UEFA Nations League Final: 'ওল্ড ইজ গোল্ড'- ফের প্রমাণ করলেন রোনাল্ডো, বুড়ো হাড়ের ভেল্কিতে আরও এক নেশনস লিগ পর্তুগালের

Published on Jun 09, 2025 07:18 am IST

তিনটি ফাইনালে উঠে দ্বিতীয় নেশনস লিগ ফাইনালে হার স্পেনের। এদিকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দ্বিতীয় নেশনস লিগ জয়। ১৭ বছরের ইয়ামালের বিরুদ্ধে বুড়ো হাড়ের ভেল্কি দেখিয়ে প্রমাণ করলেন - 'ওল্ড ইজ গোল্ড'।

1 / 5
নেশনস লিগের ফাইনালে স্পেন দুবার এগিয়ে গিয়েছিল। মার্টিন জুবিমেন্দি ২১ মিনিটে এগিয়ে দিয়েছিলেন স্পেনকে। তবে নুনো মেন্ডেজ এর ৫ মিনিট পরই গোল করে দলকে ম্যাচে ফেরান। তবে হাফটাইম বিরতির কিছু আগেই মিকেল ওইয়ারসাবাল ফের এগিয়ে দেন স্পেনকে। এরপর ৬১ মিনিটে পর্তুগিজ অধিনায়ক রোনাল্ডো নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ১৩৮তম গোলটি করে ফের একবার পর্তুগালকে ম্যাচে ফেরান। (REUTERS) expand-icon View Photos in a new improved layout
Published on Jun 09, 2025 07:18 am IST

নেশনস লিগের ফাইনালে স্পেন দুবার এগিয়ে গিয়েছিল। মার্টিন জুবিমেন্দি ২১ মিনিটে এগিয়ে দিয়েছিলেন স্পেনকে। তবে নুনো মেন্ডেজ এর ৫ মিনিট পরই গোল করে দলকে ম্যাচে ফেরান। তবে হাফটাইম বিরতির কিছু আগেই মিকেল ওইয়ারসাবাল ফের এগিয়ে দেন স্পেনকে। এরপর ৬১ মিনিটে পর্তুগিজ অধিনায়ক রোনাল্ডো নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ১৩৮তম গোলটি করে ফের একবার পর্তুগালকে ম্যাচে ফেরান। (REUTERS)

2 / 5
নেশনস লিগ ফাইনালটা অবশ্য শুধুমাত্র রোনাল্ডোময় ছিল না। পর্তুগালের সেরা খেলোয়াড়ও হয়ত তিনি ছিলেন না। পর্তুগিজদের হয়ে দুর্দান্ত খেলেছেন নুনো মেন্ডেজ। দলের প্রথম গোলটি তিনি করেছিলেন। দ্বিতীয় গোলটিতেও অনেকটা অবদান ছিল তাঁরই। নুনো মেন্ডেজের ক্রসই স্প্যানিশ ডিফেন্ডারের পায়ে লেগে বিপজ্জনক ভাবে ডি বক্সে পৌঁছায়। এবং শিকারির মতো সেই বলটির ওপর নজর রেখেছিলেন রোনাল্ডে। কোনও ভুল না করে সেটিকে জালে জড়ান সিআর৭। (AFP) expand-icon View Photos in a new improved layout
Published on Jun 09, 2025 07:18 am IST

নেশনস লিগ ফাইনালটা অবশ্য শুধুমাত্র রোনাল্ডোময় ছিল না। পর্তুগালের সেরা খেলোয়াড়ও হয়ত তিনি ছিলেন না। পর্তুগিজদের হয়ে দুর্দান্ত খেলেছেন নুনো মেন্ডেজ। দলের প্রথম গোলটি তিনি করেছিলেন। দ্বিতীয় গোলটিতেও অনেকটা অবদান ছিল তাঁরই। নুনো মেন্ডেজের ক্রসই স্প্যানিশ ডিফেন্ডারের পায়ে লেগে বিপজ্জনক ভাবে ডি বক্সে পৌঁছায়। এবং শিকারির মতো সেই বলটির ওপর নজর রেখেছিলেন রোনাল্ডে। কোনও ভুল না করে সেটিকে জালে জড়ান সিআর৭। (AFP)

3 / 5
তরুণ লেমিন ইয়ামাল বনাম বুড়ো ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর লড়াই হিসেবে দেখা হচ্ছিল এই ম্যাচটিকে। সেই ইউয়েফা নেশনস লিগ ফাইনালেই বুড়ো হাড়ে ভেল্কি দেখিয়ে নিজের জাত চেনালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ৪০ বছর বয়সে দলের হয়ে গোল করলেন। খেললেন প্রায় ৮৮ মিনিট। খেলার শেষের দিকে পায়ে বল না থাকা সত্ত্বেও ডিফেন্ডারদের ওপর যেভাবে চাপ সৃষ্টি করছিলেন, তাতেই যেন দম বন্ধ হয়ে উঠেছিল স্পেনের। (AP) expand-icon View Photos in a new improved layout
Published on Jun 09, 2025 07:18 am IST

