Kali Puja 2024 wishes: কালীপুজোর শুভেচ্ছা জানান প্রিয়জনকে, পাঠান এই শুভেচ্ছাবার্তা

Kali Puja 2024 Wishes Messages: কালী পুজো উপলক্ষে ভালোবাসার মানুষকে পাঠান শুভেচ্ছা। কী লিখবেন বুঝতে পারছেন না? জেনে নিন এখনই। 

Published on: Oct 31, 2024 1:31 PM IST
By ,
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Kali Puja 2024 Wishes: রাত পোহালেই কালীপুজো। প্রত্যেক বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষ তিথিতে হয় এই পুজো। চলতি বছর কালী পুজো অর্থাৎ দীপাবলি অনুষ্ঠিত হবে ১ নভেম্বর। ইতিমধ্যেই সর্বত্র ছেয়ে গেছে আলোর সাজে, প্রস্তুতি চলছে মায়ের আরাধনার। কালী পুজোর এই শুভক্ষণে আপনি পাঠাতে পারেন প্রিয়জনকে শুভেচ্ছা। কী লিখবেন, সেটাই জানুন।

কালীপুজো উপলক্ষে ভালোবাসার মানুষকে পাঠান শুভেচ্ছা (সৌজন্য HT File Photo)
কালীপুজো উপলক্ষে ভালোবাসার মানুষকে পাঠান শুভেচ্ছা (সৌজন্য HT File Photo)

১) শুভ কালী পুজো ২০২৪। আপনাকে এবং আপনার পরিবারকে অনেক অনেক শুভেচ্ছা।

২) আপনার সমস্ত দুঃখ দুর্দশা দূর হয়ে যাবে মা কালীর আশীর্বাদে, আপনাকে জানাই শুভ কালী পুজো।

(আরও পড়ুন: ডাকিনী-যোগিনী ছাড়াও তন্ত্রে পাওয়া যায় ৬৪ ভয়াল যোগিনীর কথা! কীভাবে উৎপত্তি এদের)

৩) সকলকে জানাই বর্ণময় এবং আলোকিত কালীপুজোর শুভেচ্ছা।

৪) শব্দবাজি থেকে দূরে থাকুন! সাবধানে থাকুন কালী পুজোয়। সবাইকে জানাই কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা।

৫) এই আলোর উৎসবে কেটে যাক সমস্ত অন্ধকার, দূর হয়ে যাক অশুভ শক্তি। আপনাকে এবং আপনার পরিবারকে জানাই কালীপুজোর অনেক অনেক শুভেচ্ছা।

৬) মা কালী আপনাকে রক্ষা করুন এই কামনাই করি, আপনাকে জানাই শুভ কালীপুজো।

৭) অশুভ শক্তির নিপাত হোক, প্রার্থনা করি সকলে যেন ভালো থাকে। সবাইকে জানাই শুভ কালীপুজো।

৮) এই কালীপুজোয় আপনার জীবন ভরে উঠুক সুখ সমৃদ্ধিতে, সমস্ত রোগ থেকে মুক্তি পান আপনি। আপনাকে জানাই কালীপুজোর অনেক অনেক শুভেচ্ছা।

(আরও পড়ুন: মেয়ের মতোই স্নেহ করতেন মা ভবতারিণীকে, ঠাকুরকে ছাড়া আজও অপূর্ণ কালীপুজো)

৯) প্রদীপ জ্বালিয়ে আহ্বান করুন মাকে, মায়ের আগমনে ঘটুক শ্রীবৃদ্ধি, আপনার গোটা পরিবারকে জানাই কালীপুজোর অনেক শুভেচ্ছা।

১০) মা পার্বতীর ভয়াল রূপ মা কালী, সমস্ত অসুরের বিনাশ ঘটান তিনি। মা কালীর মর্ত্যে আগমন যেন সমস্ত পাপের শাস্তি হয়। শুভ কালীপুজো।

News/Lifestyle/Kali Puja 2024 Wishes: কালীপুজোর শুভেচ্ছা জানান প্রিয়জনকে, পাঠান এই শুভেচ্ছাবার্তা
News/Lifestyle/Kali Puja 2024 Wishes: কালীপুজোর শুভেচ্ছা জানান প্রিয়জনকে, পাঠান এই শুভেচ্ছাবার্তা