তারিতভাবে কিছু জানাননি ভারতের বৃহত্তম তথ্যপ্রযুক্তি সংস্থার সিএফও। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ফেসবুক Tata Consultancy Services)
4 / 5
Published on Jul 14, 2025 07:04 pm IST
টিসিএসের চিফ ফিনান্সিয়াল অফিসার শুধুমাত্র বলেছেন, '(টিসিএস কর্মচারীদের) বেতন বৃদ্ধির দিকে যাওয়ার বিষয়টিকেই অগ্রাধিকার দিচ্ছি আমি।' সেইসঙ্গে তিনি জানিয়েছেন, মুনাফার পাশাপাশি আর্থিক বৃদ্ধির উপরেও জোর দিচ্ছে টিসিএস। আর্থিক বৃদ্ধি ছাড়াই মুনাফা এলে কোনও লাভ হবে না বলে জানিয়েছেন ভারতের বৃহত্তম তথ্যপ্রযুক্তি সংস্থার চিফ ফিনান্সিয়াল অফিসার। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ফেসবুক Tata Consultancy Services)
5 / 5
Published on Jul 14, 2025 07:04 pm IST
E-Paper