তরুণ লেমিন ইয়ামাল বনাম বুড়ো ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর লড়াই হিসেবে দেখা হচ্ছিল এই ম্যাচটিকে। সেই ইউয়েফা নেশনস লিগ ফাইনালেই বুড়ো হাড়ে ভেল্কি দেখিয়ে নিজের জাত চেনালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ৪০ বছর বয়সে দলের হয়ে গোল করলেন। খেললেন প্রায় ৮৮ মিনিট। খেলার শেষের দিকে পায়ে বল না থাকা সত্ত্বেও ডিফেন্ডারদের ওপর যেভাবে চাপ সৃষ্টি করছিলেন, তাতেই যেন দম বন্ধ হয়ে উঠেছিল স্পেনের। (AP)

4 / 5
অনেকেই এই নেশনস লিগ ফাইনালটিকে ইয়ামালের ব্যালন ড'অরের টিকিট মনে করছিলেন। বিশেষ করে সেমিফাইনালে কিলিয়ান এমবাপের দলের বিরুদ্ধে তাঁর দুর্দান্ত পার্ফর্ম্যান্সের পরে। তবে রোনাল্ডোর সামনে তরুণ ইয়ামাল নিজের ম্যাজিক সেভাবে দেখাতে পারলেন না। মাঠে ইয়ামালের থেকে বেশ কয়েকবার বল ছিনিয়ে নি বা তাঁকে চার্জ করতে দেখা গিয়েছিল রোনাল্ডোকে। কিছু কিছু 'মুভ' দেখা গেলেও ফাইনালে সেভাবে নজর কাড়তে পারেননি ইয়ামাল। এখন দেখার ইয়ামাল নাকি ডেম্বেলের হাতে উঠবে ব্যালন ডি'অরের সোনালে বলের ট্রফিটি। (REUTERS) expand-icon View Photos in a new improved layout
Published on Jun 09, 2025 07:18 am IST

অনেকেই এই নেশনস লিগ ফাইনালটিকে ইয়ামালের ব্যালন ড'অরের টিকিট মনে করছিলেন। বিশেষ করে সেমিফাইনালে কিলিয়ান এমবাপের দলের বিরুদ্ধে তাঁর দুর্দান্ত পার্ফর্ম্যান্সের পরে। তবে রোনাল্ডোর সামনে তরুণ ইয়ামাল নিজের ম্যাজিক সেভাবে দেখাতে পারলেন না। মাঠে ইয়ামালের থেকে বেশ কয়েকবার বল ছিনিয়ে নি বা তাঁকে চার্জ করতে দেখা গিয়েছিল রোনাল্ডোকে। কিছু কিছু 'মুভ' দেখা গেলেও ফাইনালে সেভাবে নজর কাড়তে পারেননি ইয়ামাল। এখন দেখার ইয়ামাল নাকি ডেম্বেলের হাতে উঠবে ব্যালন ডি'অরের সোনালে বলের ট্রফিটি। (REUTERS)

5 / 5
এদিকে রোনাল্ডোর গোলেরর পরে আর কেউ নেটে বল জড়াতে পারেননি নির্ধারিত সময়ের মধ্যে। এর মধ্যে ইস্কোর একটি দুর্দান্ত শট বাঁদিকে ঝাঁপিয়ে বাঁচিয়েছিলেন পর্তুগিজ গোলরক্ষক দিওগো কোস্তা। এই আবহে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। তাতেও গোল করতে ব্যর্থ হয় দুই প্রতিবেশী দেশের কেউই। শুটআউট শুরু হয়। প্রথম তিনটি সুযোগের সবকটি কাজে লাগায় দুটি দলই। তবে আলভারো মোরাটা গোল মারতে পারেননি। শেষ পর্যন্ত পেনাল্টি শুটআউটে ৫-৩ ব্যবধানে হারল স্পেন। (AP) expand-icon View Photos in a new improved layout
Published on Jun 09, 2025 07:18 am IST

এদিকে রোনাল্ডোর গোলেরর পরে আর কেউ নেটে বল জড়াতে পারেননি নির্ধারিত সময়ের মধ্যে। এর মধ্যে ইস্কোর একটি দুর্দান্ত শট বাঁদিকে ঝাঁপিয়ে বাঁচিয়েছিলেন পর্তুগিজ গোলরক্ষক দিওগো কোস্তা। এই আবহে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। তাতেও গোল করতে ব্যর্থ হয় দুই প্রতিবেশী দেশের কেউই। শুটআউট শুরু হয়। প্রথম তিনটি সুযোগের সবকটি কাজে লাগায় দুটি দলই। তবে আলভারো মোরাটা গোল মারতে পারেননি। শেষ পর্যন্ত পেনাল্টি শুটআউটে ৫-৩ ব্যবধানে হারল স্পেন। (AP)

SHARE
Story Saved
Live Score
Saved Articles
Following
My Reads
Sign out
Get App
crown-icon
Subscribe Now!