Shubhanshu Shukla's Axiom-4 launch: ৪১ বছরের অপেক্ষা আরও দীর্ঘায়িত হল, কেন শুভাংশুর মহাকাশ যাত্রা পিছিয়ে গেল ফের?

Published on Jun 10, 2025 10:54 am IST

অ্যাক্সিওম -৪ মিশনের উৎক্ষেপণটি ১০ জুনের বদলে ১১ জুন হবে। এর আগে ৮ জুন অভিযানটি উৎক্ষেপণের কথা। এই মিশনে শূন্য মাধ্যাকর্ষণে গবেষণার কাজ করবেন মহাকাশচারীরা।

1 / 5
ভারতীয় মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা অ্যাক্সিওম-৪ মিশনের উৎক্ষেপণ স্থগিত করা হয়েছে। মঙ্গলবার শুভাংশুর মহাকাশে উড়ে যাওয়ার কথা থাকলেও মিশনটি পিছিয়ে যাচ্ছে। ১৯৮৪ সালে সোভিয়েত রাশিয়ার সয়ুজ মহাকাশযানে রাকেশ শর্মার ঐতিহাসিক মিশনের ৪১ বছর পর শুক্লা দ্বিতীয় ভারতীয় নভোচারী হিসেবে মহাকাশে যেতে চলেছেন। (HT_PRINT) expand-icon View Photos in a new improved layout
Published on Jun 10, 2025 10:54 am IST

ভারতীয় মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা অ্যাক্সিওম-৪ মিশনের উৎক্ষেপণ স্থগিত করা হয়েছে। মঙ্গলবার শুভাংশুর মহাকাশে উড়ে যাওয়ার কথা থাকলেও মিশনটি পিছিয়ে যাচ্ছে। ১৯৮৪ সালে সোভিয়েত রাশিয়ার সয়ুজ মহাকাশযানে রাকেশ শর্মার ঐতিহাসিক মিশনের ৪১ বছর পর শুক্লা দ্বিতীয় ভারতীয় নভোচারী হিসেবে মহাকাশে যেতে চলেছেন। (HT_PRINT)

2 / 5
এএক্স-৪ মহাকাশযানে করে ভারত, পোল্যান্ড ও হাঙ্গেরির নভোচারীরা মহাকাশে যাবেন। তিনটি দেশের জন্যই এটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে তাদের প্রথম মিশন। অ্যাক্সিওম স্পেসের এটি চতুর্থ বেসরকারি নভোচারী মিশন হওয়ার কথা। ৭০ মিলিয়ম ডলার মূল্যের একটি চুক্তির অংশ হিসেবে এই মিশনে যাবেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু। কিন্তু কেন মিশন পিছিয়ে দেওয়া হল? (ANI) expand-icon View Photos in a new improved layout
Published on Jun 10, 2025 10:54 am IST

এএক্স-৪ মহাকাশযানে করে ভারত, পোল্যান্ড ও হাঙ্গেরির নভোচারীরা মহাকাশে যাবেন। তিনটি দেশের জন্যই এটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে তাদের প্রথম মিশন। অ্যাক্সিওম স্পেসের এটি চতুর্থ বেসরকারি নভোচারী মিশন হওয়ার কথা। ৭০ মিলিয়ম ডলার মূল্যের একটি চুক্তির অংশ হিসেবে এই মিশনে যাবেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু। কিন্তু কেন মিশন পিছিয়ে দেওয়া হল? (ANI)

3 / 5
এই মিশন নিয়ে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যারোনটিকস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা) এক বিবৃতিতে জানিয়েছে, 'স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেটে (ড্রাগন ক্যাপসুলে) করে নভোচারীরা কক্ষপথের পরীক্ষাগারে যাবেন। ডকিংয়ের সময় বুধবার ১১ জুন মার্কিন সময় প্রায় দুপুর ১২টা ৩০ মিনিট (ভারতীয় সময় রাত ১০টা আইএসটি)।' (AFP) expand-icon View Photos in a new improved layout
Published on Jun 10, 2025 10:54 am IST

এই মিশন নিয়ে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যারোনটিকস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা) এক বিবৃতিতে জানিয়েছে, 'স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেটে (ড্রাগন ক্যাপসুলে) করে নভোচারীরা কক্ষপথের পরীক্ষাগারে যাবেন। ডকিংয়ের সময় বুধবার ১১ জুন মার্কিন সময় প্রায় দুপুর ১২টা ৩০ মিনিট (ভারতীয় সময় রাত ১০টা আইএসটি)।' (AFP)

4 / 5
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) সোমবার ঘোষণা করেছে যে 'প্রতিকূল আবহাওয়ার' কারণে অ্যাক্সিওম -৪ মিশনের উৎক্ষেপণটি ১০ জুনের বদলে ১১ জুন হবে। এর আগে ৮ জুন অভিযানটি উৎক্ষেপণের কথা। তখনও মিশনটি পিছিয়ে দেওয়া হয়েছিল। এই মিশনে শূন্য মাধ্যাকর্ষণে গবেষণার কাজ করবেন মহাকাশচারীরা। (AFP) expand-icon View Photos in a new improved layout
Published on Jun 10, 2025 10:54 am IST

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) সোমবার ঘোষণা করেছে যে 'প্রতিকূল আবহাওয়ার' কারণে অ্যাক্সিওম -৪ মিশনের উৎক্ষেপণটি ১০ জুনের বদলে ১১ জুন হবে। এর আগে ৮ জুন অভিযানটি উৎক্ষেপণের কথা। তখনও মিশনটি পিছিয়ে দেওয়া হয়েছিল। এই মিশনে শূন্য মাধ্যাকর্ষণে গবেষণার কাজ করবেন মহাকাশচারীরা। (AFP)

5 / 5
শুভাংশু শুক্লা এএক্স৪ মিশনের পাইলট হবেন এবং মিশন কমান্ডার পেগি হুইটসন, হাঙ্গেরির বিশেষজ্ঞ টিবর কাপু এবং পোল্যান্ডের স্লাওস উজনানস্কি-উইসনিউস্কিও তাঁর সঙ্গে এই মিশনে থাকবেন। এই মিশনের আগে শুভাংশু শুক্লাকে প্রায় ১০০০ ঘণ্টার কঠোর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। (REUTERS) expand-icon View Photos in a new improved layout
Published on Jun 10, 2025 10:54 am IST

শুভাংশু শুক্লা এএক্স৪ মিশনের পাইলট হবেন এবং মিশন কমান্ডার পেগি হুইটসন, হাঙ্গেরির বিশেষজ্ঞ টিবর কাপু এবং পোল্যান্ডের স্লাওস উজনানস্কি-উইসনিউস্কিও তাঁর সঙ্গে এই মিশনে থাকবেন। এই মিশনের আগে শুভাংশু শুক্লাকে প্রায় ১০০০ ঘণ্টার কঠোর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। (REUTERS)

SHARE
Story Saved
Live Score
Saved Articles
Following
My Reads
Sign out
Get App
crown-icon
Subscribe Now!