Vande Bharat Sleep Train in WB: বাংলায় বন্দে ভারত স্লিপার ট্রেন তৈরি করবে রোবট, কাজ হবে আরও দ্রুত, কবে আসবে?
Published on Jun 29, 2025 02:44 pm IST
পশ্চিমবঙ্গে বন্দে ভারত স্লিপার ট্রেনের উৎপাদনের কাজে রোবট ব্যবহার করা হবে। একটা বড় অংশের কাজ রোবটের সাহায্য করা হবে। কবে থেকে উৎপাদন শুরু হবে? কবে বন্দে ভারত স্লিপার ট্রেনের প্রোটোটাইপ আসবে? তা দেখে নিন।
1 / 5
Published on Jun 29, 2025 02:44 pm IST
রোবটের সাহায্যে উত্তরপাড়ায় বন্দে ভারত এক্সপ্রেসের স্লিপার ট্রেন তৈরি করবে টিটাগড় রেল সিস্টেমস লিমিটেড। ওই সংস্থার তরফে জানানো হয়েছে, রোবটের সাহায্যে বন্দে ভারতের স্লিপার কোচ তৈরি করার ফলে যেমন সময় বাঁচবে, তেমনই পুরো কাজটা আরও নিখুঁতভাবে হবে। আপাতত যা ঠিক হয়েছে, তাতে বড় একটা অংশের কাজে রোবট ব্যবহার করা হবে। (ছবি সৌজন্যে, রাজ শিন্ডে/হিন্দুস্তান টাইমস এবং দক্ষিণ রেল)
2 / 5
Published on Jun 29, 2025 02:44 pm IST
আপাতত যা ঠিক আছে, তাতে ২০২৫-২৬ অর্থবর্ষের মধ্যেই বন্দে ভারত এক্সপ্রেসের স্লিপার ট্রেনের প্রোটোটাইপ (নমুনা বা পরীক্ষামূলক রেক) তৈরি করা হবে। টিটাগড় রেল সিস্টেমস লিমিটেড সূত্রে খবর, সেই কাজটা শেষ হতে আগামী মার্চ হয়ে যাবে বলে অনুমান করা হচ্ছে। আর বন্দে ভারতের স্লিপার ট্রেনের কোচ উৎপাদন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রাজু শিন্ডে/হিন্দুস্তান টাইমস)
3 / 5
Published on Jun 29, 2025 02:44 pm IST
এমনিতে বন্দে ভারত স্লিপার ট্রেনের প্রোটাটাইপ তৈরির কাজ আগেই শেষ হয়ে গিয়েছে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (আইসিএফ)। রিপোর্ট অনুযায়ী, ট্রায়াল এবং পরীক্ষা-নিরীক্ষার জন্য ছয় মাস আগেই সেই প্রোটোটাইপ পাঠিয়ে দেওয়া হলেও এখনও পরিষেবা শুরুর অনুমতি মেলেনি। কবে পরিষেবা চালু হবে, তা এখনও স্পষ্ট নয় বলে রিপোর্টে জানানো হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4 / 5
Published on Jun 29, 2025 02:44 pm IST
রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারত হেভি ইলেক্ট্রিকালস লিমিটেডের (ভেল) সঙ্গে হাতে-হাত মিলিয়ে বন্দে ভারত স্লিপার ট্রেন তৈরি করবে টিটাগড় রেল সিস্টেমস। চার বছরে ৮০টি বন্দে ভারত স্লিপার ট্রেন তৈরির বরাত পেয়েছে। সেই চুক্তির মূল্য হল ৯,৬০০ কোটি টাকা। সেইসঙ্গে ১৩,৪০০ কোটি টাকার চুক্তিতে ৩৫ বছরের রক্ষণাবেক্ষণের বরাত পেয়েছে পশ্চিমবঙ্গের সংস্থা। (ছবিটি প্রতীকী সৌজন্যে এএফপি)
5 / 5
Published on Jun 29, 2025 02:44 pm IST
E-Paper

