ZIM vs SA Latest Update: লারা কিংবদন্তি, তাই ৪০০ রানের রেকর্ড ভাঙতে চাইনি, ফের একই করব, সাফ কথা মাল্ডারের

Published on Jul 07, 2025 10:50 pm IST

টেস্টের ইতিহাসে ব্রায়ান লারার রেকর্ড ভেঙে যাবে - একটা সময় এমনই মনে হয়েছিল। কিন্তু অপরাজিত ৩৬৭ রানে থাকা অবস্থায় ইনিংস ডিক্লেয়ার করে দেন উইয়ান মাল্ডার। আর কেন সেই কাজটা করেছেন, সেটার ব্যাখ্যা করলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক।

1 / 5
ব্রায়ান লারার রেকর্ড ভাঙতে মাত্র ৩৪ রান দরকার ছিল। টেস্টের ইতিহাসে সর্বোচ্চ রানের মালিক হয়ে যেতেন। দ্বিতীয় ব্যাটার হিসেবে ৪০০ রান করার সুযোগ ছিল। যেরকম ছন্দে ব্যাট করছিলেন, তাতে উইয়ান মাল্ডার যে ইতিহাস গড়ে ফেলতেন, তা নিয়ে সন্দেহ ছিল। কিন্তু অপরাজিত ৩৬৭ রানে খেলা অবস্থায় ইনিংস ডিক্লেয়ার করে দেয় দক্ষিণ আফ্রিকা। আর ক্যাপ্টেন হলেন খোদ মাল্ডার। (ছবি সৌজন্যে ICC এবং Wimbledon) expand-icon View Photos in a new improved layout
Published on Jul 07, 2025 10:50 pm IST

ব্রায়ান লারার রেকর্ড ভাঙতে মাত্র ৩৪ রান দরকার ছিল। টেস্টের ইতিহাসে সর্বোচ্চ রানের মালিক হয়ে যেতেন। দ্বিতীয় ব্যাটার হিসেবে ৪০০ রান করার সুযোগ ছিল। যেরকম ছন্দে ব্যাট করছিলেন, তাতে উইয়ান মাল্ডার যে ইতিহাস গড়ে ফেলতেন, তা নিয়ে সন্দেহ ছিল। কিন্তু অপরাজিত ৩৬৭ রানে খেলা অবস্থায় ইনিংস ডিক্লেয়ার করে দেয় দক্ষিণ আফ্রিকা। আর ক্যাপ্টেন হলেন খোদ মাল্ডার। (ছবি সৌজন্যে ICC এবং Wimbledon)

2 / 5
আর কেন সেই কাজটা করেছেন, তা ব্যাখ্যা করলেন মাল্ডার। তাঁর কথায়, ‘প্রথমত, আমার মনে হয়েছিল যে আমাদের হাতে পর্যাপ্ত রান আছে। আর আমাদের বল করার দরকার ছিল। দ্বিতীয়ত, ব্রায়ান লারা হলেন কিংবদন্তি। ওরকম মাপের একজনের ঝুলিতেই ওই রেকর্ড থাকা উচিত। আমি যদি আবারও রেকর্ড ভাঙার সুযোগ পাই, তাহলেও আমি একই কাজ করব।’ (ছবি সৌজন্যে ICC) expand-icon View Photos in a new improved layout
Published on Jul 07, 2025 10:50 pm IST

আর কেন সেই কাজটা করেছেন, তা ব্যাখ্যা করলেন মাল্ডার। তাঁর কথায়, ‘প্রথমত, আমার মনে হয়েছিল যে আমাদের হাতে পর্যাপ্ত রান আছে। আর আমাদের বল করার দরকার ছিল। দ্বিতীয়ত, ব্রায়ান লারা হলেন কিংবদন্তি। ওরকম মাপের একজনের ঝুলিতেই ওই রেকর্ড থাকা উচিত। আমি যদি আবারও রেকর্ড ভাঙার সুযোগ পাই, তাহলেও আমি একই কাজ করব।’ (ছবি সৌজন্যে ICC)

3 / 5
দক্ষিণ আফ্রিকায় যখন প্রথম ইনিংস ডিক্লেয়ার করে দেয়, সেইসময় প্রোটিয়াদের স্কোর ছিল পাঁচ উইকেটে ৬২৬ রান। তারপর ব্যাট করতে নেমে ১৭০ রানেই অল-আউট হয়ে যায় জিম্বাবোয়ে। সেই পরিস্থিতিতে ফলো-অন করানোর সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে জিম্বাবোয়ের স্কোর এক উইকটে ৫১ রান। দ্বিতীয় দিনের শেষে ৪০৫ রানে পিছিয়ে আছে জিম্বাবোয়ে। (ছবি সৌজন্যে ICC) expand-icon View Photos in a new improved layout
Published on Jul 07, 2025 10:50 pm IST

