Multibagger Stock Return: ১ লাখ টাকা দিয়ে মিলল ২ কোটি- ৫ বছরেই ঝড় তুলল এই শেয়ার, কোটিপতি করল আরও ২টি

Published on Jul 16, 2025 06:10 pm IST

পাঁচ বছরেই এক লাখ টাকা হয়ে গেল দু'কোটি টাকা - শেয়ার বাজারে মারকাটারি রিটার্ন দিল এই সংস্থা। তবে শুধু সেই সংস্থা নয়, আরও দুটি কোম্পানি শেয়ার বাজারে ঝড় তুলেছে। পাঁচ বছরে এক লাখ টাকার শেয়ারকে পরিণত করেছে এক কোটি টাকায়। আগামিদিনেও কি সেই উত্থান চলবে?

1 / 5
পিজি ইলেক্ট্রোপ্লাস্ট লিমিটেডের শেয়ার: ২০২০ সালের ১৭ জুলাই প্রতিটি শেয়ারের দাম ছিল চার টাকা। সেটা আজ ৮০০ টাকার গণ্ডি পেরিয়ে গিয়েছে। অর্থাৎ ২০,০০০ শতাংশের বেশি রিটার্ন দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, কেন্দ্র যে 'মেক ইন ইন্ডিয়া' কর্মসূচি নিয়েছে, তার ফলে ব্যাপকভাবে লাভবান হয়েছে ওই সংস্থা। আগামিদিনেও ভারতীয় সংস্থা উত্থানের রাস্তা বেশ প্রশস্ত। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ) expand-icon View Photos in a new improved layout
Published on Jul 16, 2025 06:10 pm IST

পিজি ইলেক্ট্রোপ্লাস্ট লিমিটেডের শেয়ার: ২০২০ সালের ১৭ জুলাই প্রতিটি শেয়ারের দাম ছিল চার টাকা। সেটা আজ ৮০০ টাকার গণ্ডি পেরিয়ে গিয়েছে। অর্থাৎ ২০,০০০ শতাংশের বেশি রিটার্ন দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, কেন্দ্র যে 'মেক ইন ইন্ডিয়া' কর্মসূচি নিয়েছে, তার ফলে ব্যাপকভাবে লাভবান হয়েছে ওই সংস্থা। আগামিদিনেও ভারতীয় সংস্থা উত্থানের রাস্তা বেশ প্রশস্ত। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)

2 / 5
ট্রান্সফর্মার ও রেকটিফায়ার (ইন্ডিয়া) লিমিটেড: পাঁচ বছরে ওই সংস্থার শেয়ারে ১০,০০০ শতাংশ রিটার্ন মিলেছে। ২০২০ সালের ১৫ জুলাই ট্রান্সফর্মার ও রেকটিফায়ারের প্রতিটি শেয়ারের দাম ছিল পাঁট টাকা। যা আজ ৫০০ টাকার গণ্ডি পার করে ফেলেছে। অর্থাৎ ২০২০ সালে এক লাখ টাকা লগ্নি করলে আজ রিটার্ন মিলবে এক কোটি টাকার মতো। যে সংস্থা ব্যবসায়িক দিক থেকে যথেষ্ট ভালো জায়গায় আছে বলে মত বিশেষজ্ঞদের। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) expand-icon View Photos in a new improved layout
Published on Jul 16, 2025 06:10 pm IST

ট্রান্সফর্মার ও রেকটিফায়ার (ইন্ডিয়া) লিমিটেড: পাঁচ বছরে ওই সংস্থার শেয়ারে ১০,০০০ শতাংশ রিটার্ন মিলেছে। ২০২০ সালের ১৫ জুলাই ট্রান্সফর্মার ও রেকটিফায়ারের প্রতিটি শেয়ারের দাম ছিল পাঁট টাকা। যা আজ ৫০০ টাকার গণ্ডি পার করে ফেলেছে। অর্থাৎ ২০২০ সালে এক লাখ টাকা লগ্নি করলে আজ রিটার্ন মিলবে এক কোটি টাকার মতো। যে সংস্থা ব্যবসায়িক দিক থেকে যথেষ্ট ভালো জায়গায় আছে বলে মত বিশেষজ্ঞদের। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)

