Trump on Intelligence Report on Iran Attack: ইরানে ফেল আমেরিকা? 'গোয়েন্দা রিপোর্টে' নাক কাটতেই বিস্ফোরক ট্রাম্প

Published on Jun 25, 2025 08:49 am IST

ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইসফাহান নামের তিনটি পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছিল আমেরিকা। এরপরই ট্রাম্প দাবি করেছিলেন, সেই সব পরমাণু কেন্দ্র পুরো ধুলোয় মিশে গিয়েছে। তবে স্যাটেলাইট চিত্রে উঠে আসে অন্য তথ্য। এরই মাঝে মার্কিন গোয়েন্দা রিপোর্টেও অস্বস্তিতে ট্রাম্প।

1 / 5
ইরানে বোমা ফেলেই ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, সেই দেশের পরমাণু কর্মসূচি পুরোপুরি খতম করে দিয়েছে আমেরিকা। যদিও এরপরে ইরান সেই দাবি খারিজ করে। এদিকে সম্প্রতি সিএনএন-এ একটি রিপোর্টে দাবি করা হয়, মার্কিন গোয়েন্দাদের মূল্যায়নে নাকি দাবি করা হয়েছে, মার্কিন হামলায় ইরানের পরমাণু কেন্দ্রগুলি পুরোপুরি ধ্বংস হয়নি। এই নিয়ে চরম বিতর্ক তৈরি হয়েছে। আর তার মাঝেই এবার মুখ খুললেন ট্রাম্প স্বয়ং। (AFP) expand-icon View Photos in a new improved layout
Published on Jun 25, 2025 08:49 am IST

ইরানে বোমা ফেলেই ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, সেই দেশের পরমাণু কর্মসূচি পুরোপুরি খতম করে দিয়েছে আমেরিকা। যদিও এরপরে ইরান সেই দাবি খারিজ করে। এদিকে সম্প্রতি সিএনএন-এ একটি রিপোর্টে দাবি করা হয়, মার্কিন গোয়েন্দাদের মূল্যায়নে নাকি দাবি করা হয়েছে, মার্কিন হামলায় ইরানের পরমাণু কেন্দ্রগুলি পুরোপুরি ধ্বংস হয়নি। এই নিয়ে চরম বিতর্ক তৈরি হয়েছে। আর তার মাঝেই এবার মুখ খুললেন ট্রাম্প স্বয়ং। (AFP)

2 / 5
মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার (ডিআইএ) প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পারমাণবিক সক্ষমতা মাত্র কয়েক মাস পিছিয়ে গেছে মার্কিন হামলায়। তা পুরোপুরি নির্মূল করা হয়নি। মূল্যায়ন অনুসারে, ২২ জুনের হামলায় ফোরদো, নাতাঞ্জ এবং ইসফাহানের সাইটগুলিতে যথেষ্ট ক্ষতি হয়েছে। তবে ইরানের পারমাণবিক পরিকাঠামো মূলত অক্ষত রয়েছে। (AFP) expand-icon View Photos in a new improved layout
Published on Jun 25, 2025 08:49 am IST

মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার (ডিআইএ) প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পারমাণবিক সক্ষমতা মাত্র কয়েক মাস পিছিয়ে গেছে মার্কিন হামলায়। তা পুরোপুরি নির্মূল করা হয়নি। মূল্যায়ন অনুসারে, ২২ জুনের হামলায় ফোরদো, নাতাঞ্জ এবং ইসফাহানের সাইটগুলিতে যথেষ্ট ক্ষতি হয়েছে। তবে ইরানের পারমাণবিক পরিকাঠামো মূলত অক্ষত রয়েছে। (AFP)

3 / 5
ট্রাম্প এবং ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এর আগে প্রকাশ্যে দাবি করেছিলেন যে ইরানের পরমাণু সক্ষমতা পুরোপুরি ধুলোয় মিশিয়েছে তারা। তবে তাঁদের সেই দাবির বিরোধিতা করা হয় মার্কিন গোয়েন্দা রিপোর্টে। আর এরপরই ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে প্রতিবেদনটি ভুয়া এবং সামরিক হামলার লক্ষ্য পূরণ হয়েছে। (via REUTERS) expand-icon View Photos in a new improved layout
Published on Jun 25, 2025 08:49 am IST