দক্ষিণ আফ্রিকায় যখন প্রথম ইনিংস ডিক্লেয়ার করে দেয়, সেইসময় প্রোটিয়াদের স্কোর ছিল পাঁচ উইকেটে ৬২৬ রান। তারপর ব্যাট করতে নেমে ১৭০ রানেই অল-আউট হয়ে যায় জিম্বাবোয়ে। সেই পরিস্থিতিতে ফলো-অন করানোর সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে জিম্বাবোয়ের স্কোর এক উইকটে ৫১ রান। দ্বিতীয় দিনের শেষে ৪০৫ রানে পিছিয়ে আছে জিম্বাবোয়ে। (ছবি সৌজন্যে ICC)

4 / 5
তারইমধ্যে মাল্ডার বলেন, 'আজ ব্রেকফাস্টের সময় কেউ বলছিল যে টেস্ট অভিষেকে অধিনায়কদের মধ্যে সর্বোচ্চ স্কোর হল ২৭৭ রান। তাই ওটা প্রথম হার্ডল ছিল। আমি হাশের (হাশিম আমলা) রেকর্ড পরিয়ে যাই। তখনও আমি বুঝতে পারি যে আমি ৩১২ রান করে ফেলেছি।' উল্লেখ্য, অধিনায়ক হিসেবে টেস্টে সর্বোচ্চ রানের নজির গড়ে ফেলেছেন মাল্ডার। (ছবি সৌজন্যে এক্স) expand-icon View Photos in a new improved layout
Published on Jul 07, 2025 10:50 pm IST

তারইমধ্যে মাল্ডার বলেন, 'আজ ব্রেকফাস্টের সময় কেউ বলছিল যে টেস্ট অভিষেকে অধিনায়কদের মধ্যে সর্বোচ্চ স্কোর হল ২৭৭ রান। তাই ওটা প্রথম হার্ডল ছিল। আমি হাশের (হাশিম আমলা) রেকর্ড পরিয়ে যাই। তখনও আমি বুঝতে পারি যে আমি ৩১২ রান করে ফেলেছি।' উল্লেখ্য, অধিনায়ক হিসেবে টেস্টে সর্বোচ্চ রানের নজির গড়ে ফেলেছেন মাল্ডার। (ছবি সৌজন্যে এক্স)

5 / 5
সেইসঙ্গে প্রোটিয়া অধিনায়ক দাবি করেন, তাঁর সঙ্গে সহমত পোষণ করেন দক্ষিণ আফ্রিকার হেড কোচ শুক্রি কনরাডও। তাই অপরাজিত ৩৬৭ রানে থাকা অবস্থায় ইনিংস ডিক্লেয়ার করে দেন। মাল্ডারের কথায়, ‘আমি শুকসের (শুক্রি কনরাড) সঙ্গে কথা বলেছিলাম। ওরও একই মনে হয়েছিল। ব্রায়ান লারা একজন কিংবদন্তি। আর তাই ওঁনার কাছেই সেই রেকর্ড থাকা উচিত (বলে মনে হয়েছে আমাদের)।’ (ছবি সৌজন্যে এপি) expand-icon View Photos in a new improved layout
Published on Jul 07, 2025 10:50 pm IST

সেইসঙ্গে প্রোটিয়া অধিনায়ক দাবি করেন, তাঁর সঙ্গে সহমত পোষণ করেন দক্ষিণ আফ্রিকার হেড কোচ শুক্রি কনরাডও। তাই অপরাজিত ৩৬৭ রানে থাকা অবস্থায় ইনিংস ডিক্লেয়ার করে দেন। মাল্ডারের কথায়, ‘আমি শুকসের (শুক্রি কনরাড) সঙ্গে কথা বলেছিলাম। ওরও একই মনে হয়েছিল। ব্রায়ান লারা একজন কিংবদন্তি। আর তাই ওঁনার কাছেই সেই রেকর্ড থাকা উচিত (বলে মনে হয়েছে আমাদের)।’ (ছবি সৌজন্যে এপি)

SHARE
Story Saved
Live Score
Saved Articles
Following
My Reads
Sign out
Get App
crown-icon
Subscribe Now!