3 / 5
এসজি ফিনসার্ভ লিমিটেড: ২০২২ সাল থেকে এপিএল অ্যাপেলো গ্রুপের মধ্যে চলে এসেছে এসজি ফিনসার্ভ লিমিটেড। তারইমধ্যে শেষ পাঁচ বছরে ওই সংস্থার শেয়ারের উত্থাপন হয়েছে ১৮,৩৪৮ শতাংশ। ২০২০ সালের ২২ জুলাইয়ে প্রতিটি শেয়ারের দাম ২.২ টাকা ছিল। যা এখন বৃদ্ধি পেয়ে ৪০০ টাকার মাইলস্টোন পেরিয়ে গিয়েছে। যে সংস্থা ব্যবসায়িক ক্ষেত্রে আগামিদিনে আরও বড়সড় লক্ষ্যমাত্রা নিয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) expand-icon View Photos in a new improved layout
Published on Jul 16, 2025 06:10 pm IST

এসজি ফিনসার্ভ লিমিটেড: ২০২২ সাল থেকে এপিএল অ্যাপেলো গ্রুপের মধ্যে চলে এসেছে এসজি ফিনসার্ভ লিমিটেড। তারইমধ্যে শেষ পাঁচ বছরে ওই সংস্থার শেয়ারের উত্থাপন হয়েছে ১৮,৩৪৮ শতাংশ। ২০২০ সালের ২২ জুলাইয়ে প্রতিটি শেয়ারের দাম ২.২ টাকা ছিল। যা এখন বৃদ্ধি পেয়ে ৪০০ টাকার মাইলস্টোন পেরিয়ে গিয়েছে। যে সংস্থা ব্যবসায়িক ক্ষেত্রে আগামিদিনে আরও বড়সড় লক্ষ্যমাত্রা নিয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)

4 / 5
আগামিদিনেও কি এরকম মারকাটারি রিটার্ন পাওয়া যাবে? বিশেষজ্ঞদের মতে, ব্যবসার পরিবেশ, আর্থিক শৃঙ্খলা, শিল্পের পরিস্থিতির মতো বিভিন্ন কারণে এরকম উত্থান হয়েছে তিনটি সংস্থার। অতীতে কাঁপিয়ে দিলেও আগামিদিনে শেয়ার বাজারে ওই তিনটি সংস্থার উত্থান কতটা হবে, তা নির্ভর করছে ধারাবাহিকতা, দক্ষতার উপরে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এপি) expand-icon View Photos in a new improved layout
Published on Jul 16, 2025 06:10 pm IST

আগামিদিনেও কি এরকম মারকাটারি রিটার্ন পাওয়া যাবে? বিশেষজ্ঞদের মতে, ব্যবসার পরিবেশ, আর্থিক শৃঙ্খলা, শিল্পের পরিস্থিতির মতো বিভিন্ন কারণে এরকম উত্থান হয়েছে তিনটি সংস্থার। অতীতে কাঁপিয়ে দিলেও আগামিদিনে শেয়ার বাজারে ওই তিনটি সংস্থার উত্থান কতটা হবে, তা নির্ভর করছে ধারাবাহিকতা, দক্ষতার উপরে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এপি)

5 / 5
মাত্র পাঁচ বছর - আর তাতেই একটি সংস্থার শেয়ার এক লাখ টাকা থেকে দু'কোটি টাকায় পরিণত হয়েছে। অর্থাৎ কেউ যদি পাঁচ বছর আগে (২০২০ সাল) ওই সংস্থায় এক লাখ টাকা বিনিয়োগ করে থাকেন, তাহলে আজ তাঁর ঝুলিতে দু'কোটি টাকা আছে। আরও কয়েকটি সংস্থা এরকম কোটি-কোটি টাকার রিটার্ন দিয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pexel) expand-icon View Photos in a new improved layout
Published on Jul 16, 2025 06:10 pm IST

মাত্র পাঁচ বছর - আর তাতেই একটি সংস্থার শেয়ার এক লাখ টাকা থেকে দু'কোটি টাকায় পরিণত হয়েছে। অর্থাৎ কেউ যদি পাঁচ বছর আগে (২০২০ সাল) ওই সংস্থায় এক লাখ টাকা বিনিয়োগ করে থাকেন, তাহলে আজ তাঁর ঝুলিতে দু'কোটি টাকা আছে। আরও কয়েকটি সংস্থা এরকম কোটি-কোটি টাকার রিটার্ন দিয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pexel)

SHARE
Story Saved
Live Score
Saved Articles
Following
My Reads
Sign out
Get App
crown-icon
Subscribe Now!