IT office in Kolkata: ১২০০ কোটি টাকা লগ্নি, ৫০০০-র বেশি চাকরি, কলকাতায় IT ক্যাম্পাস আরও ১ বড় সংস্থা

Published on Jul 01, 2025 02:40 pm IST

দিনকয়েক আগেই টাটা কনসালটেন্সি সার্ভিসেসের (টিসিএস) নয়া ক্যাম্পাসের ঘোষণা করা হয়েছে। এবার কলকাতায় আরও একটি বড় কোম্পানির তথ্যপ্রযুক্তি এবং তথ্যপ্রযুক্তি-নির্ভর পরিষেবা ক্যাম্পাসের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

1 / 5
সেই ক্যাম্পাসে তিনটি মূল বিল্ডিং আছে - গগনচুম্বী অফিস টাওয়ার, একটি ব্যবসা সহায়ক কেন্দ্র (বিজনেস সাপোর্ট সেন্টার) এবং একটি নলেজ সেন্টার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সবমিলিয়ে আইটিসি যে ক্যাম্পাস গড়ে তুলছে, তাতে মোট ১,২০০ কোটি টাকার মতো বিনিয়োগ করছে। আর সেই ক্যাম্পাসের হাত ধরে প্রত্যক্ষভাবে ৫,০০০-র বেশি কর্মসংস্থান তৈরি হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ফেসবুক ITC Infotech) expand-icon View Photos in a new improved layout
Published on Jul 01, 2025 02:40 pm IST

সেই ক্যাম্পাসে তিনটি মূল বিল্ডিং আছে - গগনচুম্বী অফিস টাওয়ার, একটি ব্যবসা সহায়ক কেন্দ্র (বিজনেস সাপোর্ট সেন্টার) এবং একটি নলেজ সেন্টার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সবমিলিয়ে আইটিসি যে ক্যাম্পাস গড়ে তুলছে, তাতে মোট ১,২০০ কোটি টাকার মতো বিনিয়োগ করছে। আর সেই ক্যাম্পাসের হাত ধরে প্রত্যক্ষভাবে ৫,০০০-র বেশি কর্মসংস্থান তৈরি হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ফেসবুক ITC Infotech)

2 / 5
তারইমধ্যে নিউ টাউনে আইটিসির তথ্যপ্রযুক্তি ক্যাম্পাসকে সুরক্ষা সংক্রান্ত শংসাপত্র প্রদানের পরে মুখ্যমন্ত্রী দাবি করেছেন, শীঘ্রই সেখানে কাজকর্ম চালু হয়ে যাবে। যা পশ্চিমবঙ্গের অগ্রগতির প্রতীক হয়ে উঠবে। ভারত তো বটেই, বিশ্বের মানচিত্রে ডিজিটাল এবং প্রযুক্তি-নির্ভর কর্মকাণ্ডের জন্য সকলের কাছে পছন্দের জায়গা হয়ে উঠবে পশ্চিমবঙ্গ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ) expand-icon View Photos in a new improved layout
Published on Jul 01, 2025 02:40 pm IST

তারইমধ্যে নিউ টাউনে আইটিসির তথ্যপ্রযুক্তি ক্যাম্পাসকে সুরক্ষা সংক্রান্ত শংসাপত্র প্রদানের পরে মুখ্যমন্ত্রী দাবি করেছেন, শীঘ্রই সেখানে কাজকর্ম চালু হয়ে যাবে। যা পশ্চিমবঙ্গের অগ্রগতির প্রতীক হয়ে উঠবে। ভারত তো বটেই, বিশ্বের মানচিত্রে ডিজিটাল এবং প্রযুক্তি-নির্ভর কর্মকাণ্ডের জন্য সকলের কাছে পছন্দের জায়গা হয়ে উঠবে পশ্চিমবঙ্গ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)

3 / 5
আইটিসি ইনফোটেক যে কলকাতাকে নিজেদের হৃদপিণ্ড করে তুলতে চাইছে, তা আগেই ঘোষণা করা হয়েছিল। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের আগে গত জানুয়ারিতে আইটিসির তরফে জানানো হয়েছিল, সার্বিকভাবে ভৌগোলিক অবস্থান, রাজ্য সরকারের সহায়তা এবং প্রচুর দক্ষ কর্মচারীর জন্য কলকাতাকে মধ্যমণি করে নিজেদের বহর বাড়নোর পরিকল্পনা করা হচ্ছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ফেসবুক ITC Infotech) expand-icon View Photos in a new improved layout
Published on Jul 01, 2025 02:40 pm IST