ট্রাম্প এবং ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এর আগে প্রকাশ্যে দাবি করেছিলেন যে ইরানের পরমাণু সক্ষমতা পুরোপুরি ধুলোয় মিশিয়েছে তারা। তবে তাঁদের সেই দাবির বিরোধিতা করা হয় মার্কিন গোয়েন্দা রিপোর্টে। আর এরপরই ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে প্রতিবেদনটি ভুয়া এবং সামরিক হামলার লক্ষ্য পূরণ হয়েছে। (via REUTERS)

4 / 5
এই আবহে ডোনাল্ড ট্রাম্প নিজের পোস্টে লেখেন, 'ভুয়ো খবর প্রকাশ করে সিএনএন এবং নিউ ইয়র্ক টাইমস ইতিহাসের অন্যতম সফল সামরিক হামলাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টায় একত্রিত হয়েছে। ইরানের পরমাণু স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে! টাইমস এবং সিএনএন উভয়ই জনসাধারণের দ্বারা সমালোচিত হচ্ছে।' (Bloomberg) expand-icon View Photos in a new improved layout
Published on Jun 25, 2025 08:49 am IST

এই আবহে ডোনাল্ড ট্রাম্প নিজের পোস্টে লেখেন, 'ভুয়ো খবর প্রকাশ করে সিএনএন এবং নিউ ইয়র্ক টাইমস ইতিহাসের অন্যতম সফল সামরিক হামলাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টায় একত্রিত হয়েছে। ইরানের পরমাণু স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে! টাইমস এবং সিএনএন উভয়ই জনসাধারণের দ্বারা সমালোচিত হচ্ছে।' (Bloomberg)

5 / 5
এদিকে এই রিপোর্টের পরিপ্রেক্ষিতে হোয়াইট হাউস বলেছে যে মার্কিন গোয়েন্দাদের এই মূল্যায়নটি 'পুরোপুরি ভুল'। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক বিবৃতিতে বলেন, 'এই কথিত মূল্যায়ন ফাঁস করা প্রেসিডেন্ট ট্রাম্পকে হেয় করার প্রচেষ্টা। ইরানের পারমাণবিক কর্মসূচি নিশ্চিহ্ন করার জন্য নিখুঁতভাবে কাজ করেছেন আমেরিকার সাহসী যোদ্ধা পাইলটরা। তাঁদের বদনাম করার একটি অপচেষ্টা চলছে। লক্ষ্যবস্তুতে যখন ১৪টি ৩০ হাজার পাউন্ডের বোমা নিখুঁতভাবে ফেলা হয়, তখন কী ঘটে, তা সবাই জানে: সম্পূর্ণ বিলুপ্তি।' (REUTERS) expand-icon View Photos in a new improved layout
Published on Jun 25, 2025 08:49 am IST

এদিকে এই রিপোর্টের পরিপ্রেক্ষিতে হোয়াইট হাউস বলেছে যে মার্কিন গোয়েন্দাদের এই মূল্যায়নটি 'পুরোপুরি ভুল'। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক বিবৃতিতে বলেন, 'এই কথিত মূল্যায়ন ফাঁস করা প্রেসিডেন্ট ট্রাম্পকে হেয় করার প্রচেষ্টা। ইরানের পারমাণবিক কর্মসূচি নিশ্চিহ্ন করার জন্য নিখুঁতভাবে কাজ করেছেন আমেরিকার সাহসী যোদ্ধা পাইলটরা। তাঁদের বদনাম করার একটি অপচেষ্টা চলছে। লক্ষ্যবস্তুতে যখন ১৪টি ৩০ হাজার পাউন্ডের বোমা নিখুঁতভাবে ফেলা হয়, তখন কী ঘটে, তা সবাই জানে: সম্পূর্ণ বিলুপ্তি।' (REUTERS)

SHARE
Story Saved
Live Score
Saved Articles
Following
My Reads
Sign out
Get App
crown-icon
Subscribe Now!