Satyajit Ray Ancestral Home Update: ওপারে ইউনুস সরকার ভাঙছে পূর্বপুরুষের বাড়ি, এপারে কী বলছেন সত্যজিৎ পুত্র সন্দীপ?

মঙ্গলবার ভারত সরকার জানিয়েছে যে তারা বাংলাদেশের ময়মনসিংহে সত্যজিৎ রায়ের পৈতৃক সম্পত্তি মেরামত ও পুনর্নির্মাণের জন্য বাংলাদেশ সরকারের সাথে সহযোগিতা করতে ইচ্ছুক।

Published on: Jul 16, 2025 12:22 PM IST
By ,
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বাংলাদেশে সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের বাড়ি ভেঙে ফেলে সেখানে নতুন শিশু অ্যাকাডেমি তৈরির সিদ্ধান্ত নিয়ে মহম্মদ ইউনুসের সরকার। ময়মনসিংহের হরিকিশোর রায় চৌধুরী রোডে অবস্থিত উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর স্মৃতিবিজড়িত এই বাড়িটি এমনিতেই বহুকাল ধরে ভগ্নদশায় কোনওমতে দাঁড়িয়ে ছিল। সেই বাড়িটি ভেঙে ফেলা হচ্ছে জানতে পেরে এবার কী বললেন সত্যজিৎ রায়ের ছেলে সন্দীপ রায়?

ওপারে ইউনুস সরকার ভাঙছে পূর্বপুরুষের বাড়ি, এপারে কী বলছেন সত্যজিৎ পুত্র সন্দীপ?
ওপারে ইউনুস সরকার ভাঙছে পূর্বপুরুষের বাড়ি, এপারে কী বলছেন সত্যজিৎ পুত্র সন্দীপ?

রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশে পূর্বপুরুষের বাড়ি ভাঙা নিয়ে সন্দীপ রায় সংবাদমাধ্যমকে জানান, তাঁরা এই বাড়ির অবস্থার বিষয়ে একদমই অবগত নন। তিনি বলেন, 'এর আগে শুনেছিলাম, বাড়িটির সংস্কার করা হবে। হেরিটেজের মতো করা হবে। এখন দেখছি অন্য কিছু ঘটছে। আমি কোনওদিন ওখানে যাইনি। বাবা হয়ত একবার গিয়েছিলেন বহুকাল আগে। যে কারণে আমাদের পক্ষে বলা মুশকিল। তবে বাড়িটার অবস্থা খুবই খারাপ ছিল এটুকু বলতে পারি।'

এর আগে মঙ্গলবার ভারত সরকার জানিয়েছে যে তারা বাংলাদেশের ময়মনসিংহে সত্যজিৎ রায়ের পৈতৃক সম্পত্তি মেরামত ও পুনর্নির্মাণের জন্য বাংলাদেশ সরকারের সাথে সহযোগিতা করতে ইচ্ছুক। এর আগে, এদিন এক প্রতিবেদনে উঠে আসে যে, মহম্মদ ইউনুসের শাসনে থাকা বাংলাদেশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভিটে ভাঙার কাজ চলছে। ঘটনার খবর পেতেই ক্ষোভ উগরে দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই, ওই বাড়িটিকে ধ্বংসের হাত থেকে রক্ষার্থে দিল্লির জোরালো বার্তা যায় ঢাকার কাছে।

এক বিবৃতিতে কেন্দ্রীয় বিদেশমন্ত্রকের তরফে বলা হয়েছে, ‘বাংলা সাংস্কৃতিক নবজাগরণের প্রতীক ভবনটির ঐতিহাসিক মর্যাদা বিবেচনা করে, ধ্বংসের বিষয়টি পুনর্বিবেচনা করা ভালো এবং এটিকে সাহিত্যের মিউজিয়াম এবং ভারত ও বাংলাদেশের অভিন্ন সংস্কৃতির প্রতীক হিসেবে গড়ে তোলা যায় কিনা তার জন্য এর মেরামত ও পুনর্নির্মাণের বিকল্পগুলি খতিয়ে দেখা হোক। ভারত সরকার এই উদ্দেশ্যে সহযোগিতা করতে ইচ্ছুক।’

‘দ্য ডেইলি স্টারের’ একটি প্রতিবেদন অনুসারে, উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর বাড়ি - একটি বিশিষ্ট প্রত্নতাত্ত্বিক নিদর্শন - পূর্বে ময়মনসিংহ শিশু একাডেমি হিসাবে ব্যবহৃত হত। তবে, কর্তৃপক্ষের অবহেলার কারণে রায়ের পৈতৃক সম্পত্তিটি বছরের পর বছর ধরে জরাজীর্ণ হয়ে পড়েছিল। দ্য ডেইলি স্টার-র রিপোর্টে বলা হয়েছে,'এটি ভেঙে ফেলা হচ্ছে একটি নতুন আধা-কংক্রিটের কাঠামো তৈরির জন্য।' এই বাড়ি একটি প্রত্নতত্ত্ব নিদর্শনও।

News/Bengal/Satyajit Ray Ancestral Home Update: ওপারে ইউনুস সরকার ভাঙছে পূর্বপুরুষের বাড়ি, এপারে কী বলছেন সত্যজিৎ পুত্র সন্দীপ?
News/Bengal/Satyajit Ray Ancestral Home Update: ওপারে ইউনুস সরকার ভাঙছে পূর্বপুরুষের বাড়ি, এপারে কী বলছেন সত্যজিৎ পুত্র সন্দীপ?