আইটিসি ইনফোটেক যে কলকাতাকে নিজেদের হৃদপিণ্ড করে তুলতে চাইছে, তা আগেই ঘোষণা করা হয়েছিল। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের আগে গত জানুয়ারিতে আইটিসির তরফে জানানো হয়েছিল, সার্বিকভাবে ভৌগোলিক অবস্থান, রাজ্য সরকারের সহায়তা এবং প্রচুর দক্ষ কর্মচারীর জন্য কলকাতাকে মধ্যমণি করে নিজেদের বহর বাড়নোর পরিকল্পনা করা হচ্ছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ফেসবুক ITC Infotech)

4 / 5
তথ্যপ্রযুক্তি ক্যাম্পাসের পাশাপাশি পশ্চিমবঙ্গে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করছে আইটিসি। সূত্রের খবর, ২০২৮-২০২৯ সালের মধ্যে হোটেল, পরিষেবা, কৃষি, উৎপাদনের মতো বিভিন্ন ক্ষেত্রে ১,৮০০ কোটি টাকার মতো বিনিয়োগের পরিকল্পনা করা হচ্ছে। বাড়ানো হচ্ছে হোটেলের সংখ্যা। পশ্চিমবঙ্গে যে কারখানা আছে, সেগুলির উৎপাদন ক্ষমতা আরও বাড়ানোর পরিকল্পনাও করা হয়েছে বলে সূত্রের খবর। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ফেসবুক ITC Infotech) expand-icon View Photos in a new improved layout
Published on Jul 01, 2025 02:40 pm IST

তথ্যপ্রযুক্তি ক্যাম্পাসের পাশাপাশি পশ্চিমবঙ্গে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করছে আইটিসি। সূত্রের খবর, ২০২৮-২০২৯ সালের মধ্যে হোটেল, পরিষেবা, কৃষি, উৎপাদনের মতো বিভিন্ন ক্ষেত্রে ১,৮০০ কোটি টাকার মতো বিনিয়োগের পরিকল্পনা করা হচ্ছে। বাড়ানো হচ্ছে হোটেলের সংখ্যা। পশ্চিমবঙ্গে যে কারখানা আছে, সেগুলির উৎপাদন ক্ষমতা আরও বাড়ানোর পরিকল্পনাও করা হয়েছে বলে সূত্রের খবর। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ফেসবুক ITC Infotech)

5 / 5
কলকাতায় আইটিসি লিমিটেডের তথ্যপ্রযুক্তি এবং তথ্যপ্রযুক্তি-নির্ভর পরিষেবা ক্যাম্পাসে অনুমোদন দিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, নিউ টাউনের অ্যাকশন এরিয়া থ্রি'তে আইটিসি লিমিটেডের বিশ্বমানের ক্যাম্পাস তৈরির ১৭ একরের জমি বরাদ্দ করেছে হিডকো। এবার সেই সংস্থাকে সুরক্ষা সংক্রান্ত শংসাপত্র (অকুপেন্সি সার্টিফিকেট) দিয়েছে নিউ টাউন কলকাতা ডেভলপমেন্ট অথরিটি (এনকেডিএ)। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিক্সেল) expand-icon View Photos in a new improved layout
Published on Jul 01, 2025 02:40 pm IST

কলকাতায় আইটিসি লিমিটেডের তথ্যপ্রযুক্তি এবং তথ্যপ্রযুক্তি-নির্ভর পরিষেবা ক্যাম্পাসে অনুমোদন দিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, নিউ টাউনের অ্যাকশন এরিয়া থ্রি'তে আইটিসি লিমিটেডের বিশ্বমানের ক্যাম্পাস তৈরির ১৭ একরের জমি বরাদ্দ করেছে হিডকো। এবার সেই সংস্থাকে সুরক্ষা সংক্রান্ত শংসাপত্র (অকুপেন্সি সার্টিফিকেট) দিয়েছে নিউ টাউন কলকাতা ডেভলপমেন্ট অথরিটি (এনকেডিএ)। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিক্সেল)

SHARE
Story Saved
Live Score
Saved Articles
Following
My Reads
Sign out
Get App
crown-icon
Subscribe Now!